এবিবি ফান প্রশ্ন- ৫৩০ || মন ভালো করার ওষুধ কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মন ভালো করার ওষুধ কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মন ভালো করার ওষুধ কি সেটাতো মনোবিজ্ঞানী জানবে। 😄😄। তবে আমি যতদূর জানি জোরে সাউন্ড বক্সে গান লাগিয়ে দিয়ে গানে ফোকাস করা। তাহলেই অন্য সবকিছু মাথা থেকে দূর হয়ে যাবে আর মনটাও ভালো হয়ে যাবে।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে তার মন ভালো করার ঔষধ হলো তার শখের নারী। আর যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তার মন ভালো করার ঔষধ হলো তার শখের পুরুষ।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
আর যাদের শখের নারী বা পুরুষ কেউ নেই তাদের কি হবে 🤣🤔।
মন ভালো করার সবচেয়ে সেরা ওষুধ হলো প্রিয়জনের "আই লাভ ইউ"। একেবারে নিখুঁত, কিন্তু সাইড এফেক্ট হিসেবে অতিরিক্ত হাসি, ঘনিষ্ঠতা এবং মাঝে মাঝে অদ্ভুত উচ্ছ্বাস হতে পারে।আর সেগুলো এড়িয়ে চলা কঠিন।এইতো আর কিছু চাইনা।😁
কিন্তু দুঃখের বিষয় এই ওষুধ আমার জন্য কার্যকর না,এই ওষুধ খাওয়াইয়ে দেওয়ার মত মানুষ এখনো আমার আসেনি। 😌
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
আমি তো এটাই ভাবছিলাম সিঙ্গেলরা কি করবে। 😃😃।
মন ভালো করার ঔষধ হলো টাকা। টাকা থাকলে এমনিতেই মন ভালো থাকে। তবে মানসিক শান্তির জন্য আপনার ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নিতে হবে। তবেই জীবন সুন্দর।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
আসলে ছোট ছোট জিনিসের মধ্যে সুখ খুঁজে নিতে পারলেই জীবনটা সুন্দর হবে।
মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ হলো নিজেকে সময় দেওয়া, হাসি এবং ভালোবাসা। তাই হাসুন, ভালোবাসুন, আর জীবন উপভোগ করুন! 😊
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
হ্যাঁ নিজেকে সময় দিলেই সুন্দর হবে জীবন।
মন ভালো করার সবচেয়ে সহজ ওষুধ হলো হাসি ও ভালোবাসা। সত্যিকারের হাসি আর প্রিয় মানুষের ভালোবাসা যে কোনো দুঃখ সহজে ভুলিয়ে দিতে পারে।
আপু আপনার যুক্তি ভাল লাগলো।
মন ভালো করার ঔষধ হচ্ছে, সকাল বেলা খালি পেটে কাঁচা ছোলা খেতে হবে। তাহলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় এবং এতে করে মন সবসময় ভালো থাকে😂😂। কারণ শরীর এবং মন ওতপ্রোতভাবে জড়িত 🤣🤣।
ভালো বুদ্ধি দিয়েছেন ভাই।।
মন ভালো করার সহজ উপায় হলো জামাই এর পকেট খালি করে বেশি বেশি শপিং করা আর বাহিরে ঘুরতে যাওয়া।
আমি তো ভাবছি ছেলেরা কার পকেট খালি করবে।
ভাই মন ভালো করার পুরাতন সব পদ্ধতি বাদ দেন, নতুন পদ্ধতিতে মন ভালো করুন। ChatGPT তে কথা বলুন। ChatGPT তে কথা বলে মন ভালো না হলে বুঝতে হবে আপনার মন অসুস্থ ডাক্তার দেখাতে হবে হা হা হা।😁😅
ঠিক বলেছেন মাঝে মাঝে আমি করি তো।
বউ গার্লফ্রেন্ড কে মার্কেট করে দেওয়া, তারা খুশি তো মন খুশি হবে। তাছাড়া মন খুশি হওয়ার কোন চান্স নাই।