Better life steem||The diary game|| 16 December

in Incredible India9 months ago

Picsart_23-12-16_18-23-48-869.jpg

নমষ্কার বন্ধুরা,,

শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ? আমিও বেশ ভালোই আছি ৷ তো প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠলাম ৷ আজকের সারাদিনের অতিবাহিত সময় গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সকাল বেলা

IMG_20231216_094304.jpg

আমার মা খুব ভোরে উঠে ধান সিদ্ধ করতেছে কারন আমাদের খাওয়ার চাল শেষ হয়ে গেছে তার জন্য খুব তারাতারি করে ধান সিদ্ধ করতে হচ্ছে ৷ আমি সকালে উঠে মাকে সাহায্য করার জন্য যাই আর আমার মা এই দিকের বাকি কাজ গুলো করতে থাকে ৷ আর এই দিকে আমি চুলা গুলোতে খড় দিয়ে জ্বাল দিতে থাকি ৷ প্রায় ৬ মণ এর মত ধান সিদ্ধ করতে হবে সব গুলো ধান গুলো সিদ্ধ করতে করতে প্রায় ৯ টা বেজে যায় ৷

IMG_20231216_094318.jpg

তারপর সব ধান গুলো সিদ্ধ করা হলে একজায় রেখে দেই ৷ তারপর বাড়ির সবকাজ গুলো শেষ করে আমরা সকালের খাবার শেষ করে ফেলি ৷ আর এই দিকে অনেক চিন্তা এত গুলো ধান কিভাবে শুকাবো কারন আমাদের ধান শুকানোর মত কোন ধরনের জায়গা নেই ৷ তারপর আমাদের বাড়ির পাশে একটি বড় বাদামের মিল রয়েছে সেখানে অনেক বড় চাতাল রয়েছে ৷

কিন্তু সেখানেও জায়গা নেই সবাই দখল করে আছে ঐ খানে ৷ তারপর আমরা সেখানে যাই একটু জায়গা নেওয়ার জন্য কিন্তু কারো ধান শুকোয় নি আরো দুই তিন দিনের মত লাগবে ৷

দুপুর বেলা

IMG_20231216_094351.jpg

অবশেষে একজন বললো আমার ধান গুলো দুপুরের আগেই শুকোবে আর সেই জায়গা টি আমাদের দেওয়া হবে ৷ আমরা দুপুরের জন্য অপেক্ষা করতেছি ৷ আর এই দিকে আমরা ধান গুলো বস্তায় ভরা শুরু করলাম ৷ তারপর দুপুর হতে হতে একটি ভ্যানে করে ধানের বস্তা গুলো নিয়ে সেই মিলের চাতালে চলে আসি ৷

তারপর আমরা জায়গাটি পেয়ে ধান গুলো শুকোতে দিলাম ৷ বর্তমান সময়ে শীতকাল আর এই সময়ে রোদের তাপমাত্রা খুবই কম যার জন্য ধান শুকোতে প্রায় চার পাঁচ দিনের মত লেগে যাচ্ছে ৷ যাক আমরা অবশেষে জায়গাটি পেলাম তারপর আমি ধান গুলো চার পাশে মেলিয়ে দিলাম তারপর আমি ধানের উপরে পা দিয়ে চারপাশে ভালোভাবে ঘাঁটা দিলাম ৷ (ঘাঁটা) আমাদের গ্রামের ভাষায় বলে থাকি ৷ তারপর আমার মা চলে আসে তারপর আমি ঐ খান থেকে চলে আসি বাড়িতে এবং বাড়িতে এসে স্নান করে একটু ঘুমিয়ে পড়ি ৷

বিকাল বেলা

IMG_20231216_094735.jpg

বিকাল চার টার সময় আমি উঠে ধানের ঐ খানের যাই ৷ এবং ধান গুলো জড়ো করতে হবে তাই আমি আমার মা কে সাহায্য করতেছি ৷ অবশেষে ধান জড়ো করা হল এবং ধান গুলোকে ভালো ভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে আমি এবং আমার মা সেখান থেকে চলে আসি ৷

বাড়ি এসে পোস্টে কিছু কমেন্ট করলাম কমেন্ট করতে করতে বেশ কিছু কমেন্ট করে ফেললাম তারপর ভাবলাম একটু বাজারে ঘুরে আসি তাই বাজারের দিকে রওনা দিলাম ৷

সন্ধ্যা বেলা

IMG_20231216_180704.jpg

IMG_20231216_180648.jpg

তারপর আমি বাজারে পৌঁছে বেশ কিছু কাজ ছিলো সেগুলো সেরে ফেলি ৷ তারপর একটি চেনা পরিচিত মুদির দোকানে গিয়ে আমার ছোট বোনের জন্য একটি চকলেটের বৈরাম কিনে নেই ১৫০ টাকা দিয়ে ৷ আর ছোট বাচ্চারা এমনিতে চকলেট অনেক পছন্দ করে থাকে ৷

তাই আমি ছোট বোনের কথা মত ওর পছন্দের চকলেট কিনে বাজারে আরেকটু আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দেই বাড়ি পৌঁছে দেখি রাত ৮ টার মত বেজে গেছে ৷ তারপর আমি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি ৷ এখন আমার কাজ আমার স্টিমিট প্লাটফর্মের বন্ধুদের পোস্ট পড়া ও মন্তব্য করা ৷

যাই হোক আজকে আমি আমার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভ রাত্রি🤗

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
THE END

IMG_20230720_181603.png

Sort:  

এটি অনেক ভালো কাজ যে, আপনি আপনার মায়ের সাথে ধান সিদ্ধ করার কাজে সহযোগিতা করেছেন, আমিও যখন বাড়িতে থাকি তখন ধান সিদ্ধ করার সময় মাকে সাহায্য করি, ধান সিদ্ধ করি এরপরের রোদে দিয়ে শুকানোর সময় পাহারা দিয়েছি, এবং উঠানোর সময়ও সহযোগিতা করেছি।

এখনতো শীতের সময় তাই রোদের তাপ খুবই কম, এজন্য ধানগুলো শুকাতে হয়তো দুই তিন দিন সময় লাগবে।
পরিশেষে বলবো বাড়ির কাজে অবশ্যই এভাবে মায়ের সাথে সহযোগিতা করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 9 months ago 

আপনার পোস্টে পরে বুঝতে পারলাম আজকের দিনটি আপনার খুব ব্যস্তময়। সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার আম্মার ধান সেদ্ধ করছে। তারপর আপনি গিয়ে আপনার মাকে কাজে সহযোগিতা করলেন। ছেলে হয়ে মার কষ্ট বুঝতে পেরেছেন খুব ভালো লাগলো। আপনার কাজ দেখে যে আমার ভালো লাগলো এর কারণটা হলো। আমার বড় ফুফুর চার ছেলে এক মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেদের হয়নি।তার মা যদি কোন কষ্টের কাজ করে ছেলেরা দেখে হেঁটে যায় ধারে কাছেও আসে না। যাইহোক তারপর আপনি বিকেল বেলা বাজারে গেলেন এবং আপনার কিছু কাজ সেরে নিলেন। তারপর আপনার ছোট বোনের জন্য একটি চকলেটর বাটা কিনলেন ১৫০ টাকা দিয়ে। আসলে ভাই বোনের আবদার কখনো ফেলা যায় না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারাদিনের দিনলিপি গুলো আমাদের কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনি আমার পোস্ট টি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 months ago 

আমাদের শীতের মৌসুমে ধান রাতে সিদ্ধ করে রাখে। এতে করে সকালে বাতি পরিশ্রম করতে হয় না কারণ রাতে আমরা সকলেই জেগে থাকি তাই আম্মুকে সাহায্য করা সহজ হয়।।

আজকে ধান সিদ্ধ করে একটু চিন্তায় পড়েছিলেন ধান কোথায় শুকাবেন টাকা না থাকলে এরকম চিন্তা হওয়াটা স্বাভাবিক।। অবশেষে জায়গা পেলেন আর ধান শুকাতে নিয়ে গেলেন। আর আজ সন্ধ্যায় বোনের জন্য নিয়ে এসেছেন এক বৈয়ম।

সব মিলিয়ে আপনার আজকের দিনটি বেশ ব্যস্ততার সাথে কেটেছে।। আমাদের প্রতিটা দিন একরকম যাবে না এটাই স্বাভাবিক।।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 9 months ago 

আপনিও ভালো থাকবেন ভাই।। আর নিত্য নতুন পোস্ট আমাদের উপহার দেবেন এই অপেক্ষায় রইলাম।।

 9 months ago 

ধান ঘরে তোলার উৎসবে কৃষক পরিবারগুলোকে ভালো ব্যস্ত সময় পার করতে হয়। কয়েক আগে আমার মা এবং বাবা মিলে সারারাত ধরে ধান সিদ্ধ করে পরেরদিন রোদে শুকিয়েছেন৷

আপনার পোস্ট পড়ে দেখলাম আপনি ধান শুকানো শেষে বাজারে গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার ছোট বোনের জন্য চকলেট কিনে নিয়ে এসেছেন৷ বুঝতে পারলাম আপনি আপনার বোনকে খুবই ভালোবাসেন৷

 9 months ago 

হুম ভাই তাছাড়াও ভাই বোনের সম্পর্ক অনেক মধুর বোন কিছু চাইলে তা দিতে না পারলে খুবই খারাপ লাগে ৷ যাই হোক ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 9 months ago 

আজকের দিনটি অনেক ব্যস্ততার ভেতরে আপনি পার করেছেন আপনার পোস্ট দেখে অনেক বোঝা যাচ্ছে। আপনাদের চাল শেষ হয়ে যাওয়ার কারণে ধান সিদ্ধ করছেন, আসলে এখন মৌসুম শেষ প্রত্যেকটা মানুষের বাড়ি চাল শেষ হয়ে যাওয়ার মত এবং গ্রামের প্রত্যেকটা মানুষ এখন শীতের সময় ধান সিদ্ধ করে, সকালে আপনি দেখতে পান আপনার আম্মা ধান সিদ্ধ করার কাজ করছিল তাই আপনি গিয়ে আপনার আম্মার কাজে সহযোগিতা করেছেন, আপনার আম্মার কাজে আপনি সহযোগিতা করেন এটা জানতে পেরে খুবই ভালো লাগছে।

সারাদিনের কার্যক্রম গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

 9 months ago 

হুম ভাই ধান সিদ্ধ করে চাতালে নিয়ে যাওয়া তারপর রোদ নেই বার বার ধানে পা দেওয়া সব মিলিয়ে ব্যস্ত ছিলাম ৷ ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ৷

 9 months ago 

আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে সেই ছোটবেলার গ্রামের স্মৃতি গুলো মনে পড়ে গেল। সেই ছোটবেলায় ধান সিদ্ধ করা, রোদে ধান শুকানো। ছোটবেলায় এসব কতো করছি। আপনার পোস্ট পড়ে মনে হলো আপনি খুব কর্মব্যস্তময় একটি দিন পার করেছেন। এরকম কর্মব্যস্তময় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

গ্রামে থাকলে মাঝে মাঝে এই সব কাজ করতে হয় ৷ আপনি ও করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...

প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠলেন আজকের সারাদিনের অতিবাহিত সময় গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । সকালে উঠে মাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ও বছরের ২ বার করে ধান সিদ্ধ করি, অবশেষে ধান জড়ো করা হল এবং ধান গুলোকে ভালো ভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে আপনি এবং আপনার মা সেখান থেকে চলে আসেন বেশ ভালো লাগলো,, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 9 months ago 

ধন্যবাদ আপু আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য ৷ ভালো থাকবেন শুভকামনা রইলো আপনার জন্য ৷

 9 months ago 

আমরা পরিবারে যারা সদস্য রয়েছি। তাদের প্রত্যেকের উচিত পরিবারের মধ্যে যে কাজগুলো রয়েছে। সেগুলো সবাই মিলে সম্পন্ন করে নেয়ে আজকে আপনার মাকে ধান সিদ্ধ করার কাজে সাহায্য করেছেন। কেননা আপনার মা খুব সকালবেলা উঠে ধান সিদ্ধ করার কাজ শুরু করে দিয়েছে।

ধানের কাজ অনেক বেশি কষ্টের। আপনার আজকের দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আসলে এই শীতের সময় ধান শুকানো অনেক কষ্টকর, কেননা রোদের তাপমাত্রা একেবারেই কম।আশা করি আপনারা খুব তাড়াতাড়ি ধান শুকিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট টি পড়ার জন্য তার পাশাপাশি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 months ago 

আগে আমাদের বাড়িতেও দেখতাম মাঝে মাঝে ভোর বেলা ধান সেদ্ধ করতে। এখন এসব কিছুই নেই।ঝাপসা স্মৃতি হয়ে আছে শুধু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখা উপহার দেবার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43