গল্পঃ অনাকাঙ্ক্ষিত দেখা

in #story7 years ago

-এই যে দাড়ান ।এতো রাতে কই যান ?

আমি সাইকেল থামালাম । সামনেই একটা টহল পুলিশ এর গাড়ি । একজন পুলিশ আমার দিকে এগিয়ে এসে আমাকে ভাল করে দেখে আমাকে আবার জিজ্ঞাস করল, এতো রাতে কোথায় যান ?

আমি বললাম , কোথাও না ! এমনি সাইকেল চালাচ্ছি ।দিনের বেলায় তো সাইকেল চালিয়ে মজা নেই তাই রাতে সাইকেল চালাচ্ছি সময় পার করার জন্য ।

আমার উত্তর পুলিশ এর কাছে বোধয় ভাল লাগলো না। তাই সে আমাকে দাড় করিয়ে চলে গেল দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। আমার কেন যেন মনে হল অনেক সময় লাগবে তার ফেরত আসতে তাই সাইকেল টা সাইডে রেখে ফুটপাতে বসলাম।

জান্নাতকে আরেকবার ফোন দিব কিনা ভাবছি । আজ সারাদিন আমার ফোন ধরেনি, জানিনা এখন ফোন দিলে ধরবে কিনা । তাও চেষ্টা করলাম আরেকবার। ফোনটা বেজে কেটে গেল। ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে সারাদিন অফিস এর কাজকর্ম করে খুব ক্লান্ত হয়ে পরে । তাও আমি ওকে ফোন দিয়েই গেলাম,জানি ধরবে না তবুও। ও আমাকে অনেকবার এটা নিয়ে অনেক বকা দিসে তাও আমি এটা করি। কি কারনে করি তা জানি না।যাই হক প্রায় ১০/১৫ বার কল করার পর ও ও আমার ফোনটা রিসিভ করল না।এক সময় আমি ফোন দেওয়া বন্ধ করে দিয়ে মোবাইল টা পকেটে রেখে দিলাম।

প্রায় ২ ঘন্টা পার হয়ে গেছে পুলিশ এর কোন খবর নেই। সেই যে আমাকে দাড় করিয়ে রেখেছে এখনো গাড়ি থেকে কেও এসে কিছু বলে গেল না। হটাত করে মোবাইল টা বেজে উঠল । মোবাইল টা বের করে যা দেখলাম তা দেখে আমি অবাক, জান্নাত কল দিয়েছে ।
-হ্যালো

ওপাশ থেকে কোন জবাব এলো না। আবার বললাম,

-হ্যালো,... শুনতে পাচ্ছ নাকি ?

-হ্যা পাচ্ছি !

জান্নাত এর কথা শুনে মনে হল খুব রাগ করে আছে। বললাম

-মন ভালো ?

-ভাল হওয়ার কথা ?

-জানিনা , সারাদিন খুব ব্যস্ত ছিলে বুঝি ?

-না ছিলাম না ।

এভাবে মান-অভিমান নিয়ে কথোপকথন হতে থাকলো। তার মধ্যে পুলিশ এর ঐ লোকটা এসে বলল - চলেন ! থানায় যেতে হবে । আপনি গাড়ি তে উঠে বসেন আমি সাইকেল নিয়ে আসছি ।

কথাটা জান্নাত শুনে জিজ্ঞাস করল- কি হয়েছে ?

আমি ওকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম। জান্নাত আমাকে বলল - চিন্তা করো না আমি দেখছি ।

আমি গাড়ি তে গিয়ে উঠলাম । কিছুক্ষন পর গাড়ি একটি বাসার সামনে থামল । আমি বেশ অবাক হলাম থানায় না গিয়ে এখানে কি !

ওসি সাহেব আমাকে গাড়ি থেকে নামতে বলল । আমি নামলাম । তারপর তিনি বললেন

-আর আপনি রাস্তায় একা একা চলেন কেন ? আপনি বলবেন না যে আপনি তরফদার সাহেবের চেনা লোক ।

-ওনার ফোন এসেছিল । এরপর যদি কেউ আপনাকে ধরতে যায় তাহলে পরিচিত মানুষের পরিচয় দিবেন । এখন যান আপনার সাইকেল পেয়ে যাবেন ।

আমি মনে করার চেষ্টা করলাম তরফদার সাহেব টা আবার কে ? আমাকে কি ভুল করে ছেড়ে দিল ! তারপরেই আমার মনে পড়লো তরফদার হচ্ছে জান্নাতদের বংশীয় পদবী ।তখন আমার আর বুঝতে দেরি হল না যে এসব জান্নাত এর কর্ম।

পুলিশ আমাকে একটি বাড়ি দেখিয়ে দিল বলল অখানে অপেক্ষা করতে সাইকেল না আসা পর্যন্ত ।

বাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে কেন যেন মনে হচ্ছে এটা আমার খুব চেনা।
আরে এটাতো জান্নাত দের বাসা ! হটাত করে বাসার গেট থেকে কে যেন বেড়িয়ে আসল ।
অন্ধকার তাই স্পষ্ট দেখা যাচ্ছিল না । যখন সে আরো কাছে আসলো দেখলাম সে আর কেও না , জান্নাত !
অবশেষে আমাদের দেখা হল । শেষবার দেখা হয়েছিল ৩ বছর আগে। কিন্তু আজ এভাবে দেখা হবে তা কখন ভাবি নাই ।
এ যেন এক "অনাকাঙ্ক্ষিত দেখা"


Sort:  

Nice stoy. Zakaria vai apna story writing to exceptional, jake bole hebbi hoise. Resteem the post.
@originalworks

This post has received a 34.21 % upvote from @booster thanks to: @zaku.

valo laglo. upvoted.

Ye story hi kya?

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67401.36
ETH 2611.38
USDT 1.00
SBD 2.68