আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৪
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
বন্ধু (বন্ধু কিংবা বন্ধুত্ব এর সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছেঃ
১মঃ বন্ধু জানিস কাল রাতে আমাদের বাসায় চোর এসে সব নিয়ে গেছে ৷
২য়ঃ তা তুই চোর টাকে ধরতে পারলি নাহ ?
১মঃ ধরেছিলাম তো কিন্তু তাকে ছেড়ে দিয়েছি ৷ যেন সে পালিয়ে যেতে পারে ৷
২য়ঃ ( অবাক হয়েছে ) বলিস কি রে ! তুই চোরটাকে ধরেও ছেড়ে দিলি কিন্তু কেনো ?
১মঃ আমার মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য ৷
২য়ঃ (আরো অবাক হয়ে) তা চোরের সাথে তোর বুদ্ধির কি সম্পর্ক ?
১মঃ কেনো তুই জানিস নাহ চোর পালালে বুদ্ধি বাড়ে !
বন্ধু: দুই বন্ধুর কথোপকথন হচ্ছে এমন সময় এক বন্ধু বলল কিরে বল্টু তুই আজকাল কবিতা লিখিস না কেন?
বল্টু: যার জন্য কবিতা লিখতাম তার বিয়ে হয়ে গেছে।
বন্ধু: আহারে তাহলে তো তুই আরো ভালো বিরহের কবিতা লিখতে পারবি। কারণ তোর গার্লফ্রেন্ড তোকে ছ্যাকা দিয়েছে।
বল্টু: সত্যি বন্ধু খুব বড় ছ্যাকা খেয়েছি। কারণ সে আমাকেই বিয়ে করেছে। তাই এখন কবিতা লেখার বদলে আমাকে দিয়ে বাজারের ফর্দি লিখায়।
😃😃😃
কবিতা লেখা সফল হয়েছে এখন বাজার করতে হবে।🙂
দুই বন্ধু ম্যাসে এক সাথে খাবার খেতে বসছে।খাবার খাওয়া সময় কথা হচ্ছে👇
রনি: কিরে বন্ধু, মরা তেলাপোকা শাক ভাজির সাথে খেলে ক্যামন মজা লাগবে ?
সাজু: ফালতু কথা বলা বাদ দেহ,খাওয়ার সময় এই সব কথা বলবি না। চুপচাপ খাওয়া শেষ কর। পরে এই নিয়ে কথা হবে।
খাওয়া শেষ হওয়ার পর👇
সাজু: তুই কী যেন বলতে ছিলি আমাকে ?
রনি : বলছিলাম,শাক ভাজির সাথে একটা মরা তেলাপোকা ছিল সেটা খেতে ক্যামন লাগবে। কিন্তু তুই তো শাক ভাজির সাথে মরা তেলাপোকা খেয়ে ফেলেছিস।বল তো ক্যাসন লাগলো!
সাজুঃ ওয়াক থু থু থু আগে বলবি নাহহ।
তিন বন্ধু বনের মাঝে পিকনিকে গেছে।আর রাতে তারা তাবুতে ঘুমিয়ে পড়ল।এরপর গভীর রাতে একবন্ধু বাকি দুইজন কে ঘুম থেকে তুলল।তুলে বলল
১ম বন্ধুঃভাই কি দেখতে পাচ্ছিস?
২য় বন্ধুঃআজ আকাশে মেঘ নাই।আজ বৃষ্টি হবে না।
এবার প্রথম বন্ধু তৃতীয় বন্ধু কে জিজ্ঞেস করল।
১ম বন্ধুঃভাই তুই কি দেখতে পাচ্ছিস?
৩য় বন্ধুঃভাই আজ আকাশে অনেক তারা আমার কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে।
১ম বন্ধুঃওরে কবির বাচ্চা তাবু টা যে চুরি হয়ে গেছে তাই তারা দেখা যাচ্ছে সেটা এখনো বুঝিস নি?
আমার বন্ধু যখন প্রেমে ছেঁকা খয়ে পাগল হলোঃ
আমি : বন্ধু কি করিস।ও তখন আয়নার সামনে বসা।
বন্ধু :মালটাকে আগে কোথায় যেন দেখেছি 🤔🤔
আমি : এটা তো তুই!!
বন্ধু :ধুর মনে পরছে🤭কাল দু জন সেলুনে এক সাথে চুল কাটালাম।😁😁😁
প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধুঃ স-বা-ই ?
প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধুঃ দূর, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই।
সেফটি ফাস্ট না হলে তো হুট করে কেউ ভিতরে ঢুকে পড়বে তাই না, মজার ছিলাম হাহাহা।
😜😆
এক শহরে দুজন ট্রাফিক পুলিশের বিয়ে হলো।
স্বামি -স্ত্রী দুজনেই ট্রাফিক পুলিশ।
বন্ধু বলল, ‘তোদের অভিনন্দন। কেমন আছিস তোরা? নিজের পেশাতেই খুঁজে নিলি জীবন সঙ্গী।
‘আর বলিস না। বিয়ের প্রথম রাতেই দুবার জরিমানা করেছে বউ।’
‘কেন!’কেন,,??
‘একবার গতি বাড়ানোর অপরাধে, আরেকবার বেঠিক জায়গায় থামার জন্য!’
বন্ধু হা হা হা,,,,
মারা যাওয়ার উপায় জানবেন যেভাবে
১ম বন্ধুঃ জানিস আমার মামা আগে থেকে জানতেন তিনি কিভাবে কোন দিন মারা যাবেন।
২য় বন্ধুঃ সে কি! কোন জ্যোতিষী বলেছে নাকি?
১ম বন্ধুঃ না আদালতের বিচারক বলেছেন।
২য় বন্ধুঃ বিচারক কি বলেছেন?
১ম বন্ধুঃ আগামীকাল রাত বারোটায় ফাঁসিতে ঝুলে তার মৃত্যু হবে।
দুই বন্ধুতে কথা হচ্ছে—
প্রথম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি। অনেক সুখে ছিলাম।
দ্বিতীয় বন্ধু: তারপর কি হয়েছে?
প্রথম বন্ধু: তারপর একদিন আমাদের বিয়ে ঠিক হল….!😭
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে -