সময় নষ্ট করা বন্ধ করুন

in #time7 years ago

সময় মূল্যবান, এবং এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সময় নষ্ট করার ক্ষেত্রে খুব পারদর্শী , বিশেষত যখন এমন কিছু আসে যা আমরা করতে চাই না।

Image Source
কিন্তু এটা বলা যায় যে, আমাদের কেবল একটি জীবন আছে, তাই তার প্রতি সেকেন্ডে মূল্যবান হওয়া উচিত ।এটি সত্য যে সময় কারো বন্ধু নয়। হয়তো এটা খুব দ্রুত, নয়তো এটা খুব ধীর গতিতে চলে। কিন্তু পরিশেষে এটি আমাদের হত্যা করে । সুতরাং কিভাবে আমরা আমাদের সময় কে আরো কার্যউপযোগী করে তুলতে পারি সে বিষয়টা জেনে রাখা খুব জরুরী ।

প্রথমত, গুরুত্বহীন জিনিস উপর সময় নষ্ট করা বন্ধ করতে হবে। আমরা সবাই কখনো কখনো এই ভুল টা করে থাকি আমরা অনেক সময় এমন কিছু করতে ব্যাস্ত হয়ে যাই যা করা ততটা গুরুত্বপূর্ণ না যতটা সময় আমরা ওই কাজের পিছনে ব্যায় করি । কিন্তু জিবনে কিছু অর্জন করতে হলে অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে, আর সেই লক্ষ্য কে পূরণ করার জন্য আপনি আপনার সর্বাত্মক সময় দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্য পূরণ করতে আপনার কত সময় লাগবে সেই চিন্তা ভাবনা করে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন এবং সেই অনুযায়ী কাজ করে যান । এভাবে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন ।

আমাদের চারপাশে এমন অনেক কাজ রয়েছে যা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। তাই প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে নিজেকে প্রশ্ন করবেন , এই কাজটা কি সত্যিই গুরুত্বপূর্ণ? এটা কি সহায়ক?
যদি উত্তর "হ্যা" হয় তাহলে কাজটা করুন, আর যদি উত্তর " না " হয় তাহলে কাজটাকে এড়িয়ে চলুন ।

তাইতো অনেক মহাগুরুরা বিভিন্ন্য উক্তিতে সময়ের তাৎপর্য বুঝিয়ে গেছেনঃ

“ 'সময়' হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। ”

  • শ্রোডিঞ্জার

“ জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো। ”

  • জর্জ আর্নল্ড

DQmUsDx6pen1XAB66xGNezuiZ9RYoXEv9U98MqHzTxFV1dE_1680x8400.png

Follow.png

Sort:  

This post has received a 20.10 % upvote from @booster thanks to: @zaku.

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (04/03/2018) link

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 87860.55
ETH 3367.68
USDT 1.00
SBD 3.10