বিয়ে নিয়ে জনৈক ব্যক্তির অভিমত

in #life7 years ago (edited)

★ বিয়ে মানে যদি হয় শুধু মাত্র নিজের যৌন খুদা নিবারণ করার মাধ্যম, তাহলে আমি অবিবাহিতই থাকতে চাই।
★ বিয়ে মানে যদি হয় শুধু হানিমুন, ম্যারেজ ডে এর মত ইত্যাদি বিদ'য়াত করা, তাহলে আমি অবিবাহিতই থাকতে চাই।
★ বিয়ে মানে যদি হয় শুধু সন্তান জন্ম দিয়ে নিজের বংশ বিস্তার করা, তাহলে আমি অবিবাহিতই থাকতে চাই।
আমাদের সকলেরই স্বরণ থাকা উচিত- বিয়ে হচ্ছে একটি ইবাদত, যা স্বামী স্ত্রী তার নিজ নিজ আখিরাতের জীবনের কল্যাণের নিমিত্তে করে থাকে। এখানে শুধু দুনিয়াবি স্বার্থ, অর্থাৎ ভোগ বিলাস, দুনিয়াবি সুখের নিয়ত থাকা কোনো মুমিন নারী পুরুষের থাকা কাম্য নয়। যারা দুনিয়ার এই সাময়িক সময়কে আনন্দ ফূর্তির স্থান ভেবে বিয়ের মত পবিত্র জীবনে নিজেদেরকে অনুপ্রবেশ করান, তারা মূলত দুনিয়ার জীবনের স্বার্থ রক্ষার নিমিত্তে পরোক্ষভাবে একে উপরে কাবিন নামাতে স্বাক্ষর দিয়ে চুক্তিবদ্ধ হয়।
যদি তারা সত্যিই বিয়েকে একটি ইবাদত স্বরূপ গ্রহণ করত, তাহলে কোনো বিবাহিত পুরুষ রাস্তায় চলার পথে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করার চিন্তা চেতনা রাখতে সক্ষম হত না, কেননা তার সেই দৃষ্টি দেয়ার স্বাধীনতা শুধু মাত্র তার স্ত্রীর উপর প্রযোজ্য।
অপর দিকে কোনো বিবাহিত নারী রাস্তায় বেপর্দায় বের হওয়ার মত সাহস করতে পারত না, নিজের দেহকে সাজিয়ে পরপুরুষদের মেলায় নিয়ে যাওয়ার হিম্মৎ করত না, কেননা তার এই শরীরের উপর তার স্বামীর হক আছে।
"আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে"। [সূরা আর-রুমঃ ২১]
যারা একে ইবাদতের নিয়েতে করে থাকে, কেবল তারাই বুঝতে সক্ষম হয় - বিয়ের অপর নাম প্রশান্তি।
P
Post credit : "facebook"
Image: pixabay
</> This post is in Bangla </>
"This post teaches us the religious views to married"

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63294.77
ETH 2638.69
USDT 1.00
SBD 2.70