এবিবি ফান প্রশ্ন- ৬৬৩ || জীবনটা তেজপাতা হয়,তেতো নিমপাতা নয় কেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জীবনটা তেজপাতা হয়,তেতো নিমপাতা নয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তেতো নিমপাতা হলে তো এলার্জি হওয়ার সম্ভাবনা থাকতো না।কিন্তু মানুষ তো এলার্জিকেই ভালোবাসে।☺️☺️
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কারণ তেজপাতা যেমন খাবারে গন্ধ আর স্বাদ বাড়ায়, জীবনও তেমনই তিক্ততার মাঝেও একধরনের সৌন্দর্য যোগ করে। জীবন কষ্ট দেয়, কিন্তু তার মধ্যেও মিষ্টি সুবাস আছে।
আপনার কথায় যুক্তি আছে।
কে বলছে তেতো নিম পাতা হয় না। আমার তো মনে হয় জীবন টা মাঝে মাঝে তেতো নিম পাতাও হয়। ঐ উচিত কথা কইলেই তেতো মনে হয়। আর তখনই জীবনটা তেতো নিমপাতার মতই মনে হয়।
একদম সঠিক বলেছেন উচিত কথা বললে সবার কাছেই তেতো লাগে।
হুম, মাঝে মাঝেই আমরা তেতো স্বাদ উপভোগ করি।
জীবনটা তেজপাতা হয় কারণ সেটা রান্নার মতো। সব ঝোলেই লাগে একটু তেজ, না হলে স্বাদই আসে না 😆😂।
মাঝে মাঝে জীবনে ভুলে দুই একজন গার্লফ্রেন্ড আসার কারনে তেজপাতা হয়, না হলে নিমপাতাই হয়ে যেতো,হে হে হে।😂
কারণ জীবন পুরোপুরি তেতো না। বরং তার মধ্যে তেজপাতার ঘ্রাণও আছে, আশা-ভরসার মতো😂😂।
একদম ঠিক বলেছেন।
কারণ তেজপাতা দিয়ে রান্না সুগন্ধ হয়, আর নিমপাতা দিলে শ্বশুরবাড়ি পর্যন্ত মুখ বাঁকায়😜
হা হা হা 🤣🤣।
হি হি,দারুণ বলেছেন ভাইয়া☺️👍.
জীবন তেজপাতা, কারণ তেতো হলেও রান্নায় লাগে — মানে কষ্ট দিলেও কাজে লাগে! 😝নিমপাতা হলে তো সবাই বলত, “এইটা সরাও ভাই, তিতা লাগছে!” 🤣তেজপাতা অন্তত হিরো হয়ে ঘ্রাণ ছড়ায়, নিমপাতা শুধু মুখ বাঁকায়! 😆
সোজা কথা — জীবন কষ্ট দেয়, কিন্তু নিজেকে গুরুত্বপূর্ণ ভাবায়! 😂😅😂
তেজপাতা সহজেই ফেলে দেওয়া যায়—জীবনও মাঝে মাঝে ‘বাড়তি’ ঝামেলা ফেলে দিয়ে সামনে এগোতে দেয়। নিমপাতা ফেলে দিলে কিন্তু লজ্জা পেতে হবে না, শুধু তীব্রতার স্মৃতি।
তেতো নিমপাতা নয়, কারণ জীবন চাইলে তেতো করতে পারে, কিন্তু একটু সুগন্ধ থাকলে সবাই পাশে থাকে, ঠিক তেজপাতার মতো 😅🌿।
বি:দ্র:- জীবন তেজপাতা হওয়াও দরকার 😂
তেজপাতা যেমন খাবারে সুগন্ধ ছড়ায় তেমনই জীবনও সুগন্ধময়।
খুব সুন্দর ছিল আপনার উত্তর।