প্রতিযোগিতা ৭১- ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতায় ক্লে দিয়ে বোতল আর্ট শেয়ার করতে যাচ্ছি।আজকে আমি ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট:


ক্লে দিয়ে কোন কিছু করতে বেশ ভালোই লাগে। ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে বেশ আকর্ষণীয় লাগে।তবে আজকে আমি ভিন্ন ধরনের কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি প্রথমবার ক্লে দিয়ে বোতল আর্ট করতে যাচ্ছি।জানিনা কতটুকু পেরেছি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি বোতল আর্ট টি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. জলরং।
২. তুলি।
৩. বোতল।
৪. ক্লে।
৫.আঠা।
৬. বিভিন্ন সরঞ্জাম।


ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট করার ধাপ সমূহ:
ধাপ-১


প্রথমে বোতলের উপরের সুন্দরভাবে সাদা রঙ করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২

এরপর আকাশি রং সাদা রঙের উপরে করে নিয়েছি।
ধাপ-৩

এরপর গাঢ় নীল রঙ করেছি যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠে।
ধাপ-৪


এরপর কিছুটা ক্লে নিয়ে সুন্দর ভাবে ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-৫

একইভাবে ছোট বড় আরো কয়েকটি ফুল তৈরি করে নিয়েছে।
ধাপ-৬


এরপর ফুলগুলো আঠার সাহায্যে বোতলের উপরে ভালোভাবে বসিয়ে নিব।
ধাপ-৭

এরপর সব গুলো ফুল আঠার সাহায্যে বোতলের উপরে সুন্দর ভাবে লাগিয়ে নিব।
ধাপ-৮

এরপর আরো কিছুটা ক্লে নিয়ে ফুলের মাঝখানে থাকা ফাঁকা অংশে বসিয়ে নিব।
ধাপ-৯

এরপর সুন্দর ভাবে একটু ডিজাইন করে নিব।
ধাপ-১০


এরপর সবগুলো ফুলের উপরে সুন্দরভাবে সাদা রং করে নিব।
ধাপ-১১



এরপর হলুদ ও লাল রং দিয়ে সুন্দরভাবে ফুলগুলো রঙ করে নিব।
ধাপ-১২

এরপর বাকি ফুলগুলো গোলাপি রঙ দিয়ে সুন্দরভাবে রঙ করে নিব।।
শেষ ধাপ


এরপর বোতলের উপরের অংশে সাদা রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিব। তাহলেই আমার ক্লে দিয়ে বোতল আর্ট টি সম্পূর্ণ হবে।
উপস্থাপনা:

.png)
ক্লে দিয়ে বোতলের উপরে ফুলের আর্ট টি প্রস্তুত হয়ে গেলে সকলের সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিব। এভাবে ক্লে দিয়ে বোতলের আর্ট করতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার। যদিও খুব একটা সহজ কাজ ছিল না। তবুও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আর্ট টি উপস্থাপন করার জন্য। সবথেকে বড় কথা আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক। ক্লে দিয়ে বোতল আর্ট টি নিজের মতো করে যতটা সম্ভব তুলে ধরেছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
বোতলের উপরে ক্লে দিয়ে খুব সুন্দর করে আর্ট করেছেন আপনি। সবচেয়ে বেশি আপনার তৈরি করা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। সূর্যমুখী ফুলের মত ডিজাইন করেছেন দেখে আরো ভালো লাগলো। এ ধরনের বোতল দেখতে সবাই বেশ পছন্দ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
https://x.com/Maria182143171/status/1925170360519115104?t=L-EET7ObEfmtxX7aCE6WHw&s=19
https://x.com/Maria182143171/status/1925170879199363439?t=I74AAyRdws_oIZ59yVxBZA&s=19
https://x.com/Maria182143171/status/1925171442787971268?t=_kIH6QRe2oG5a5k-bnRAwQ&s=19
https://x.com/Maria182143171/status/1925173210573901981?t=Q6iBjzh7ojjiXt08LNbOVA&s=19
https://x.com/Maria182143171/status/1925227582397747520?t=rUUTcUC3fi5FBDeWNK-KSw&s=19
https://x.com/Maria182143171/status/1925228051581088218?t=NJSTJeL-B1c80-ovO8shYg&s=19
https://x.com/Maria182143171/status/1925228519585636560?t=WjevDBazers0gkaWEKrn_g&s=19
ক্লে দিয়ে বোতল আর্টটি অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনি ফুলগুলি অনেক সুন্দর এবং কালারফুল তৈরি করেছেন। বোতলকে নীল রং করে তার ওপরে এত সুন্দর কালারফুল ফুলগুলি তৈরি করেছেন দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে।
ক্লে দিয়ে খুব সুন্দর বোতলে ডিজাইন করেছেন। কনটেস্টে পার্টিসিপেট করেছেন দেখে ভালো লাগলো। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। রংবেরঙের ফুল গুলো দেখতে চমৎকার লাগছে। আশা করি প্রতিযোগিতায় ভালো কিছু অর্জন করবেন। শুভকামনা রইল।
ক্লে দিয়ে বোতলের উপরে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি আর্ট দেখে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে এই আর্ট তৈরি করার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেখে খুব ভালো লাগলো৷ শুভকামনা রইল আপনার জন্য৷ আশা করি প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান অর্জন করতে পারবেন৷
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে বোতলের উপর চমৎকার ফুলের আর্ট করেছেন। সত্যি আপনার ক্লে দিয়ে বোতলের উপর ফুলের আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এত চমৎকার ভাবে ক্লে দিয়ে বোতলের উপর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।