আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ || $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

ABB 10 সেপ্টেম্বর 2k24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

0-Puss-na-rocky.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব $PUSS নিয়ে ব্যানার তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে আর্ট ভালো লাগবে।

ইতিমধ্যে আমরা সবাই $PUSS এর প্রেমে পড়ে গিয়েছি। তাইতো বর্তমানে সবাই তাকে ঘিরেই সবকিছু আয়োজন করতেছে। এরমধ্যে আমাদের শ্রদ্ধেয় দাদা একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এটি হল ব্যানার তৈরি। আমি চেষ্টা করেছি এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে একটি ব্যানার তৈরি করার জন্য। এবং ব্যানারের মধ্যে সব কিছু রাখার জন্য। SunSwap ,TRON, steemit , puss, এর আদলে আমি আজকের ব্যানার তৈরি করেছি। TRON BLOCKCHAIN এর মাধ্যমে আমরা সব কিছু করার চেষ্টা করতেছি। আমি আশা করি আজকের ব্যানারটি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে। ব্যানারের মধ্যে অনেক ছোট ছোট কাজ আমাকে অনেক বেশি ভাবতে হয়েছে। বিশেষ করে বিড়াল হেঁটে আসার চিহ্ন অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে আমাদের সবার হৃদয়ে এসে পৌঁছাচ্ছে হেঁটে। আর ইতিমধ্যে এসে আমাদের হৃদয়ে পৌঁছে গিয়েছে।

উপকরণ

Adobe illustrator cc 2024

ধাপ 1️⃣

  • প্রথমে আমি একই ব্যাকগ্রাউন্ড এঁকে দিলাম। এরপর দাদার তৈরি করা PUSS এর কিছু লোগো দিয়ে দিলাম। তার সাথে ডিজাইন করে দিলাম। নিজের অংশে একই ফুলের বাগানের মত করে দিয়ে দিলাম।

0 (1).png

ধাপ 2️⃣

  • এরপর First Memecoin On Steemit Platform লেখাটি লিখে দিলাম। এরপর Easy Trade & Easy Earn লেখাটি লিখে দিলাম। ডিজাইনের সৌন্দর্যের জন্য নিচের ফুলের বাগানটি শুধু এক পাশে দিয়ে দিলাম। যার কারণে বাগানটি দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে।

0 (2).png

ধাপ 3️⃣

  • এরপর $PUSS লেখাটি লিখে দিলাম । এরপর POWERED BY: TRON BLOCKCHAIN লেখাটি লিখে দিলাম। এবং লেখার ডিজাইনগুলো বিভিন্নভাবে আশেপাশে দিয়ে দিলাম। এখন দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে।

0 (3).png

ধাপ 4️⃣

  • এরপর Buy Now লেখাটি লিখে দিলাম। এবং কয়েনের মাধ্যমে বিড়াল হেঁটে যাওয়ার এলোমেলো পায়ের চাপ বসিয়ে দিলাম। পায়ের চাপ গুলো কয়েনের আকৃতিতে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এরপর SunSwap এবং TRON লেখাটি উপরে দিয়ে দিলাম।

0 (4).png

ধাপ 5️⃣

  • এভাবে আজকের ব্যানারটি করা শেষ করলাম। আমার কাছে পুরো থিমস অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

0-Puss-na-rocky.jpg

ফাইনাল আউটপুট

0-Puss-na-rocky.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

1000163454.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া।puss কে ঘিরে বেশ দারুণ একটি ব্যানার তৈরি করেছেন।আপনার তৈরি করা ব্যানারটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর একটা ব্যানার তৈরি করেছেন ভাইয়া। নিচে ফুলবাগানের দৃশ্যটা বেশ চমৎকার লাগছে দেখতে। পুরো ব্যানারে সবগুলো ডিজাইন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। ভীষণ ভালো লাগলো পুরো ব্যানার টা দেখে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর একটা ব্যানার তৈরি করার চেষ্টা করেছি আমি। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমেই জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য শুভেচ্ছা। আপনি অনেক সুন্দর একটা ব্যানার তৈরি করেছেন।ব্যানারটি দেখতে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার তৈরি করা ব্যানার অসাধারণ ছিল শুনে খুশি হলাম।

 last year 

অনেক সুন্দর ব্যানার তৈরি করেছেন আপনি। প্রিয় কয়েনটাকে ভালোবেসে খুব সুন্দর ভাবে আপনি সাজিয়ে গুছিয়ে ব্যানার তৈরি করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই ব্যানার তৈরি করা এবং অভিজ্ঞতা দেখে।

 last year 

ব্যানার তৈরি করার পদ্ধতি ও সুন্দর করে তুলে ধরলাম।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। সত্যিই খুবই ভালো লাগছে যে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা $puss ব্যানারটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা ব্যানার দেখতে অনেক সুন্দর লাগছে শুনে উৎসাহিত হয়েছি।

 last year 

ভাইয়া প্রথমেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি $puss এর জন্য খুব সুন্দর একটি ব্যানার বানিয়েছেন। আপনার এই ব্যানার আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ব্যানার তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। $pussএর জন্য তৈরি ব্যানারে প্রতিটা লোগো খুব সুন্দর ভাবে বসিয়েছেন। ধন্যবাদ ভাইয়া $puss এর জন্য এত সুন্দর একটি ব্যানার তৈরি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমি যথাযথভাবে চেষ্টা করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার তৈরি করা ব্যানারটি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ দারুণভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। যাইহোক এতো চমৎকার একটি ব্যানার আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার তৈরি করা ব্যানার আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাই।

 last year 

খুব সুন্দর একটি ব্যানার তৈরি করলেন ভাইয়া। আপনার কাছ থেকে এতো সুন্দর একটি ব্যানার দেখতে পাবো ভাবতেও পারিনি। আপনি এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করলেন কিভাবে তৈরি করলেন। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাদেরকে এত সুন্দর ব্যানার দেখাতে পেরে আমার কাছেও ভালো লাগছে।

 last year 

দাদার কাছে আমরা সবাই সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। যাই হোক তুমিও অনেক সুন্দর একটা ব্যানার তৈরি করেছ $puss কয়েন নিয়ে। আমার কাছে তোমার তৈরি করা এই ব্যানার দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটা ব্যানার তৈরি করে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, যা দেখে খুবই ভালো লাগলো।

 last year 

সুন্দর একটা ব্যানার তৈরি করে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করলাম। অনেক ভালো লেগেছে অংশগ্রহণ করতে পেরে।

 last year 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি $PUSS কয়েন নিয়ে খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। সত্যি আপনার ব্যানারটি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ব্যানারটি তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ একটা ব্যানার তৈরি করতে পেরেছি এটাতেই অনেক। ধন্যবাদ জানাই আপনাকে আমার পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110260.61
ETH 4391.32
USDT 1.00
SBD 0.78