Better life with steem || The Diary Game || 24 February, 2024 ||

in Incredible India6 months ago

Picsart_24-02-24_10-00-17-197.jpg

সকাল বেলা

IMG_20240224_093438.jpg

নমষ্কার বন্ধুরা ,,

সবাইকে শুভ সকাল !! আজকে একটু দেরীতেই ঘুম থেকে উঠি ৷ আজকে কেন যেনো সকালেই ঘুম থেকে উঠতেই পারি নি ৷ যখন ঘুম থেকে উঠি আর উঠে দেখি সকাল নয় টা বেজে গেছে ৷ মা এই দিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে ৷ আর বিছানায় থাকতে পারলাম না উঠে বাইরে এসে দেখলাম রোদ উঠেছে মনে হয় আজকে রোদ ভালোই দিবে ৷ তারপর একটু হাঁটাহাটি করে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ৷

আমার তো আবার প্রতিদিনের মত সকাল বেলা নাস্তা না করলে ভালো লাগে না ৷ তাই চলে গেলাম দোকানে সেখানে চা আর বিস্কুট খেয়ে নিলাম ৷ সকাল বেলা চা খেলে একটু পেটের ক্ষুদা কম লাগায় ৷ সকাল বেলা চা নাস্তা করলে দুপুর বেলা ভাত খেলেও চলে ৷ যাই হোক নাস্তা শেষ করে চলে আসলাম বাড়িতে তারপর রুমে এসে ফোন নিয়ে শুয়ে পড়লাম ফোনের মধ্যে যতসব কাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে করতে লাগলাম ৷

IMG_20240224_093501.jpg

তারপর হঠাৎ করেই আমার মা ডাক দিয়ে বললো ইঁদুর আটকা পরেছে ইঁদুর টা বের করে মেরে ফেল ৷ যদিও আমি প্রাণী হত্যা করা পছন্দ করি না কিন্তু উপায় নেই এই ইঁদুরের জন্য বাড়ি ঘরে শান্তি নাই ৷ ইঁদুরের অত্যাচারে কয়েকদিন থেকে আমি রাগ হয়ে আছি অবশেষে ফাদ পাতিয়ে একটি ইঁদুর আটকা পরেছে ৷ অবশেষে ইঁদুর টিকে বের করে মেরে ফেললাম তারপর দুরে গিয়ে মাটিতে পুতে রাখলাম ৷

IMG_20240224_093518.jpg

দুপুর বেলা

দুপুর বেলা তেমন কোন কাজ ছিলো না আমাদের বাড়ির পাশে একটি ছোট পুকুর রয়েছে সেখানে পানি কম থাকার জন্য মানুষের হাঁস গুলো এসে পুকুরের থাকা মাছ গুলো ধরে আর খাওয়ার চেষ্টা করে ৷ যার জন্য চারপাশে জাল দিয়ে ঘেরা দিলাম ৷ চারপাশে বাঁশের কয়েকটি খুটি লাগিয়ে একটি বড় জাল দিয়ে বেশ সুন্দর ভাবে চারদিকে জাল দিয়ে ঘেরাও করলাম ৷ যেন বাইরের কোন হাঁস আর পুকুরের নামতে না পারে ৷

IMG_20240224_093552.jpg

বিকেল বেলা

যেহেতু বর্তমান সময় টা বাদাম রোপণ করার সময় ৷ এই সময়ে বেশ কয়েকদিন বাদাম রোপণ করতেই হবে ৷ জমিতে আলু চাষ করা হয়েছিল জন্য আগে আলু তুলতে হচ্ছে তারপর বাদাম রোপণ করতে হচ্ছে যার জন্য কাজ গুলো ধীরে ধীরে সম্পন্ন করতে হচ্ছে ৷

আজকে বিকেল বেলা একটি ছোট জমিতে আলু তোলা শেষে একটি চাষ করে বাদাম রোপণ করা শুরু করে দিলাম ৷ এভাবে আরো বেশ কয়েকদিন লাগবে বাদাম রোপণ করতে ৷ বাদাম রোপণ করা শেষে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে স্নান করে খুব তারাতারি ফ্রেশ হয়ে নিলাম ৷ তারপর খাওয়া দাওয়া করে মাঠে যাই আড্ডা দিতে ৷ সারাদিন টুকটাক কাজ করার পর একটু আড্ডা দিলে মন টা ফ্রেশ হয়ে যায় ৷

IMG_20240224_093647.jpg

সন্ধ্যা বেলা

আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেলো তখন একটা ছোট ভাই বললো চলো একটু বাজারে যাই কিছু প্রয়োজনীয় কাজ আছে ৷ তারপর আর কি চলে আসলাম বাজারে আর বাজারে থাকা প্রয়োজনীয় কাজ গুলো খুব তারাতারি সেরে ফেললাম ৷ তারপর ছোট ভাইকে নিয়ে মালাই দুধ চা খেয়ে নিলাম ৷ চা টা বেশ মজার দুধের সড় দিয়ে তৈরি করা খেতে ভালোই মজা লাগে ৷

অবশেষে চা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ৷ বাড়ি এসে রাতের খাবার খেয়ে আর দেরী না করে পোস্ট লেখা শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

IMG_20230720_181503.png

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 6 months ago 

গ্রাম ও শহর সবখানেই ইঁদুরের যন্ত্রণায় বাস করা মুশকিল। আপনি বাদামের চারা রোপন করলেন তার জন্য ক্ষেতে অনেকক্ষণ কাজও করলেন। এরপর বাজারে আপনি জরুরী অনেক কাজ সারলেন। বোঝা যাচ্ছে আপনি পরিবারে যথেষ্ট দায়িত্বশীল একজন ব্যক্তি। ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

 6 months ago 

হুম দিদি কি বলবো এই ইঁদুর গুলো খুব পাজি বাড়ি ঘরে অনেক ধরনের অত্যাচার শুরু করে দেয় ৷ যাই হোক দিদি আমার পোস্ট টি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার জন্য শুভ হোক ৷

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ... দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 6 months ago 

আমাদের ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর রয়েছে। ওই দিনে আমার শ্বশুর মশাই ও ইঁদুরের জন্য ফাঁদ পেতে ছিল ইঁদুর মশাই সঠিকভাবে এসে ফাঁদে ঢুকে পড়ল। আর সকাল বেলা মেরে ফেলল আসলে গ্রাম অঞ্চলে অনেক বেশি ইঁদুর দেখা যায়। সকালবেলা অবশ্যই নাস্তা খেতে হয়, তা না হলে কিভাবে চলবে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 6 months ago 

ইঁদুর দেখতে পেলেই ফাঁদ বা মেরে ফেলাই উত্তম ৷ এদের জন্য ঘর বাড়ি পরিষ্কার থাকে না ৷ আজকে এই দিকে গর্ত কালকে ঐ দিকে গর্ত এভাবেই জ্বালাতে থাকবে এই পাজি ইঁদুর গুলো ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 6 months ago 

আমরা অনেক সময় প্রাণী হত্যা করতে না চাইলেও বাধ্য হয়ে করতে হয়।। আর বর্তমানে বাদাম চাষ করা হয় সেটা শুনে আমার জানা নেই। কারণ আমাদের এই দিকে বাদাম চাষ হয় না বললেই চলে।।

 6 months ago 

বাদাম চাষ করলে তো ইঁদুরের ধুরা লেগে যাবা ক্ষেতে থাকা অনেক বাদামের ফল খেয়ে নষ্ট করে দিবে ৷ তাপরও কি আর করার ফাঁদ পাতিয়ে যেগুলো আটকা পরে তো পরে আর না হলে তারা নষ্ট করে পালিয়ে যায় ৷

 6 months ago 

আপনার পোস্টের প্রাণ আপনার ফটোগ্রাফি, এটি এই পোস্টেও প্রমাণ করলেন।

ইদুর যেহেতু উপকারের থেকে ক্ষতি করে বেশি তাই সেটা মারতে ক্ষতি নেই, তা ছাড়া কৃষি অধিদপ্তর ইদুর ধরে জমা দিলে পুরস্কারও দেয়। আপনি খোজ নিয়ে দেখবেন, প্রতি পিচ মনে হয় ৫০ টাকা।

ভালো লাগলো আওনার ডায়েরি পড়ে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার জানা ছিলো না যে কৃষি অধিদপ্তরের কাছে জমা দিলে ৫০ টাকা পুরস্কার পাবো ৷ তবে খোজ নিয়ে দেখবো আমাদের এই দিকে এই নিময় ধারা আছে কি না ৷

 6 months ago 

আপনি খোজ নিয়ে দেখুন, আগে এটা চালু ছিল। এখনো থাকার কথা।

ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার সূর্য উদয়ের ফটোগ্রাফিটা সত্যিই খুব সুন্দর হয়েছে। ভাই, ইদুরের কথা কি আর বলবো, ইদুরের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। প্রতিদিনই ইঁদুর বাঁধাচ্ছি মেশিনে তবুও উপদ্রুব কমছে না। আপনাদের এলাকায় বাদাম রোপণ করা হয় জেনে ভালো লাগলো, কারণ আমাদের এখানে বাদামের চাষ করা হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আর বলিয়েন না ভাই ইঁদুরের অত্যাচারে বাড়িতে কোন কিছু ঠিক থাকে না ৷ অনেক কষ্ট করে ইঁদুরকে ধরে মেরে ফেলতে হয় ৷ তারপরও ইঁদুর শেষ হয় না ৷

 6 months ago 

সারাদিন অনেক ব্যস্ততার মাঝে একটি দিন কেটেছে আপনার। আমার মনে হয় আপনাদের ওখানে জমি সব সময় কিছু না কিছু ফসল চাষ করাই হয়,, বর্তমানে বাদামের দাম খুবই চড়া। অবশ্যই আর্থিক ভাবে লাভবান হতে পারবে না।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

ভাই আমাদের এদিকে বাদাম চাষ হয় না বাদাম চাষ সম্পর্কে আমি জানিনা কিভাবে বাদাম চাষ করতে হয়।

আপনার লেখা পড়ে জানতে পারলাম কিছুটা আলুর মতো করে বাদাম লাগাতে হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার পরবর্তী দিনের পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33