প্রতিযোগিতা ৭১- ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট||

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতায় ক্লে দিয়ে বোতল আর্ট শেয়ার করতে যাচ্ছি।আজকে আমি ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট:


ei_1747813657655-removebg-preview.png
Device-XANON-X20

ei_1747813565386-removebg-preview.png
Device-XANON-X20


ক্লে দিয়ে কোন কিছু করতে বেশ ভালোই লাগে। ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে বেশ আকর্ষণীয় লাগে।তবে আজকে আমি ভিন্ন ধরনের কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি প্রথমবার ক্লে দিয়ে বোতল আর্ট করতে যাচ্ছি।জানিনা কতটুকু পেরেছি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি বোতল আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. জলরং।
২. তুলি।
৩. বোতল।
৪. ক্লে।
৫.আঠা।
৬. বিভিন্ন সরঞ্জাম।


IMG_20250520_222046_658.jpg
Device-XANON-X20

IMG_20250520_224440_761.jpg
Device-XANON-X20


ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250520_222143_350.jpg
Device-XANON-X20
IMG_20250520_222513_784.jpg
Device-XANON-X20


প্রথমে বোতলের উপরের সুন্দরভাবে সাদা রঙ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG_20250520_222830_690.jpgDevice-XANON-X20

IMG_20250520_223142_437.jpg
Device-XANON-X20


এরপর আকাশি রং সাদা রঙের উপরে করে নিয়েছি।


ধাপ-৩

IMG_20250520_223222_248.jpgDevice-XANON-X20

IMG_20250520_224222_474.jpg
Device-XANON-X20


এরপর গাঢ় নীল রঙ করেছি যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠে।


ধাপ-৪


IMG_20250520_224733_479.jpg
Device-XANON-X20

IMG_20250521_001112_282.jpg
Device-XANON-X20


এরপর কিছুটা ক্লে নিয়ে সুন্দর ভাবে ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-৫


IMG_20250521_001230_224.jpg
Device-XANON-X20


একইভাবে ছোট বড় আরো কয়েকটি ফুল তৈরি করে নিয়েছে।


ধাপ-৬

IMG_20250521_001317_957.jpg
Device-XANON-X20
IMG_20250521_001605_059.jpg
Device-XANON-X20


এরপর ফুলগুলো আঠার সাহায্যে বোতলের উপরে ভালোভাবে বসিয়ে নিব।


ধাপ-৭

IMG_20250521_002349_915.jpg
Device-XANON-X20


এরপর সব গুলো ফুল আঠার সাহায্যে বোতলের উপরে সুন্দর ভাবে লাগিয়ে নিব।


ধাপ-৮

IMG_20250521_002643_419.jpg
Device-XANON-X20


এরপর আরো কিছুটা ক্লে নিয়ে ফুলের মাঝখানে থাকা ফাঁকা অংশে বসিয়ে নিব।


ধাপ-৯

IMG_20250521_003032_600.jpgDevice-XANON-X20

IMG_20250521_003044_294.jpg
Device-XANON-X20

IMG_20250521_003234_626.jpgDevice-XANON-X20


এরপর সুন্দর ভাবে একটু ডিজাইন করে নিব।


ধাপ-১০

IMG_20250521_003429_016.jpg
Device-XANON-X20
IMG_20250521_003820_816.jpg
Device-XANON-X20


এরপর সবগুলো ফুলের উপরে সুন্দরভাবে সাদা রং করে নিব।


ধাপ-১১


IMG_20250521_003921_479.jpg
Device-XANON-X20
IMG_20250521_004810_899.jpg
Device-XANON-X20
IMG_20250521_010207_747.jpg
Device-XANON-X20


এরপর হলুদ ও লাল রং দিয়ে সুন্দরভাবে ফুলগুলো রঙ করে নিব।


ধাপ-১২

IMG_20250521_103329_160.jpg
Device-XANON-X20


এরপর বাকি ফুলগুলো গোলাপি রঙ দিয়ে সুন্দরভাবে রঙ করে নিব।।


শেষ ধাপ


IMG_20250521_104322_694.jpg
Device-XANON-X20

IMG_20250521_105449_785.jpg
Device-XANON-X20


এরপর বোতলের উপরের অংশে সাদা রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিব। তাহলেই আমার ক্লে দিয়ে বোতল আর্ট টি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:

ei_1747813493198-removebg-preview.png
Device-XANON-X20

ei_1747812837509-removebg-preview (2).png
Device-XANON-X20


ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট টি প্রস্তুত হয়ে গেলে সকলের সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিব। এভাবে ক্লে দিয়ে বোতলের আর্ট করতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার। যদিও খুব একটা সহজ কাজ ছিল না। তবুও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আর্ট টি উপস্থাপন করার জন্য। সবথেকে বড় কথা আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক। ক্লে দিয়ে বোতল আর্ট টি নিজের মতো করে যতটা সম্ভব তুলে ধরেছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 25 days ago 

বোতলের উপরে ক্লে দিয়ে খুব সুন্দর করে আর্ট করেছেন আপনি। সবচেয়ে বেশি আপনার তৈরি করা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। সূর্যমুখী ফুলের মত ডিজাইন করেছেন দেখে আরো ভালো লাগলো। এ ধরনের বোতল দেখতে সবাই বেশ পছন্দ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 25 days ago 

IMG_20250521_162741.png

IMG_20250521_162727.png

IMG_20250521_162655.png

 25 days ago 

ক্লে দিয়ে বোতল আর্টটি অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনি ফুলগুলি অনেক সুন্দর এবং কালারফুল তৈরি করেছেন। বোতলকে নীল রং করে তার ওপরে এত সুন্দর কালারফুল ফুলগুলি তৈরি করেছেন দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে।

 25 days ago 

ক্লে দিয়ে খুব সুন্দর বোতলে ডিজাইন করেছেন। কনটেস্টে পার্টিসিপেট করেছেন দেখে ভালো লাগলো। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। রংবেরঙের ফুল গুলো দেখতে চমৎকার লাগছে। আশা করি প্রতিযোগিতায় ভালো কিছু অর্জন করবেন। শুভকামনা রইল।

 23 days ago 

ক্লে দিয়ে বোতলের উপরে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি আর্ট দেখে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে এই আর্ট তৈরি করার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেখে খুব ভালো লাগলো৷ শুভকামনা রইল আপনার জন্য৷ আশা করি প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান অর্জন করতে পারবেন৷

 23 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে বোতলের উপর চমৎকার ফুলের আর্ট করেছেন। সত্যি আপনার ক্লে দিয়ে বোতলের উপর ফুলের আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এত চমৎকার ভাবে ক্লে দিয়ে বোতলের উপর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.27
JST 0.032
BTC 105475.30
ETH 2530.22
USDT 1.00
SBD 0.81