।। হেরে গেলে চলবে না।।
Assalamu Alikum |
---|
আসা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমরা অনেকেই আছি যারা অল্পতেই হেরে যাই অথবা সেই কাজের প্রতি আসা ছেড়ে দেই। তাই আমরা আজকে সেই বিষয় এই কথা বলবো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক -
Source |
---|
আমার জানা মতে পৃথিবীতে হয়তো এমন একটা ব্যক্তিও খোঁজে পাওয়া যাবে না যে তার জীবনে কখনো কোনো বিষয়ে হারে নি অথবা কখনো কোনো বিষয়ে বিপদে পরে নি। আমরা চলতে ফিরতে প্রায় সকল কাজে এই কখনো ন কখনো বিপদে পড়েছি আমরা। এর মধ্যে কিছু সমস্যা আছে বা বিপদ আছে যা আমর অতি সহজে এই পারি দিতে পারি। আবার আমরা কোনো কোনো সময় এমন ও বিপদে পরি যে সেই বিপদ আমাদের সারা জীবন রাখতে বাধ্য করে।
ঠিক তেমন এই আমাদের জীবনে এমন অনেক বিপদ আছে যা আমাদের সেই সমস্যা থেকে বাহওর হতে অনেক কাঠ কয়লা পুরতে হয়। তবে আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে আমরা অনেক এই আছি যারা বিপদকে ভয় পাই, নতুন কিছু করতে গেলে ভয় পেয়ে যাই। আমরা যারা বিপদ দেখে ভয় পেয়ে যাই তখন আমাদের মস্তিষ্ক ও সেটাই মেনে নেয় এবং সাথে সাথে আমাদের মনোবল নষ্ট যায়।
source |
---|
আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা বিপদ আসাকে অনেক ভয় পায়। তারা সেই ভয়ে নতুন কিছু করা থেকে প্রায় সময় এই বিরত থাকতে চায়। এমন কি তারা তাদের বর্তমান কাজ কর্ম করতে ও সংকোচ বোধ করে। আসলে আমি দেখেছি এমন মানুষ দ্বারা কখনো কিছু আসা করা উচিত না। আসলে এরা নতুনকিছু এর যোগ্য এই না। আমার কাছে মনে হয় তারা এক প্রকার মানুষিক রোগী যারা কাজ করাকে ভয় পায়।
কেউ যদি তার জীবনে নতুন কিছু না আনে বা নতুন কিছু এর সাথে পরিচয় না এই হয় তবে তার জীবনে কোনো স্বাদ এই থাকে না। সে তার জীবনে নতুন কিছু শিখতে ও পারবে না। তাই কেউ তার জীবনে তার উন্নতি করতে হলে অবশ্যই অবশ্যই তার জীবনে নতুনত্ব আনতে হবে এবং একই সাথে কোনো কাজকে ভয় পাওয়া যাবে না। কোনো কাজে যখন আমরা হেরে যাই বা যখন আমরা কোনো বিষয়ে ব্যর্থ হই তখন সেটাকে ভয় পাওয়া যাবে না বরং সাহসিকতার সাথে এর মুকাবিলা করা উচিত।
এই পর্যন্ত যত বড় বড় মানুষ এসেছে আমাদের মাঝে, যাদের কথা আমরা গর্ব করে বলি তারা ও কখনো তাদের কাজে ব্যর্থ হয়ে গেলে তাকে ফেলে চলে যেতেন না বরং আরো ভালো করে নতুন উদ্যমে চেষ্টা করেছেন এবং এক সময় তারা সফল ও হয়েছেন।
source |
---|
যাই হোক আমি জানি না আজকে আমার পোস্টটি কেমন হয়েছে আর কতটুকু ভালো করে বুঝাতে পেরেছি। কারণ বাসায় আজকে মেহমান থাকায় আনার লেখায় ভালো করে মনযোগী হতে পারছি না। তাই সকলের কাছে আজকে আমি ক্ষমাপ্রার্থী।
তো আজকে এই পর্যন্ত এইছিলো। আসা করি আপনাদের আমার পোস্ট ভালো লেগেছে। বন্ধুরা আজকে আর না, আবার আসবো কালকে অন্য কিছু নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসলে বিপদ থাকবেই। কিন্তু, মুখোমুখি হওয়া টাই বুদ্ধিমানের কাজ।।।
যাদের, উল্ল্যেক করেছেন ভয় পায় বলে, তারাও হয়তো বিষয় টা ফেস করে বাট, ভয় পাওয়ার কারনে, হারার আগেই হেরে থাকে।। ধন্যবাদ। ভালো লিখনি।
Thank you so much for sharing your valuable comment brother. God bless you. Take care of yourself.
আমরা কোন জায়গায় আটকে গেলে মনে করি আমার দ্বারা মনে হয় সম্ভব না আমি মনে হয় সফল হতে পারব না, এজন্য আমরা পিছপা হই তাই আমাদের সফলতা অর্জন হয় না।
কিন্তু যদি আমরা সেই ব্যর্থতাকে সফলতাতে পরিণত করতে চাইতাম তাহলে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে মোকাবেলা করতে হবে। তাহলে আমরা অবশ্যই সফল হতে পারব।
সুন্দর একটি লেখা আমাদের উপহার দেয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় রইলাম।
Thank you so much for sharing your valuable comment brother. God bless you, take care of yourself.
Thank you so much.
বিপদ আসলে আমার সময়টা সংকীর্ণ হয়ে যায়। আমার কাছে মনে হয় এই বুঝি সব শেষ আর কিছুই করতে পারব না। কিন্তু আজকে আপনি আপনার পোস্টে বুঝিয়ে দিয়েছেন। বিপদ আসলে অবশ্যই ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়া উচিত। নতুন কিছুর স্বাদ গ্রহণ করতে হলে, অবশ্যই নতুন কিছু সাথে পরিচিত হতে হবে।
বিপদের সময়টা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কতটা এগিয়ে যেতে পারবো, এবং কি কি করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত মূল্যবান একটা টপিক আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।
Thank you so much for sharing your valuable comment apu. God bless you, take care of yourself.
সুন্দর একটা কথা বলেছেন নতুন কিছুর কিছুর সাথে পরিচিয় না হয় তাহলে নতুনের স্বাদ পাওয়া যায় না। তাই বিপদ আসলে পিছিয়ে পড়া চলবে না সাহস করে এগিয়ে গেলে তবেই সফলতা পাওয়া যায়।
Thank you so much for sharing your valuable comment brother, take love from me. God bless you, take care of yourself.
আমি আমার জীবনে অনেক ক্ষেত্রে হেরেছি।। কিন্তু হেরে যেয়ে আবার উঠে দাঁড়িয়েছে এবং লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে চলেছি।।
যারা জীবনে হেরে যাবে আর উঠে দাঁড়াতে পারে না তারাই জীবনে ব্যর্থতা বয়ে আনে।। আজকে আপনি খুবই চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন।। যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।।
Thank you so much for sharing your valuable comment brother. God bless you. Take love from me......
Thank you too, stay well always