এবিবি ফান প্রশ্ন- ৬৩৪ || টিয়া পাখি হাত দেখে ভাগ্য বলে দেয়৷ তবে ....তাদের কি দেখে ভাগ্য বলবে...?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
টিয়া পাখি হাত দেখে ভাগ্য বলে দেয়৷ তবে যাদের হাত নেই, তাদের কি দেখে ভাগ্য বলবে...?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
টিয়া পাখিওলার ধান্দা বন্ধ করতে চাই না।😄
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের প্রশ্ন/কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যাদের হাত নেই, টিয়া পাখি তাদের ভাগ্য দেখে দেয় ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে। ওহহো, এত ফিল্টার? সামনে তোমার জীবনও বেশ ফিল্টার হয়ে যাবে🤣🤣।
0.00 SBD,
3.09 STEEM,
3.09 SP
টিয়া পাখি বলে
হাত নাই? কোনো টেনশন নাই।তোমার ভাগ্য তো পকেটেই লেখা আছে, টাকা থাকলে রাজা, না থাকলে দার্শনিক 😆💸👑
এটা একদম বাস্তবিক কথা বলেছেন আপনি। আপনার সাথে আমিও একমত।
যাদের হাত নেই,টিয়া পাখি তাদের ভাগ্য বলবে নাক দিয়ে শুঁকে শুঁকে🤣🤣।
এটা একদম ঠিক কথা বলেছেন 😂।
যাদের হাত নেই, টিয়া পাখি তাদের ভাগ্য দেখে দেয় হাসির আওয়াজ শুনে। হা হা হা , বেশি হলে সুখ আসছে। আর হুঁহুঁ বেশি হলে প্রেমে কষ্ট আসছে💔😂।
প্রেমের ক্ষেত্রে,প্রেমিকারা উল্লাসে মেতে থাকে 😄।প্রেমিক পুরুষের কপালে বরাবরই দুঃখ থাকে 🤣🤣।
আপনি তো দেখছি একেবারে ভাগ্য বিশ্লেষণ করে ফেলেছেন আপু। তবে উত্তরটি কিন্তু দারুণ দিয়েছেন।
হাত নাই? টিয়া তখন নাকের হাঁচি গুনে ভবিষ্যৎ বলে—আজকে তিনবার হাঁচছো, মানে প্রেমিকা মিসড কল দেবে! 🤧না হলে পেটের ভাতের আওয়াজ শুনে বলবে—ভাগ্য খারাপ, খিচুড়ি ছাড়া বাঁচবা না!😂
একেবারে শেষ বিকল্পে বলে—“তোর ভাগ্য এত খারাপ, গুগলও ‘No results found’ দেখাবে!🤣🤣🤣
হা হা হা 🤣🤣। খুব ভালো বলেছেন।
খাঁচার দরজা খুললেই পালায়? ওর ভবিষ্যৎ ফ্লাই-হাই, আপনারটা, বাই-বাই। 😂
টিয়া পাখির কাছে শরীরের কোনো অংশ না থাকলেও চলবে তবে শুধু টাকা থাকতে হবে।যাদের হাত নেই তাদের কপাল দেখে ভাগ্য বলে দেবে।
টিয়া পাখি দিয়ে ভাগ্যের কিছু হয় না। সব কিছু হয় নোটে নোটে,হা হা হা।😁😂
আসলেই, নোটে নোটে সবকিছু হয়।
সব গোপন তথ্য ফাঁস করে দিলে ব্যবসা তো একেবারে লাঠে উঠবে ভাইয়া। টিয়া পাখির ব্যবসা সত্যিই লাভজনক। 😆
টিয়া পাখি হাত না থাকলে পায়ের আঙুল দেখে ভাগ্য বলবে। কারণ পা দিয়ে জীবনের পথ চলা যায়, আর টিয়া তো স্মার্ট, পায়ের রেখায় লুকানো ভাগ্যের গল্প পড়ে ফেলবে। 😄🦜
কেনো? হাত না থাকলে কি হবে কপাল আছেতো তা দেখেই বলে দিবে ভাগ্য।