Facebook love unholy, naked pictures of messenger, then ... ফেসবুক অসতর্ক প্রেম, মেসেঞ্জারে নগ্ন ছবি, অতঃপর ….

in #news6 years ago


On Facebook messenger sent a nude photo of her at a helpless moment to boyfriend Bill of credit card stores; But did not pay attention, the shopman inserted the card into a machine, how many times it was inserted.

None of your family members have copied the SIM card to the SIM card.
Or a 'ransomware' that you downloaded on the computer. Did you think of a terrible consequence?

While Bangladesh is progressing steadily in its steadfast pace, the risk of these cyber crimes is increasing at the same time.

Crime is no longer the subject of TV screen or thriller movie. You are happening around me, every day.

Unfair Love of a Teenager:
"I had a love relationship three years ago. Then we were a little younger, we were young. Then we shared some pictures. The secret is to say something objectionable ... ".

Saying the words, let's say his name is Miz X. He is a college student of Naipedami College in Dhaka.

Three years ago when Mr. He had a love with Yeh, then he was absolutely a girl.

That love has broken for a long time. But Misz X is now very upset with that love of a relentless age.

On one evening a message from Fake ID comes to Mizx, "You have your picture. Send 5 thousand rupees to the development, otherwise you will spread on Facebook!

Though the IDT is fake, the pictures are real. The 'somewhat offensive' photo sent to Facebook three years ago.

Mr. Y is not involved with it? The suspicion happens.

But, when the relationship of love breaks down, there is contact between two people.

Immediately after the incident Mr Mx told me to elaborate. Yeei.

Nimdami University student Mr. Y came to meet the former girlfriend's college in the morning the next morning, promised to stand beside her during this bad day of Miz X.

Mr. He told me about the suspicion I met, and in response to blackmailing allegations he refused. Said, 'I have my own photo there too. With my respect added '.

Mr. Miz Xo think Mr. Y is not in it, because the relationship of love broke, but now they are 'good friends'.

That is, the third person's grip is hidden in the context of Bangladesh, all the pictures of Miz X's very sensitive, which will have to be socially degraded after spreading.

It can not be said at home, because conservative parents will not take it well. And the same reason is not going to police. Then parents will know.

They have come to the 'Crime Research and Analysis Foundation' or CRAFF. Voluntary organization's entrepreneur Minhar Mohsin Uddin is a cyber security expert. His organization stands beside the danger people like Miz X.
Many people are now on the verge of being Crawf's.

Even the police and intelligence agencies are coming to Crawf nowadays to open many cyber crimes.
However, most of the teenagers and young people are coming.

Mr. Uddin says, "The main reason for their misery is that Facebook's unscrupulous and unnatural use. And the criminals of one class are taking advantage of these weaknesses ".

Blackmailer has developed the development number, with its own expertise, it has removed all of its owners' rights and leprosy. Uddin
This person is a trader of technology products in northern Naogaon city.

Mr. Uddin talked to her on the telephone and talked about this person is probably not a blackmailer.

A clever criminal might have used this person's number. Because the shop signboard, the Visiting Card is available everywhere, the phone number with the bKash account is given.

He has made a general diary in Naogaon Police Station and he is getting discouraged by the advice of the police. If anyone is collecting 5000 taka through development, then he will inform the police.

Perhaps the blackmailer found the matter. He is not communicating with Miz X

The incident has so far been so far. But it could not get rid of Miss X. Until now, Miz X has not even been approached by the police.

Police spokesman Masudur Rahman in Dhaka says that many who are victims of cyber crimes, many of them are not coming to police due to social malfunction. For this reason, it has become difficult to suppress such crimes and identify criminals day by day.

But in Bangladesh, under the new ICT Act, a new name is clear and clear
ফেসবুক মেসেঞ্জারে কোন এক অসতর্ক মুহূর্তে নিজের একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন প্রেমিককে।দোকানে ক্রেডিট কার্ড দিয়ে বিল দিয়েছেন;কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করেননি, দোকানী কোন যন্ত্রে কার্ডটি ঢুকিয়েছেন, কয়বার ঢুকিয়েছেন।

আপনার পরিবারের সব সদস্যের মোবাইল ফোনের সিম কার্ড ক্লোন করে নিলো অজ্ঞাত কেউ।
কিংবা আনমনে কম্পিউটারে ডাউনলোড করে ফেললেন একটি ‘র‍্যানসমওয়্যার’।একবারও কি ভেবেছেন কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এর?

বাংলাদেশ যখন প্রতিনিয়ত ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল হবার পথে, তখন সমানতালেই বাড়ছে ভয়ঙ্কর এসব সাইবার অপরাধের ঝুঁকি।

অপরাধগুলো এখন আর টিভির পর্দার বা থ্রিলার সিনেমার বিষয়বস্তু নেই।আপনার আমার আশপাশেই ঘটছে, প্রতিনিয়তই।

অসতর্ক এক কিশোর প্রেম :
“আমার তিন বছর আগে একটা প্রেমের সম্পর্ক ছিল।তখন আমরা আরো ছোট ছিলাম, বয়স কম ছিল।তখন আমরা কিছু ছবি আদানপ্রদান করেছিলাম।গোপন, কিছুটা আপত্তিকর বলা চলে…”।

কথাগুলো যিনি বলছিলেন, ধরা যাক তার নাম মিজ এক্স।তিনি ঢাকার নামীদামী একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী।

তিন বছর আগে যখন মি.ওয়াইয়ের সঙ্গে প্রেম ছিল, তখন নিতান্তই একটি বালিকা তিনি।

সেই প্রেমও ভেঙ্গে গেছে বহুদিন হয়।কিন্তু অবুঝ বয়সের সেই প্রেম নিয়ে মিজ এক্স এখন দারুণ দুর্দশাগ্রস্ত।

এক সন্ধ্যায় ফেসবুকে একটি ফেক আইডি থেকে মিজ এক্সের কাছে বার্তা আসে, ‘আপনার ছবি আছে আমাদের কাছে।বিকাশে ৫ হাজার টাকা পাঠান, নইলে ফেসবুকে ছড়িয়ে দেব’।

আইডিটি ভুয়া হলেও ছবিগুলো বাস্তব।তিন বছর আগে ফেসবুকে পাঠানো সেই ‘কিছুটা আপত্তিকর’ ছবি।

মি.ওয়াই জড়িত নন তো এর সঙ্গে?সন্দেহ জাগে।

কিন্তু, প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও যোগাযোগ আছে দুজনার মধ্যে।

ঘটনার পরপরই মিজ এক্স ফোন করে সবিস্তার জানিয়েছিলেন মি.ওয়াইকে।

নামীদামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মি.ওয়াই পরদিন সকালেই সাবেক প্রেমিকার কলেজের সামনে এসে তার সঙ্গে দেখা করেন, প্রতিশ্রুতি দেন মিজ এক্সের এই দুর্দিনে তার পাশে দাঁড়াবেন।

মি.ওয়াইয়ের সঙ্গে দেখা করে আমার সন্দেহের ব্যাপারটি জানাই তাকে, জবাবে তিনি অস্বীকার করেন ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ।বলেন, ‘আমার নিজের ছবিও সেখানে আছে।আমার সম্মানও যুক্ত এর সাথে’।

মিজ এক্সও মনে করেন মি.ওয়াই এসবের মধ্যে নেই, কারণ প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তারা এখন ‘ভাল বন্ধু’।

অর্থাৎ তৃতীয় কোন ব্যক্তির খপ্পরে পড়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে মিজ এক্সের অতি স্পর্শকাতর সব ছবি, যা ছড়িয়ে পড়লে সামাজিকভাবে মারাত্মক হেয় প্রতিপন্ন হতে হবে তাকে।

বাসাতেও ব্যাপারটা জানানো যাচ্ছে না, কারণ রক্ষণশীল বাবা-মা এটাকে ভালভাবে নেবেন না।আর একই কারণে পুলিশের কাছেও যাওয়া যাচ্ছে না।তাহলে বাবা-মা জেনে যাবেন।

এরা তাই দ্বারস্থ হয়েছেন ‘ক্রাইম রিসার্চ অ্যান্ড এনালিসিস ফাউন্ডেশন’ বা ক্র্যাফের।স্বেচ্ছাসেবী এই সংগঠনটির উদ্যোক্তা মিনহার মোহসিন উদ্দিন একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।মিজ এক্সের মত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তার সংগঠন।
অনেক মানুষই আজকাল দ্বারস্থ হচ্ছে ক্র্যাফের।

এমনকি পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত আজকাল ক্র্যাফের কাছে আসছে নানা সাইবার অপরাধের জট খুলতে।
তবে সবচেয়ে বেশী আসছে কিশোরী ও তরুণীরা।

মি.উদ্দিন বলছেন, “এদের দুর্দশার মূল কারণ হচ্ছে ফেসবুকের অসচেতন ও অসতর্ক ব্যবহার।আর এক শ্রেণীর অপরাধীরা এদের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে”।

ব্ল্যাকমেইলার যে বিকাশ নম্বরটি দিয়েছে, নিজের দক্ষতা দিয়ে সেটির মালিকের ঠিকুজি-কুষ্ঠি সব বের করে ফেলেছেন মি.উদ্দিন।
এই ব্যক্তি উত্তরাঞ্চলীয় নওগাঁ শহরের এক প্রযুক্তি পণ্যের ব্যবসায়ী।

মি.উদ্দিন তার সাথে টেলিফোনে কথা বলেছেন এবং আলাপ করে বুঝতে পারছেন এই ব্যক্তিটিও সম্ভবত ব্ল্যাকমেইলার না।

চতুর কোন অপরাধী হয়তো এই ব্যক্তিটির নম্বর ব্যবহার করেছে মাত্র।কারণ দোকানের সাইনবোর্ড, ভিজিটিং কার্ড সর্বত্রই দেয়া রয়েছে বিকাশ অ্যাকাউন্ট সম্বলিত ফোন নম্বরটি।

নওগাঁর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন এবং পুলিশের পরামর্শে তিনি ওঁৎ পেতে আছেন কেউ বিকাশের মাধ্যমে আসা ৫ হাজার টাকা সংগ্রহ করতে এলেই পুলিশকে খবর দেবেন।

সম্ভবত ব্ল্যাকমেইলার ব্যাপারটি টের পেয়েছে।সে আর মিজ এক্সের সাথে যোগাযোগ করছে না।

ঘটনা আপাতত এ পর্যন্ত।তবে তা মিজ এক্সকে নিরুদ্বিগ্ন করতে পারেনি।অবশ্য এখন পর্যন্ত মিজ এক্স পুলিশের দ্বারস্থও হননি।

ঢাকায় পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলছেন, সাইবার অপরাধের শিকার যারা হচ্ছেন, তাদের অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে পুলিশের কাছে আসছে না।এজন্য এই ধরণের অপরাধ দমন ও অপরাধীদের চিহ্নিত করার কাজটি দিনকে দিন কঠিন হয়ে পড়েছে।

অথচ বাংলাদেশে নতুন প্রণীত আইসিটি অ্যাক্ট নামের একটি আইনে এ নিয়ে পরিষ্কার দিক নির্

Sort:  

I read the news and I am surprised to know that this is possible on Facebook

I read your post. it's good information thanks bor

you don,t copy paste okk

oh. so sad

We should be careful to use Social media. Some hacckers always seeking how to do scam general people.

Avoid copy post ..

You're right man

Facebook information

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64006.33
ETH 3077.08
USDT 1.00
SBD 3.87