এবিবি ফান প্রশ্ন- ৬৩২ |মানুষের সব থাকলেও অন্যকে হিংসা করে কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষের সব থাকলেও অন্যকে হিংসা করে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় তাদের মধ্যে অহেতুক একটা যন্ত্রণা থাকে মনে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার মতে অন্যের ভালো দেখে তারাই হিংসা করে যারা প্রকৃত পক্ষে অসুখী। যারা জীবনের কোন স্থানেই সফল হতে পারে না, যাদের যোগ্যতা নেই, যারা কখনওই মানুষের কাছে ভালো হতে পারে না মানুষ কে জয় করতে পারে না তারাই কেবল মানুষের ভালো দেখে হিংসা করে। তাদের মতে আমি যেহেতু কিছুই পাইনি তাহলে সে পাবে কেন?
কারণ মানুষের ভেতর ছোট্ট এক দুষ্টু ঘন্টা থাকে,যেটা অন্যের সুখ দেখে হিংসার বাজনা বাজায় মজা পেতে! 😄
কারণ নিজের প্লেটে বিরিয়ানি থাকলেও, পাশের প্লেটের মাংসটা নাকি সবসময় বড় দেখায়🤣🤣।
এই কথাটা কিন্তু খুব ভালো ছিল 😁😂।
আসলে অন্যের আলো দেখে যে হিংসা করে সে কখনো নিজের প্রদীপ জ্বালাতে পারে না। আর অন্যকে দেখে যে হিংসে করে সেই সবকিছু ফেলো মন থেকে শান্তি হারায়।
মানুষের সব থাকলেও হিংসা করে, কারণ –
নিজের বাসায় WiFi থাকলেও পাশের বাসার সিগনালেই বেশি স্পিড মনে হয়! 🤣
নিজের প্লেটে মুরগির রোস্ট থাকলেও বন্ধুর আলুর ভর্তাই হীরার দামে লাগে! 😆
আসলে হিংসা হলো মানুষের মনের “মশা” – নিজের রক্ত কম থাকলেও পাশের জনকেই কামড়াতে বেশি মজা লাগে! 🤣🤣।
মানুষের সব থাকলেও অন্যকে হিংসা করে ভয়ে।কারণ তার মধ্যে ভয় সবসময় কুঁড়ে কুঁড়ে খায় যে, অন্যরা তার উপরে চলে না যায়!
মানুষ নিজের জীবনে কিছু অভাব বা অসন্তুষ্টি অনুভব করলে অন্যকে হিংসা করে। অহংকার বা আত্মবিশ্বাস কম থাকলেও হিংসা জন্ম নিতে পারে। এতে মনের শান্তি ভঙ্গ হয় ও সম্পর্ক নষ্ট হয়।
মানুষ হিংসা করে কারণ তাদের মনের আয়নাটা কেবল অন্যের ঝলমলে জিনিসই দেখে, নিজের ধনরতন গুম হয়ে যায়। তাই অন্যের বাগানের ফুল দেখে মনে হয়, "ওর ফুলটা কেন আমার চেয়ে বেশি রঙিন?" 😜🌸
মানুষের স্বভাবই হলো অন্যের দিকে। আর হিংসা না করলে পেটের খাবার হজম হবে কিভাবে?
একদম ঠিক বলেছেন আপনি।
হিংসুক মনে করে সে জগতের সবার চেয়ে উচ্চ। কিন্তু এটাতো অবাস্তব। যার জন্য সে অন্যের উচ্চতা সহ্য করতে পারেনা। তাই হিংসা করে। একসময় তা রোগে পরিণত হয়। এই রোগ সারার নয়।