আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১২-০৫-২০২৪

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। তবে সুপার অ্যাকটিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গিয়েছে।এছাড়া বাকি সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন। সুবিধাবঞ্চিত ইউজার হচ্ছেন @jannatul01, তিনি এ সপ্তাহে shy-fox থেকে মাত্র ১টি সাপোর্ট পেয়েছেন।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তিনি আগামী সপ্তাহে shy-fox থেকে মোট ৩টি সাপোর্ট পাবেন।

সময়কাল : ০৬ মে ২০২৪ থেকে ১২ মে ২০২৪

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৩ মে ২০২৪ থেকে ১৯ মে ২০২৪

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@jannatul01/postsshy-fox

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

জান্নাতুল আপু অনেক ভালো কাজ করে যাচ্ছেন। উনাকে এবার সাপোর্টবিহীন ইউজার লিস্টে তোলা হয়েছে এবং সাপোর্টের আন্ডারে আনা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে আপু। আপু আপনি অনেক পরিশ্রম করে এই লিস্ট তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

এই তালিকায় মাত্র একজন ইউজারকে পাওয়া গিয়েছে আর তাকেও আপনি বাড়তি সাপোর্টের সুযোগ করে দিয়েছেন। ইউজারদের সাপোর্ট নিশ্চিতে প্রতিদিন যত কাজ করে যাওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটি সুন্দর একটি আয়োজন এটা। যেখানে সপ্তাহের শেষে খুঁজে বের করা হয় সুবিধা বঞ্চিত মানুষকে যিনি একটিভ লিস্ট থেকেও সাপোর্ট পান নাই। ঠিক তেমনি আজকের এই সাপোর্ট বিহীন সুবিধাবঞ্চিত তালিকায় একজনকে দেখতে পেরে ভালো লাগলো এবং তার জন্য সুযোগ করে দেয়া হয়েছে যেন আরো ভালো লাগলো।

 last year 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সাপোর্ট বিহীন ইউজার লিস্ট প্রকাশ করা হয়েছে। এই সপ্তাহে শুধুমাত্র একজন ইউজারকে খুঁজে পাওয়া গেছে সাপোর্ট বিহীন লিস্টের আওতায়। যেহেতু তিনি সুপার একটিভ লিস্টে রয়েছে তাই এই সপ্তাহে সাইফক্স থেকে মোট তিনটি সাপোর্ট পাবে জেনে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমরা তৈরি করা এই রিপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আপনি কমিউনিটি থেকে খুঁজে খুঁজে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে বের করে নিয়ে আসেন। আপনার এই পোষ্টের মাধ্যমে সকলেই সাপোর্টের আন্ডারে চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রত্যেক সপ্তাহে দারুণ একটি রিপোর্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেন আপনার রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগে।এই সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গেছে এবং তাকে সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন। তিনটি সাইফক্স পাবে জেনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপু রিপোর্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

এই উদ্যোগটা সত্যি অনেক বেশি ভালো লাগে। যারা সাপোর্ট পায় না তাদেরকে খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হয়। এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আপনি অনেক কষ্ট করে সেই ইউজারদের কে খুঁজে থাকেন, যারা সাপোর্ট পায়নি। এই সপ্তাহে মাত্র একজনকে পাওয়া গিয়েছে দেখে খুব ভালো লাগলো। অন্যরা সবাই ভালোই সাপোর্ট পাচ্ছে বুঝতে পারছি। আশা করছি জান্নাতুল আপু ওনার সাপোর্ট ভালোভাবে এখন পাবেন। রিপোর্টটা সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে আমাদের কমিউনিটিতে ইউজারের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই কমবেশি সুবিধা বঞ্চিত হচ্ছে। আপনার এই উদ্যোগের মাধ্যমে তাদের সেই সুযোগটি থাকছে। যেটা সত্যিই অনেক বড় একটি পাওয়া। কাজের প্রতি অনুপ্রেরণা দিয়ে থাকে। প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার আওতাভুক্ত নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই সাপ্তাহে মাত্র একজন সাইফক্সের একটি ভোট পাবে। তার মানে সবাই মোটামুটি সাপোর্ট পেয়েছে। এই কমিউনিটিতে কাজ করলে সাপোর্টটের অভাব হয় না। ধন্যবাদ।

 last year 

এখানে সবাই নিজেদের সাপোর্ট ভালোভাবে পাচ্ছে দেখে খুব ভালো লেগেছে। আবার যারা সাপোর্ট পাচ্ছে না তাদেরকে খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা প্রত্যেকটা ইউজারকে আরো অনেক বেশি উৎসাহিত করতেছে কাজ করার প্রতি। সাপোর্ট বিহীন ইউজারকে আপনি অনেক কষ্ট করে খুঁজে থাকেন আপু। এই সপ্তাহে শুধুমাত্র একজনকে পাওয়া গিয়েছে দেখে ভালো লেগেছে। অনেক সুন্দর করে রিপোর্টটা তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.034
BTC 96149.21
ETH 1810.59
USDT 1.00
SBD 0.85