"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪ [তারিখ : ০৬-০৯-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @roy.sajib


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সজীব রায়।। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ মিউজিক লাভার। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের জুলাই মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230906_193701_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20230906_193628_Chrome.jpg

প্রতিযোগিতা-৪৩||আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা। by @roy.sajib(date 05.09.2023 )

জীবনে প্রথম পাওয়া যে কোন কিছুই একটু বেশিই স্পেশাল হয় আমাদের সবার কাছে। হতে পারে সেটা প্রথম চাকরি, প্রথম প্রেম, প্রথম কোন বিষয়ে সাফল্য অথবা প্রথম উপার্জিত টাকা। বছরের পর বছর পেরিয়ে গেলেও ঐ একটা দিনের ঐ বিশেষ মুহূর্তটুকু বোধ হয় কখনোই ভোলা যায় না। স্মৃতির পাতায় সুন্দর মুহূর্ত গুলোর অংশ হয়ে যায় সারা জীবনের জন্য।…


লেখকের পোস্টটা যখন পড়ছিলাম, তখন লেখকের মনের অনুভূতি কিছুটা হলেও যেন বুঝতে পারছিলাম। এইতো কয়েক বছর আগে, এমন সময় আমার জীবনেও গিয়েছে। সত্যিই অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় তাও আবার লিখে, এটা যেন কোনোভাবেই বিশ্বাস হতো না।

তবে এক্ষেত্রে লেখক বড্ড ভাগ্যবান, তার এই প্লাটফর্মে টিকে থাকার জন্য খুব একটা চড়াই উতরাই পার করতে হয়নি, যেমনটা আমার ভাগ্যে হয়েছিল। এদিক থেকে লেখক কে, বাহবা দিতেই হয়, কারণ তার বন্ধু সেই সময় এই প্লাটফর্মের কান্ট্রি রিপ্রেজেন্টটিভ ছিল।

এক্ষেত্রে বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা বা আস্থার বহিঃপ্রকাশ ফুটে উঠেছে, তাও কিন্তু বেশ ভালই বোঝা যাচ্ছে। লেখক এই সময়ে এসেও তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে ভোলে নি।

প্রথম যে কোন কিছুর অনুভূতি আসলেই একটু আলাদা হোক সেটা ইনকাম নতুবা যে কোন অভিজ্ঞতা। তাছাড়াও মজার ব্যাপার হচ্ছে লেখক প্রতিনিয়তই ব্লগিং করে যাচ্ছে অনেকটা শখের বসে, এই ব্যাপারটাও বেশ ভালো লাগার মত।

অর্থনৈতিক ব্যাপার আসলেই গুরুত্বপূর্ণ, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয়, নিজের শখকে প্রাধান্য দেওয়া। তার ফেলে আসা জীবনের অনুভূতিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং লেখক কে বলতে চাই লেগে থাকুন এই প্লাটফর্মের সঙ্গে আর নিজের শখকে আরও বিস্তার করুন।


Screenshot_20230906_193638_Chrome-1.jpg

ছবিটি সজীব রায় ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাই সজীব ভাইয়ার পোস্টটাকে ফিচারড পোস্ট হিসেবে বাছাই করার জন্য। সজীব ভাইয়ার পোস্টগুলো মাঝে মাঝেই পড়া হয়, আর আমার কাছে খুব ভালো লাগে ওনার পোস্ট। আসলেই সজীব ভাইয়া অনেক ভাগ্যবান এটা সত্যি।

 2 years ago 

সজীব ভাইয়ের এই পোস্টটি পড়লাম একটু আগে। এককথায় দুর্দান্ত লিখেছেন। তবে সজীব ভাই খুবই ভাগ্যবান। কারণ উনার বন্ধু ২০২০ সালে গ্যারান্টি দিয়েছেন যে, এই প্লাটফর্ম থেকে অবশ্যই ইনকাম করা যাবে। এমন কপাল খুব কম মানুষেরই আছে। যাইহোক এমন চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

যদিও সজীব ভাইয়ের এই পোস্টটা আমার পড়া হয়নি, তবে ভাইয়ার এই পোস্ট ফিচারড় আর্টিকেলের মধ্যে দেখে ভালো লেগেছে। তিনি নিজের অনলাইন ইনকামের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আসলে এরকম একটা বন্ধু যদি থাকে তাহলে আর বেশি কিছু প্রয়োজন হয় না। ধন্যবাদ জানাই সজীব ভাইয়ের পোস্টটাকে বাছাই করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @roy.sajib কে দেখে ভালো লাগলো।তিনি সবসময় কমিউনিটিতে সর্বোচ্চ কোয়ালিটি শেয়ার করে থাকেন। আর আমার কাছে খুব ভালো লাগে ওনার পোস্ট।

 2 years ago 

আমি একদম ভাবিনি যে আমার কোন পোস্ট এভাবে ফিচার্ড আর্টিকেলে জায়গা পাবে। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। আমার বাংলা ব্লগের প্রতি আমি চিরো কৃতজ্ঞ 🙏। ভালোবাসাটা আরো বেড়ে গেল এবং কাজের প্রতি আগ্রহ টাও। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 94968.81
ETH 1800.45
USDT 1.00
SBD 0.86