আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 25 th of September- 2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে এ্যাক্টিভ লিস্ট থেকে @mahbubul.lemon কে এই লিস্টে আনা হয়েছে, কিন্ত মাঝে তিনি ৬ দিন পরাপর কোন পোস্ট করেন নি, এরপর পরাপর ৭ দিন পোস্ট করেছেন এ কারনে তাঁকে এই লিস্ট এ আনা হয়েছে।আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন।তিনি @amarbanglablog থেকে আগামী সপ্তাহের মধ্যে ২টি সাপোর্ট পাবেন যেহেতু তিনি ইরেগুলার তাই তিনি তিনটির পরিবর্তে ২ টি সাপোর্ট পাবেন। এরপর সুপার এ্যাকটিভ লিস্ট থেকে @jahidulislam01 এবং @sajjadsohan কে এই লিস্টে আনা হয়েছে, তাঁরা দুজনেই একটি করে সাপোর্ট পেয়েছেন কারন তাঁরা bangla.witness কে ভোট না দেওয়ার কারনে একটি করে সাপোর্ট মিস করেছেন।আগামী সপ্তাহে তাঁরা দুজনেই shy-fox থেকে তিনটির পরিবর্তে দুটি করে করে সাপোর্ট পাবেন bangla.witness কে ভোট না দেওয়ার কারনে।এদের মধ্যে @jahidulislam01 লাস্ট চার দিন আগে একটি পোস্ট করেছিলেন এরপর আর কোন পোস্ট করেন নি, আশা করি রেগুলার হওয়ার চেষ্টা করবেন।এ সপ্তাহে আপনাকে consider করা হলো।
সময়কাল : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২৬ সেপ্টেম্বর ২০২২ থেকে ০২ অক্টোবর ২০২২.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@mahbubul.lemon/posts | abb |
০২ | https://steemit.com/@jahidulislam01/posts | shy-fox |
০৩ | https://steemit.com/@sajjadsohan/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera
যারা উইটনেস ভোট দেয় নি ব্যাপারটা তাদের জন্য খুবই দুঃখজনক। তবে সাজ্জাদ সোহান সম্ভবত প্রথম দিনে একসাথে দিয়েছিলাম আমরা। আর যারা এখনো উইটনেস ভোট প্রদান করেনি আশা করি সবাই উইটনেস ভোট প্রদান করে ফেলবেন bangla.witness কে।
হ্যাঁ বন্ধু বিষয়টি আমি জানিয়েছি এবং দাদা আমার বিষয়ে সমাধান করে দিয়েছেন, এখন সবকিছু ঠিক আছে ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য।
এটা ভালো হয়েছে যে, উইটনেসকে ভোট না দেয়ার কারনে কমিউনিটির সাপোর্ট মিস করেছেন। আশা করছি এই রিপোর্টটি যারা পড়বেন তারা এর গুরুত্বটা আরো ভালোভাবে বুঝে যাবেন। ধন্যবাদ আপু
যায়হোক এবার তিনজন ইউজার পাওয়া গেল। তবে জাহিদুল ভাই আবারো এক্টিভ হবে আশাকরি। সোহান ভাই ও লিমন ভাই তাদের প্রাপ্যটুকুই পাবে। আপনার রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি কারা বাদ পরেছিল সাপোর্ট থেকে। আপনি ঠিকই খুঁজে বের করে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। আপনার জন্য দোয়া রইল আপু 🌼
এভাবেই প্রতিনিয়ত নিয়ম মেনে সাপোর্ট বঞ্চিতদের সাপোর্ট দেয়া অন্যান্য ব্লগে বিরল ঘটনা, যা শুধু আমার বাংলা ব্লগেই সম্ভব। আপনার করা পুঙ্খানু সাপোর্ট রিপোর্টটি অবশ্যই সকলের নজরে আসবে এবং আরও বোধগম্য হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এরা উইটনেস ভোট যে কেন দেয়নি বুঝে না নাবুঝে আল্লাহই জানে। আশা করি তারা তাদের ভোটটি দিয়ে দিবে। আর অনেকেই সুপার অ্যাকটিভ লিস্টে এসে কেন যে নিয়মিত পোস্ট করাটা বুঝতে পারি না। পোস্ট না করলে কিসে তারা ভোট পাবে। যাই হোক আপনি বিষয়টি খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আশা করি সকলে এরপর থেকে বুঝতে পারবে। ধন্যবাদ আপনাকে।
হ্যাংআউটে যেদিন বাংলা উইটনেস সম্পর্কে জানতে পারলাম আমি ঠিক সেইদিনই উইটনেস ভোট দিয়েছি, আমাদের পক্ষ থেকে একটি উইটনেস রয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমি সেই প্রথম দিনই ভোট দিয়েছিলাম, এটা আমার মিস হবার কথা নয়। 😔😟 @tangera ম্যাডাম
দুঃখিত ভাইয়া আপনার ব্যাপারে ভুল ইনফরমেশন পেয়েছিলাম। দাদার সাথে কথা বলে আপনার ব্যাপারটি সমাধান করেছি, আপনি এ সপ্তাহে তিনটি shy-fox এর সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপনাকে বিষয়টি উত্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিষয়টি বিবেচনা করার জন্য, খুবই ভালো লাগলো বিষয়টি জানতে পেরে দাদা আমার বিষয়টি সমাধান করে দিয়েছেন।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে হলে বাংলা উইটনেসকে ভোট দিতেই হবে। যেটা কমিউনিটি দায়িত্ব এবং নিয়মের মধ্যে পড়ে। আশা করি সাপোর্ট বিহীন সবাই এই সুযোগের মাধ্যমে প্রত্যাশিত সাপোর্ট পাবে।
সত্যি বলতে উইটনেস ভোট আমাদের নিজেদের জন্যই তাই উইটনেসকে ভোট অনেক আগেই দিয়ে রেখেছি। যাইহোক যে কয়েকজন দেয়নি তাদের হয়তো সাপোর্টটা মিস হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে তুলে ধরার জন্য।