google.com what is it.and where r from comesteemCreated with Sketch.

in #google7 years ago (edited)

image

গুগল নিয়ে কয়েকটা মজার তথ্যাঃ

ফ্যাক্ট ১:

Google শব্দটা এসেছে GOOGOL শব্দ এর ভুল বানান থেকে। মানে, Googol শব্দ থেকেই Google শব্দের উৎপত্তি।
Googol শব্দের মানে হচ্ছে এমন একটা অঙ্ক যেটা ১০ এর উপর একশ পাওয়ার! আচ্ছা পুরো শব্দটাই লিখে দিচ্ছিঃ

10^100 = 10,000,000,0 00,000,­
000,0 00,000,000,0 00,000,000,0
00,000,000,0 00,000,000,0 00,000,­
000,0 00,000,000,0 00,000,000,0
00,000,000,0 00,000,000,0 00.

আমি অবশ্য এতগুলা শুন্য লিখি নাই, উইকিপিডিয়া থেকে নিয়ে পেস্ট করে দিসি।

ফ্যাক্ট ২:

গুগলের হোম পেজ অর্থাৎ Google.com এ গেলে যে পেজ দেখায় সেখানে কোন বিজ্ঞাপন নেই। যদি তারা সেখানে একটা এড দিত তবে সেটার জন্য বিজ্ঞাপনদাতাকে ১০ মিলিয়ন ইউ এস ডলার দিতে হত!

ফ্যাক্ট ৩:

গুগল যখন চোট্ট পরিসরে ছিলো তখন একবার ইয়াহু ডট কম, সম্পূর্ণ গুগলকে ১ মিলিয়ন ইউ এস ডলারে কিনে ফেলার সুযোগ পেয়েছিলো। কিন্তু তারা সেটা কিনেনি।
কিন্তু বর্তমানে গুগল ২০০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী এবং ইয়াহু সেই তুলনায় মাত্র ২০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী.

ফ্যাক্ট ৪:

গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাদের প্রথম টুইট ছিলোঃ
I’m 01100110 01100101
01100101 01101100 01101001
01101110 01100111 00100000
01101100 01110101 01100011
01101011 01111001 00001010

যেটার মানে হলঃ I’m Feeling Lucky

ফ্যাক্ট ৫:

গুগলের হোম পেজে I’m Feeling Lucky একটা অপশন দেখতে পাবেন। যেটার কাজ হল আপনাকে সরাসরি আপনার কী-ওয়ার্ড সার্চ এ যেগুলো আসতো তার প্রথম লিঙ্কে নিয়ে যাওয়া। এইভাবে নিয়ে যাওয়ার কারনে আর বিজ্ঞাপন দেখা যায়না। যার ফলে বছরে গুগল ১০০ মিলিয়ন ইউ এস ডলার কম ইনকাম করে।

ফ্যাক্ট ৬:

গুগলের ১ মিলিয়নেরো বেশি সার্ভার আছে এওং ১ বিলিয়ন এরও বেশি কী-ওয়ার্ড সার্চ হয় প্রতি ২৪ ঘন্টায়। সারা পৃথিবীতে যে পরিমান সার্ভার আছে, তার ২% ই গুগল এর।

ফ্যাক্ট ৭:

গুগল এ রয়েছে ৮০ টিরও বেশি বিভিন্ন রকমের ভাষা। এর মধ্যে একটা রয়েছে ‘স্ট্যার ট্রেক’স ক্লিগন’ যেটা কিনা এলিয়েনদের জন্য!! আশা করি, তথ্যগুলো জেনে মজা পেয়েছেন। গুগল আসলে আমাদের এত কাজে লাগে বলার বাহিরে। এসাইনমেন্ট বা হোমওয়ার্ক করার জন্য এখন গুগলের কোন বিকল্প পাই না। তাই গুগল সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা মন্দ না! ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
https://google.com
image
image

resteemit and upvote me.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69121.30
ETH 3739.33
USDT 1.00
SBD 3.75