লেভেল থ্রি থেকে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার লেভেল তিন থেকে প্রাপ্ত অর্জনসমূহ নিয়ে একটি পোস্ট। এবং এটি আমার লিখিত পরীক্ষাও বটে।যেহেতু আমাদের লেভেল তিনের প্রফেসর সব কিছু অনেক সহজ করে বুঝিয়েছেন, কাজেই আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। সব কিছু সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করব।চলুন তাহলে শুরু করি।

লেভেল তিনে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। যথা : মার্কডাউন, কন্টেন্ট ও কিউরেশন।এখানে এই তিনটি বিষয়ই শিক্ষার্থীদের বিস্তারিতভাবে শেখানো হয়।

১.মার্কডাউন কী?

➡লেখাকে সুন্দরভাবে, সাজিয়ে-গুছিয়ে ও দৃষ্টিনন্দন করে উপস্থাপনের জন্য কিছু কোড ব্যবহার করা হয়, যেগুলোকে মার্কডাউন বলে।

২.মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

➡কোনো লেখাকে যথাযথভাবে উপস্থাপন করতে কিংবা লেখার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টকে তুলে ধরতে আমরা নানারকম মার্কডাউন ব্যবহার করতে পারি। এছাড়া লেখার হেডিং কে সাইজে বড় করা, কিংবা কোনো লাইন বোঝানোর সুবিধার্থে ছবি যুক্ত করা, ইটালিক ফরমেট কিংবা বোল্ড করা ইত্যাদি ক্ষেত্রে মার্কডাউন ব্যবহার করে সহজেই আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। তাই এক্ষেত্রে মার্কডাউন কোডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

৩.পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কীভাবে দৃশ্যমান করে দেখানো যেতে পারে?

➡পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না না ঘটিয়ে দৃশ্যমান করার জন্য ঐ কোডগুলো লেখা শুরু করার পূর্বে চারটি স্পেস দিয়ে তারপর লেখা শুরু করতে হবে।

<i>বই আমার প্রিয় বন্ধু </i>

৪.ছবিতে দেখানো টেবিলটি কীভাবে তৈরী করা হয়েছে?মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

➡উক্ত টেবিলটি তৈরী করতে টেবিল বানানোর মার্কডাউন কোড ব্যবহার করা হয়েছে। কোডটি নিম্নরূপ:

|<b>User</b>|<b>Posts</b>|<b>Steem Power</b>|
|--|--|--|
|User1|10|500|
|User2|20|9000|

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কী?

➡সোর্স উল্লেখ করার জন্য প্রথমেই থার্ড ব্রাকেটের মধ্যে সোর্স শব্দটি লিখে ব্রাকেট ক্লোজ করতে হবে। এরপর ফার্স্ট ব্রাকেট দিয়ে এর মধ্যে সোর্সের লিংক বসাতে হবে। সবশেষে ব্রাকেট ক্লোজ করতে হবে।

[সোর্স](লিংক)

৬.বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১হতে ৬ হেডারগুলোর কোড লিখুন।

➡কোডগুলো হলো :

# Header
## Header
### Header
#### Header
##### Header
###### Header

৭.টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

➡ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি হলো :

<div class="text-justify">  
</div>

৮.কন্টেন্টের টপিক নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিৎ?

➡ কন্টেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়ে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা কিংবা দক্ষতা বেশি সেই বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিৎ।

৯.কোন টপিকের উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকের উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?

➡ কোন টপিকের উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকের উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেননা উক্ত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে বিষয়টি সম্পর্কে আমরা ভালোভাবে কিংবা সহজভাবে উপস্থাপন করতে পারব না। এক্ষেত্রে অন্যদের দৃষ্টি আকর্ষন করাও কষ্টসাধ্য হয়ে পড়বে।

১০ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

➡$ 3.50 [usd] রেওয়ার্ড পাব।

১১.সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার শর্ত কী?

➡ সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার জন্য পোস্ট করার প্রথম পাঁচ মিনিট পর অথবা সাত দিনের শেষ বারো ঘন্টার মধ্যে ভোট দিতে হবে।

১২.নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

➡যাদের কম এসপি তাদের জন্য নিজে কিউরেশন করার চাইতে @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

আজ এ পর্যন্তই। সবশেষে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের প্রফেসরকে ধধন্যবাদ জানিয়ে আজকের এই পোস্টটি শেষ করছি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

লেভেল তিন হতে আপনি অনেক জ্ঞান মূলক তথ্য জানতে পেরেছেন।যা আপনার জন্য স্টিমিট এ কাজ করা সহজ হবে।আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া!

 2 years ago 

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

কোডিং গুলো শো হয় নি, ঠিক করে Lecwl 03 এ জানাবেন।

 2 years ago 

দুঃখিত,ভাইয়া।
এবার ঠিক করে নিয়েছি।

 2 years ago 

প্রতিটা টপিক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সুন্দর উপস্থাপনা বোঝা যাচ্ছে তৃতীয় লেভেল এর বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা হয়েছে। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল দিদি এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ, ভাইয়া এমন সুন্দর মন্তব্য করবার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে আপনি লেবেল ৩ পাশ করে গিয়েছেন৷ আর এই লেভেল ৩ থেকে আপনি অনেক কিছু শিখেছেন তা আপনার এই পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে৷ আর সবগুলো টপিক খুবই সুন্দরভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন। অতি শীঘ্রই আপনি আপনার সবগুলো লেভেল শেষ করে ভেরিফাইড হয়ে আমাদের মাঝে আসবেন বলে আশা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া এমন উৎসাহ দেওয়ার জন্য!

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111689.37
ETH 3957.08
USDT 1.00
SBD 0.57