প্রতিযোগিতা -৭১ ||"হাতে তৈরি "ক্লে" দিয়ে কাঁচের বোতলের উপর ময়ূরের আর্ট"

in আমার বাংলা ব্লগ24 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

প্রতিযোগিতা -৭১ ||"হাতে তৈরি "ক্লে" দিয়ে কাঁচের বোতলের উপর ময়ূরের আর্ট"

GridArt_20250522_093155409.jpg

IMG_20250522_095031.jpg

Diy হচ্ছে সৃজনশীলতার অপর এক নাম।মাঝে মাঝেই বিভিন্ন কিছু দিয়ে আমি diy তৈরি করে থাকি।তবে সত্যি বলতে কখনোই ক্লে দিয়ে diy তৈরি করা হয়নি আমার,কিংবা ক্লে দিয়ে কাজ করা অনেকটা কঠিন মনে হয় বলে সাহস করে কখনো কেনাও হয়নি।তবে এইবারের প্রতিযোগিতার মূল বিষয় যেহেতু "ক্লে" কে কেন্দ্র করে।তাই ক্লে দিয়ে কাজ করার প্রতি উৎসাহ জাগলো,এইজন্য একটু ইউটিউব ঘাটাঘাটি করে নিজে হাতেই বাড়িতে বানিয়ে ফেললাম ক্লে।তারপর মনে অফুরন্ত সাহস নিয়ে একটি কাঁচের বোতল জোগাড় করে ময়ূর আর্ট করে ফেললাম তার উপরে।

জীবনের প্রথম আমি ক্লে এর কাজ করলাম ,সেটাও আবার এতটাই দ্রুত কাজটি করেছিলাম যে তৈরির পর এতটা সুন্দর লাগবে দেখতে আমি ভাবতেও পারিনি।তবে এটা এই প্রতিযোগিতার জন্য-ই সম্ভব হয়েছে।যদিও প্রতিযোগিতায় অংশ নিতে দেরি করে ফেলেছি আমি তারপরও আপনাদের সামনে diy টি উপস্থাপন করতে পেরেছি এটাই আমার জন্য ভালো লাগার বিষয়।আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250522_095124.jpg

উপকরণ:

1.কাঁচের বোতল-1 টি
2.রঙিন ক্লে
3.আঠা
4.সুই
5.নেইলপলিশ
6.কালো জলরং ও
7.তুলি

IMG_20250522_085451.jpg

IMG_20250522_090045.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20250522_090117.jpg
প্রথমে আমি কিছু রঙিন ক্লে তৈরি করে নিয়েছি।যেহেতু পোষ্টটি অনেক বড় হয়ে যাবে তাই পরে কখনো ক্লে তৈরি করাটা শেয়ার করবো।যাইহোক অল্প অল্প ক্লে নিয়ে পাতার মতো আকৃতি দিয়ে নিলুম।

ধাপঃ 2

IMG_20250522_090128.jpg
এরপর একটি সুই দিয়ে ওই পাতার মতো আকৃতির উপর ডিজাইন করে নিলাম।

ধাপঃ 3

IMG_20250522_090219.jpg
এইভাবে সমস্ত রং যেমন--সাদা,গোলাপি ও নীল রঙের ক্লে এর উপর ডিজাইন করে নিলাম।যেগুলো আমি ময়ূরের পাখনা হিসেবে ব্যবহার করবো।

ধাপঃ 4

IMG_20250522_090237.jpg
এখন আমি একটি সাদা কাঁচের বোতল পরিষ্কার করে ধুয়ে নিলাম।এরপরকিছু সাদা ক্লে নিয়ে বোতলের মুখে দিয়ে ময়ূরের বডি ও মুখ তৈরি করে নিলাম।

ধাপঃ 5

IMG_20250522_090255.jpg
এবারে ময়ূরের বডির দুইপাশে দুটি পাখনা লাগিয়ে নিলাম সাদা ক্লে দিয়ে।

ধাপঃ 6

IMG_20250522_090309.jpg
এরপর ময়ূরের বডির লাগোয়া করে সাদা রঙের পাতার মতো পাখনা লাগিয়ে নিলাম আঠার সাহায্যে।

ধাপঃ 7

GridArt_20250522_090352063.jpg
একইভাবে সাদা রঙের পাখনার নীচে নীল রঙের পাখনা আটকে নিলাম বোতলের গায়ে আঠার সাহায্যে।

ধাপঃ 8

IMG_20250522_090656.jpg

GridArt_20250522_090609791.jpg
এবারে নীল রঙের পাখনার নীচে গোলাপি রঙের পাখনা বসিয়ে নেব বোতলের উপর।

ধাপঃ 9

IMG_20250522_090425.jpg
এইভাবে সমস্ত রং-বেরঙের ক্লে দিয়ে তৈরি পাখনা একটির নীচে একটি করে সাজিয়ে নেব বোতলের উপর।তো তৈরি করা হয়ে গেল ময়ূরের পেখমযুক্ত লেজ।

ধাপঃ 10

IMG_20250522_091312.jpg
এরপর ময়ূরের বডির কিছু অংশ ও সাদা রঙের পাখনার কিছু অংশ গোল্ডেন কালারের নেলপলিশ দিয়ে কালার করে নিলাম।

ধাপঃ 11

GridArt_20250522_090959154.jpg

IMG_20250522_091437.jpg
এবারে ময়ূরের মাথায় ঝুটি বানিয়ে নিলাম এবং কালো রঙের জলরং দিয়ে তুলির সাহায্যে ময়ূরের চোখ দুটো একে নিলাম।

ধাপঃ 12

GridArt_20250522_091410824.jpg

GridArt_20250522_093758093.jpg
তো এইভাবে ময়ূরের আর্টটি বোতলের উপর আমি সম্পূর্ণ করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250522_094957.jpg
সবশেষে কালো রঙের জলরং নিয়ে একটি তুলির সাহায্যে বোতলের বাকি গায়ের অংশে রং করে নিলাম।তারপর শুকিয়ে নেব কিছু সময় ধরে।

ছবি উপস্থাপন:

IMG_20250522_095047.jpg

IMG_20250522_095107.jpg

IMG_20250522_095144.jpg

IMG_20250522_095015.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "হাতে তৈরি "ক্লে" দিয়ে কাঁচের বোতলের উপর ময়ূরের আর্টটি"।এটি তৈরির পর দেখতে অনেক সুন্দর লাগছিলো।।


আশা করি আমার আজকের তৈরি diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীDiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 24 days ago 

ময়ূর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর ভাবে আপনার সৃজনশীল চিন্তাভাবনা আমাদের মাঝে তুলে ধরেছেন। কাঁচের বোতলের উপর এত সুন্দর একটি ডাই পোস্ট দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 24 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।

 24 days ago 

কাঁচের বোতলের ওপরে ময়ূরের আর্ট ভীষণ সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ভাবেও যে ক্লে দিয়ে ময়ূর তৈরি করা যায় তা ভাবাই যায় না। আপনি অনেক সুন্দর করে বিভিন্নভাবে রং নেলপলিশ এবং ক্লে দিয়ে কাঁচের বোতলে ময়ূর তৈরি করেছেন।

 24 days ago 

জীবনের প্রথম এই ক্লে দিয়ে কাজ করলাম দাদা,ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 24 days ago 

কাঁচের বোতলের উপর ময়ূরের আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কাজগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই। আশা করছি ভালো কিছুই অর্জন করতে সক্ষম হবেন।

 24 days ago 

ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 22 days ago 

বাহ চমৎকার তো আপু। অসাধারণ লাগছে। আপনার কাজের কাজের প্রশংসা করতেই হয়। ক্লে দিয়ে কাঁচের বোতলের উপরে ময়ূরের আর্ট সত্যি চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

 21 days ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার এত সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.27
JST 0.032
BTC 105707.38
ETH 2538.37
USDT 1.00
SBD 0.81