আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আমাদের কমিউনিটির চলমান কনটেস্ট এ অংশগ্রহণ করছি। অনেকদিন পর কমিউনিটির কনটেস্টে অংশগ্রহণ করছি। আসলে এখন ব্যস্ততা অনেকটাই বেড়ে গেছে যার কারণে কোন কিছু বানাতে বসা হয় না তেমন। তবে কিছুদিন আগে সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে যার কারণে কিছুদিন ছুটি পেয়েছি। তাই ভাবলাম যেহেতু ছুটি চলছে তাহলে কিছু একটা বানানো যাক। এবারের কনটেস্টের টপিকটা একবারে ইউনিক ছিল। ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা হয়েছে তবে কখনো বোতল আর্ট করা হয়নি। প্রথমবারের মতো নতুন কিছু করতে পেরেও ভালো লেগেছে। বোতলের মধ্যে আমি একটা মাশরুম হাউজ এর ডিজাইন করতে চেয়েছি। এগুলোতে যেকোনো আর্টিফিশিয়াল ফুল সাজিয়ে রাখলে কিংবা এমনিতে ডেকোরেশন করে রাখলেও সুন্দর লাগে দেখতে। আজকে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে করার। তবে জানি না কতটুকু করতে পেরেছি।আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
বোতলের সর্বশেষ ফটোগ্রাফি

প্রথমে আমি একটা কাঁচের বোতল নিলাম। এটা ছিল একটা অ্যাপেল ভিনেগারের বোতল। প্রথমে আমি বোতলের উপর কাগজটা পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে নিলাম।

এবার আমি বোতলের পুরো অংশটার মধ্যে সাদা রংয়ের ক্লে দিয়ে দিলাম। আর নিচের অংশে আমি মাটি কালারের আরেকটা লেয়ার দিলাম। এরপর একটা গোল করে দরজা দিয়ে দিলাম।
এবার আমি হলুদ রঙের ক্লে চিকন এবং লম্বা করে নিয়েছি। তারপর দুইটা দিয়ে একসাথে এরকম রোল তৈরি করে নিলাম।
দরজার চারপাশে প্রথমে নীল কালারের একটা লেয়ার দিয়েছি। তারপর হলুদ এবং সাদার কম্বিনেশনের তৈরি করা লেয়ার টা দিয়ে দিলাম। দরজার মধ্যে লম্বা লাইন টেনে ডিজাইন করে নিয়েছি।

তারপর দরজার আশেপাশে সবুজ ক্লে দিয়ে লতাপাতা দিয়ে দিলাম।

তারপর বোতলের উপরের অংশটা নীল কালার ক্লে দিয়ে ঢেকে নিলাম। এরপর কিছুটা অংশে একটু ক্লে উঠিয়ে নিয়েছি।

এরপর সেখানে একটা জানালা তৈরি করে নিয়েছি। বোতলের উপরে মাশরুমের উপরের অংশের মতো একটা লাল রঙের ছাউনি দিয়ে দিলাম।

এবার লাল অংশটার মধ্যে সাদা ক্লে দিয়ে ডিজাইন করে নিয়েছি।

তারপর আরো ছোটখাটো ফুল তৈরি করে বাকি অংশটুকু সাজিয়ে নিলাম। নিচের দিকে আরো কিছু লতাপাতা দিয়েছে এবং ছোট ছোট মাশরুম দিয়ে দিলাম। এভাবেই বোতলটা ডেকোরেশন করে নিয়েছি।






এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕




ধন্যবাদান্তে
@isratmim
🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
https://x.com/IsratMim16/status/1925206229632340169?t=FmklOUuVN-2_VW0sqrfXlw&s=19
https://x.com/IsratMim16/status/1925207294817779847?t=aK21Dx2Z4HZQhLrDnWbVVQ&s=19
https://x.com/IsratMim16/status/1925208112463814699?t=QU_yTEu65SfHud672SMIBQ&s=19
https://x.com/IsratMim16/status/1925208768696189240?t=EsVD0GppznYMtOz1_8N2YQ&s=19
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করার জন্য।ক্লে দিয়ে বোতলে মাশরুম হাউজ তৈরি করেছেন দেখে মন ভরে গেল।অসাধারণ আইডিয়া! ক্লে আর বোতল দিয়ে এমন একটা মাশরুম হাউস বানানোর কথা কখনো ভাবিনি। আপনার ক্রিয়েটিভিটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।মাশরুম হাউসটার ডিজাইন খুবই সুন্দর হয়েছে।আপনার হস্তশিল্পের দক্ষতা প্রশংসনীয়। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার করা এই বোতল আর্ট। সবকিছু খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেখে ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভীষণ সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে তৈরি করা বোতলে মাশরুম হাউস। সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে আপনি এই মাশরুম হাউস টি তৈরি করেছেন। অনেক সুন্দর ভাবে আপনি বিভিন্ন রঙের ক্লের ব্যবহার করেছেন। ভীষণ সুন্দর আপনার দক্ষতা। ভীষণ ভালো লাগলো আপনার এত সুন্দর মাশরুম হাউস।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনি যেভাবে এত সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলেছেন তা আপনার প্রতিভার বহিঃপ্রকাশ৷ কারণ এরকম কিছু দেখবো বলে কখনো আশা করিনি৷ আর যেভাবে আপনি এত ইউনিক একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
প্রতিযোগিতায় আপনার অংশগ্রহন দেখে বেশ ভালো লাগলো। ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। বেশ সুন্দর বানিয়েছেন মশরুম ডিজাইন এর হাউজটি। দেখতে বেশ সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।