ঘুরাঘুরির ১ দিন -সৈয়দপুর কারখানা

সৈয়দপুর রেলওয়ে কারখানা হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে কারখানা, যেটি নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত।[১] এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়। এটি বাংলাদেশের দুটি রেলওয়ে কারখানার মধ্যে একটি (আরেকটি হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা), যেখানে রেলওয়ে কোচ ও ওয়াগনসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয়। সাথে সাথে এটি দেশটির সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। ১৮৭০ সালে, ১১০-একর জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার-গেজ ও ব্রড-গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইত্যাদি স্থাপন করে ১৯৫৩ সালে ৮০০ একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে ২৫টি শপ রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় ১,২০০টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়।

মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো। কিন্তু ১৯৯৩ সালে তৎকালীণ সরকার রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেয়।[৪][৫] বর্তমানে কারখানাটিতে জনবলের সংকট রয়েছে। ২০২০ সাল অব্দি ২,৮২৫টি অনুমোদিত জনশক্তির বিপরীতে রয়েছে মাত্র ৯১৮ জন স্টাফ (অফিসার সহ), অর্থাৎ প্রায় ৬৮% জনবল ঘাটতি রয়েছে।
২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কারখানাটির উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় ২০ একর জমির উপর কোচ ও ওয়াগন উৎপাদনের জন্য একটি নতুন ক্যারিজ শপ যুক্ত করার পরিকল্পনা করা হয়।[৪][৫] কারখানাটির আধুনিকায়ন ও নতুন জনবল নিযুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়।

আপনার পোস্ট টিতে অনেক তথ্য ছিলো। তবে আপনাকে আরো বড় করে পোস্ট করতে হবে। ভালো হয় আগে আপনি ভেরিফিকেশন পোস্ট করেন তারপর এবিবি স্কুলের ক্লাস গুলো করে অনেক কিছু জানুন। আর ভালো ভাবে পোস্ট করতে থাকুন। ধন্যবাদ।
ভাই আমি তো ভেরিফাই পোস্ট করছি তো
ফটোগ্রাফি পোস্টে অবশ্যই লোকেশন দেওয়া প্রয়োজন। এই পোস্টে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ছবি হওয়া প্রয়োজন। আপনি discord এ জয়েন আছেন আজ এ abb-school এর ক্লাস আছে আপনি ক্লাসে জয়েন করবেন। ধন্যবাদ আপনাকে।
ওকে আপু
আপনি এই পোস্টে এবিবি ইন্ট্রো ট্যাগ কেন ব্যবহার করেছেন? এটাতো ট্যাগ স্প্যামিং। কমিউনিটিতে পিন করা পোস্টগুলি আগে ভালোমতো পড়ে নিন। ডিসকর্ডে জয়েন করুন। এবিবি স্কুলের ক্লাস গুলি করুন। তাহলে কিভাবে পোস্ট করতে হয় সেটা জানতে পারবেন।
আপনার ফটোগ্রাফি পোস্টের মধ্যে অবশ্যই লোকেশন দিতে হবে,আর বেনিফিশিয়ারি শুধু উপরে লিখলেই হবে না ১০% বেনিফিশিয়ারি দিতে হবে। আমার বাংলা ব্লগের পিন পোস্ট গুলো পড়ুন। ধন্যবাদ আপনাকে।
@rjakashsdp আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুনরায় স্বাগতম জানানো হচ্ছে। আপনি যদি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ ব্লগার হতে চান,
তাহলে কমিউনিটির Discord এ এসে লেভেল -১ এর ক্লাসে জয়েন হন। এই সুযোগ অল্প সময়ের জন্য চালু থাকবে। ধন্যবাদ আপনাকে।