কামিনী ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷
চলে আসলাম কামিনী ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আমাদের গ্রাম অঞ্চলে সব ধরনের ফুল সচারচর দেখা গেলেও এই কামিনী ফুল বেশ তেমন ভাবে দেখা যায় না ৷ আর গ্রামের মানুষজন এই ধরনের খুবই কম চিনে থাকে ৷ তার জন্য এই ধরনের ফুলের গাছ তারা লাগিয়ে থাকে না ৷
তবে আমি এই ফুলটিকে অনেক দিন ধরে দেখি কিন্তু নাম জানিনা তবে আজকে ধান শুকাতে গিয়ে রাস্তার পাশে একটি বাড়ির সামনের উঠানে এই ফুলের গাছটি দেখতে পাই আমি আর দেরী না করে এই ফুলের ছবি আমার ফোনে ক্যামরা বন্দি করে নিয়ে নিলাম ৷ আজকে আমি এই কামিনী ফুলের সাথে পরিচয় করিয়ে দিবো ৷
এই কামিনী ফুলের সৌন্দর্য টা আসলেই অনেক সুন্দর লাগে ৷ পাঁচটি বিশিষ্ট পাতা রয়েছে এই ফুলটির দেখতে সাদা ৷ আর সাদা ফুল কার না ভালো লাগে সবারই ভালো লাগে এই সাদা ফুল ৷ এই ফুলের সবুজ রঙের ছোট ছোট ফল রয়েছে ৷ এই কামিনী ফুলের সুগন্ধি টা আসলেই অনেক মতমাতানো ছবি তোলার সময় এই ফুলের ঘ্রান আমি নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে ৷
আর সাধারনত এই কামিনী ফুলের পাতার ধরন রোমশ এবং কি চকচকে হয়ে থাকে ৷ কামিনী ছোট গাছ তবে এটি ঝোপভাবাপন্ন চিরসবুজ বৃক্ষ ৷ এই গাছ সাধারনত ১০ থেকে১২ ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে ৷ এই ধরনের গাছগুলো ছেটে রাখলে আরো অনেক সুন্দর দেখা যায় ৷ সাধারনত সব ধরনের সাদা ফুল গ্রীস্ম ও বর্ষাকালে ফুটতে দেখা যায় ৷ তারপর বীজ শাখা দাবা কলম থেকে এই কামিনী ফুলের চারা পাওয়া যায় ৷
এই কামিনী গাছ খুবই দ্রুত বাড়ে ৷ এবং কি এই কামনী ফুলের গাছ সব ধরনের মাটিতে জন্মে থাকে ৷ এই কামিনী ফুলের বীজ বর্ষার শেষে সংগ্রহ করা যায় ৷ এই কামনী ফুলের মূল পাতা ছাল খুবই উপকারি ৷ এই গাছ রোপনের পর দুই থেকে তিন বছরের মধ্যে এই গাছের ফুল ধরে থাকে ৷ সাধারনত ফুলের তোড়া সাজাতে এই কামিনী ডাল ব্যবহার করা হয়ে থাকে ৷
কামিনী ফুলের কিছু উপকারিতা সম্পর্কে জানুন
সাধারনত আমাশয় রোগের জন্য এই কামিনী গাছের মূল বা ছাল অথবা এই কামিনী গাছের যে ডাল রয়েছে গরম পানিতে সিদ্ধ করে তা দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে ৷ তাহলে আমাশয় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
যদি শরীরের মধ্য কোন ধরনের ছোট ছোট কাটা বা ছেঁড়া গিয়ে থাকে তাহলে এই কামিনী গাছের পাতা গুলো গুড়ো করে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে তাহলে রক্ত বন্ধ এবং ব্যাথা কমে যাবে ৷
তারপর যাদের সর্দি রয়েছে তাদের ক্ষেত্রে এই কামিনী গাছের পাতা গুড়ো করে গেলে তা সর্দি নিমিষেই চলে যাবে ৷ এবং কি কোন জায়গায় ব্যথা থাকলে তা এই কামিনী গাছের পাতা গুড়ো তরে মিনারেল তৈল দিয়ে সেই জায়গায় মালিশ করতে হবে তাহলেই দেখা যাবে সেই জায়গায় ব্যাথা অনেকটা কমে গেছে ৷
তারপর দেখা গেছে এই গাছ গুলো অনেকের বাড়িতে না থাকায় তারা এই কামিনী গাছের বীজ এবং এই গাছের পাতা ডাল মূল রোগে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ৷ কমপক্ষে না হলেও এক বছর পর্যন্ত এগুলো সংরক্ষণ করা যায় ৷ এবং এই এক বছরে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন ৷
আজকে আর লিখছি না ৷ কামিনী গাছের গুনাগুন আসলেই অনেক উপকারে আসে আমাদের ৷ এগুলো খেয়াল করে চলবেন দেখবেন অসময়ে এগুলাই আমাদের কাজে লাগবে ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ সবাই ভালো থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অসাধারণ ভাই। প্রতিবার আপনার ফটোগ্রাফি গুলো দেখলে কিছুক্ষণ শুধু দেখতেই ইচ্ছা করে। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার কামিনি ফুলের ফটোগ্রাফিগুলো সত্যি অনেক চমৎকার হয়েছে।
সেই সাথে আপনি কামিনি ফুলের কিছু ভালো দিক আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো আমার জানা ছিলো না। তাই আপনার পোষ্টটি পড়ে আজ নতুন করে এই বিষয়টি জানতে পারলাম। ভালো থাকবেন সবসময় প্রিয় ভাই আর এরকম নিত্য নতুন পোষ্ট আমাদের মাঝে তুলে ধরবেন এই কামনা করি। ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আজকে আপনি অনেক সুন্দর একটি ফুল সম্পর্কে আলোচনা করেছেন। কামিনী ফুল দেখতে অনেক সুন্দর। এর অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন। এর সাথে কামিনী ফুলের কিছু উপকারিতা শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
কামিনী ফুলের দারুন ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপনি। সাথে দেখলাম কামিনী ফুল ও কামিনী ফুল গাছ সম্পর্কে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন।
বিশেষ করে আরও বেশি ভালো লাগলো আপনার লেখাতে উপস্থাপিত এই কামিনী ফুলের উপকারী যে গুণাবলী গুলো আপনি তুলে ধরেছেন।
কামিনী ফুলের অপকারিতা গুলো যদি উপস্থাপন করতেন উপকারিতার পাশাপাশি তাহলে আপনার লেখাটি আরো আকর্ষণীয় হতো।
ধন্যবাদ দিদি ৷ আর এখন থেকে অপকারিতা সহ উল্লেখ করবো ৷ ভালো থাকবেন দিদি ৷
বাহ বাহ আপনি তো ভালো ই কামিনি ফুলের ফটোগ্রাফির পাশাপাশি কামিনি ফুলের কিছু উপকারিতা কথা সুন্দর করে উপস্থাপন করছেন তা জেনে অনেক উপকৃত হলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট করার জন্য ভালো থাকবেন ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
দাদা,আপনার ফটোগ্রাফি বরাবরই সুন্দর।
আপনি কামিনী ফুলের সুন্দর সুন্দর আলোকচিত্র তুলে ধরেছেন। সেই সাথে কামিনী গাছের ঔষধি গুনাগুন সম্পর্কে তথ্য দিয়েছেন, যে বিষয়ে আমার একটুও জ্ঞান ছিলো না। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। ধন্যবাদ দাদা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
Amigo es una flor muy hermosa y los has demostrado en cada una de tus fotografías. Saludos y bendiciones.🤗