তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট : "আমার বাংলা ব্লগ" ফার্ম হাউস

in আমার বাংলা ব্লগ19 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি diy পোস্ট শেয়ার করে নেবো। এটি আসলে আমাদের অ্যাডমিন/মডারেটর দের স্পেশ্যাল কন্টেস্ট হিসেবে তৈরি করা। নরমালি আমার diy করা হয় না, এই কনটেস্ট এর কারণে করা আর কি। এ আসলে করতে গেলে অনেক মুশকিল একটা ব্যাপার আমার কাছে, প্রচুর টাইম লাগে আমার এইসব করতে। গতবার যেমন একটা করেছিলাম, ওইরকম একটা কিছু করবো বলে প্রথমে ভেবেছিলাম, সেটা যদিও আমি ক্লে দিয়েই করার চিন্তা করেছিলাম। কিন্তু ক্লে হাতের কাছে না থাকায়, অন্য কিছু ভাবতে বসে গিয়েছিলাম, আসলে কি করা যা।

আমার এই নিয়ে ২ দিন কেটে গিয়েছিলো আসলে, কি করবো ভেবেই পাচ্ছিলাম না, কারণ স্পেশ্যাল বলে কিছু তো একটা করতে হবে। তবে অনেক ভাবার পরে মাথায় একটা আসলো যে, আমরা তো সবাই এই সম্প্রদায়ের একটা পরিবারের মতো। তো সেই যখন তৃতীয় বর্ষ উপলক্ষে এইবার নানা আয়োজনের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠান করা হচ্ছে, তো সেই হিসেবে ভাবলাম আমি একটা সবার জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করি। মানে এটা জাস্ট একটা কল্পনীয় বিষয়ের মতো তৈরি করেছি। অর্থাৎ আমি এখানে আমার বাংলা ব্লগের নামে একটি ফার্ম হাউস তৈরি করেছি, যেখানে আমার বাংলা ব্লগের সমস্ত মেম্বাররা থাকবে।

তবে এই ফার্ম হাউসের মূল বিষয় হলো যে, এখানে জাস্ট অনুষ্ঠান পারপাসে সবাই আসবে আর বিভিন্ন উৎসব উদযাপন করবে। এটা যেমন কাল্পনিক ভাবে তৈরি করেছি, তেমনি যদি বাস্তবে এইরকম একটা কিছু হতো তাহলে কেমন হতো! এখানে ফার্ম হাউসের পুরো থিমটা আসলে সবকিছুই আনুষ্ঠানিক ভাবে সাজানোর ব্যবস্থা করেছিলাম। যেমন এখানে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠসূচি সহ পুরো বিষয়গুলো পরিচালনার জন্য একটি মঞ্চ তৈরি করেছিলাম এবং সেখানে একজন পরিচালনা করছে এবং পাশে কেকের ব্যবস্থাও করে দিয়েছিলাম। এছাড়া সবাই যে ফার্ম হাউসের ভিতরে মঞ্চের সামনে বসে পুরো অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করছে, এইরকম জাস্ট একটা থিম তৈরি করে দিয়েছিলাম। আসলে মনের মধ্যে যা এসেছে এই বিষয়ে পর পর তাই করে দিয়েছি।

-
-

❂প্রয়োজনীয় উপকরণ:❂

কার্ড বোর্ড
গ্লু গান
ছুরি
কাইচি
রঙিন কাগজ
আর্টিফিসিয়াল প্ল্যান্ট
ম্যাট
নারিকেলের শলা
পেয়ারার ডাল
কাগজের আঠা
তুলি
এক্রেলিক কালার
টেপ
থার্মোকল
কালার মিক্সিং প্লেট


❣এখন যেভাবে তৈরি করলাম তার ধাপসমূহ নিচের দিকে তুলে ধরলাম---


☬১ম ধাপ:☬

➤পুরো কার্বোর্ডটিকে প্রথমে কেটে কেটে ঘরের এর সাইজ মতো তৈরি করে নিয়েছিলাম।


☬২য় ধাপ:☬

➤এরপর কেটে রাখা কার্ডবোর্ডগুলো গ্লু গানের আঠা দিয়ে পর পর লাগিয়ে একটা ফার্ম হাউসের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।


☬৩য় ধাপ:☬

➤এরপর আবার কিছু কার্ডবোর্ড সাইজ মতো করে কেটে নিয়েছিলাম।


☬৪র্থ ধাপ:☬

➤এইবার এই কেটে রাখা কার্ডবোর্ড দিয়ে পরে একটি ছোট ঘরের মতো দেখতে করে নিয়েছিলাম একইভাবে গ্লু গানের আঠা লাগিয়ে।


☬৫ম ধাপ:☬

➤এরপর দুটি কার্ডবোর্ড টেপ দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছিলাম অর্থাৎ ফার্ম হাউসটি যেখানে অবস্থান করবে তার একটি এরিয়া মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।


☬৬ষ্ঠ ধাপ:☬

➤এরপর সেই এরিয়ায় ফার্ম হাউসটি অবস্থান করিয়েছিলাম।


☬৭ম ধাপ:☬

➤এরপর কার্ডবোর্ড জোড়া লাগিয়ে যে এরিয়া তৈরি করেছিলাম সেটিতে সবুজ এক্রেলিক কালার করে দিয়েছিলাম।


☬৮ম ধাপ:☬

➤এরপর যে দুটি ফার্ম হাউসের মতো তৈরি করেছিলাম তার গায়ে ব্রাউন কালার এবং চালে অ্যাশ কালার করে দিয়েছিলাম।


☬৯ম ধাপ:☬

➤এরপর আবার একটি কার্ডবোর্ড কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম চেয়ার এর মতো বানানোর জন্য।


☬১০ম ধাপ:☬

➤এরপর গ্লু গান দিয়ে খানিকটা খোপ খোপ মতো করে তৈরি করে নিয়েছিলাম অর্থাৎ যেমনটা আমরা বিভিন্ন হলে দেখে থাকি।


☬১১ তম ধাপ:☬

➤এরপর বাকিটা একইভাবে তৈরি করে মাঝে আরো কিছু টুকরো করে রাখা কার্ডবোর্ড জোড়া লাগিয়ে চেয়ারের মতো দেখতে ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।


☬১২ তম ধাপ:☬

➤এরপর আরো কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম মঞ্চ তৈরি করার কাজে ব্যবহারের জন্য।


☬১৩ তম ধাপ:☬

➤এরপর কার্ডবোর্ডের এরিয়ার মধ্যে চেয়ারগুলো সেট করে বসিয়ে দিয়েছিলাম এবং যে কার্ডবোর্ড কেটেছিলাম মঞ্চ তৈরি করার জন্য সেটি নরমালি সামনে সেট করে রেখেছিলাম।


☬১৪ তম ধাপ:☬

➤এরপর প্লেটে কিছু এক্রেলিক কালার ঢেলে নিয়েছিলাম।


☬১৫ তম ধাপ:☬

➤এরপর সেই এক্রেলিক কালারের মধ্যে থেকে বসার সিটটাকে ব্লু কালার করেছিলাম এবং হেলান দেওয়ার স্থানগুলোতে সাদা কালার করে দিয়েছিলাম।


☬১৬ তম ধাপ:☬

➤এরপর সিটে বসানোর জন্য কাগজে কিছু মেয়ে এবং ছেলে মানুষের ছবি এঁকে নিয়েছিলাম এবং সেইভাবে কাইচি দিয়ে কেটে নিয়েছিলাম মাপ মতো।


☬১৭ তম ধাপ:☬

➤এরপর কেটে নেওয়া মানুষগুলোতে ভিন্ন ভিন্ন মোম রং করে দিয়েছিলাম।


☬১৮ তম ধাপ:☬

➤এরপর রং করার পরে প্রত্যেকটি সিটে একজন একজন করে পর পর বসিয়ে দিয়েছিলাম।


☬১৯ তম ধাপ:☬

➤এরপর কিছু রঙিন কাগজ কেটে নিয়েছিলাম মঞ্চ তৈরি করে নেওয়ার জন্য।


☬২০ তম ধাপ:☬

➤এরপর কালো কাগজটিতে "আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন" লেখাটা সাদা মার্কার পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম এবং সেটি আঠা দিয়ে মঞ্চের ভিতরে গায়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপর মঞ্চের সামনে একটি থার্মোকল নির্দিষ্ট মাপে কেটে বসিয়ে দিয়েছিলাম।


☬২১ তম ধাপ:☬

➤এরপর সবুজ কালারের কাগজে কিছু ডিজাইন করে মঞ্চের দুই পাশে লাগিয়ে দিয়েছিলাম এবং একজন মানুষের মতো দেখতে দাঁড় করিয়ে দিয়েছিলাম অর্থাৎ একজন অনুষ্ঠানটি পরিচালনা করছে এমনটা বোঝাতে।


☬২২ তম ধাপ:☬

➤এরপর থার্মোকল কেকের সাইজে কেটে তার উপর সাদা কাগজ লাগিয়ে এর গায়ে ব্রাউন কালার লাগিয়ে দিয়েছিলাম অর্থাৎ এটি যাতে চকোলেট কালারের মতো দেখতে লাগে। এরপর একটি রঙিন কাগজ দিয়ে কেকের উপরে মোমবাতির মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।


☬২৩ তম ধাপ:☬

➤এরপর মঞ্চ পুরো সাজিয়ে তৈরি করার পরে আর বসার চেয়ারগুলো অর্থাৎ তাতে লোকজন বসে অনুষ্ঠান দেখছে এমনভাবে কার্ডবোর্ডের এরিয়ায় সেট করে দিয়েছিলাম। এরপর ছোট ফার্ম হাউসের গায়ে একটা স্টিমিট লোগো এবং একটি কমিউনিটির লোগো, যাতে ৩ সংখ্যা দিয়ে তৈরি করেছিলাম, সেটি লাগিয়ে দিয়েছিলাম । এরপর কালো এক্রেলিক কালার দিয়ে দরোজার মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।


☬২৪ তম ধাপ:☬

➤এরপর কিছু থার্মোকল ফার্ম হাউসের পাঁচিলের সাইজ মতো করে কেটে নিয়েছিলাম।


☬২৫ তম ধাপ:☬

➤এরপর কিছু নারিকেলের শলা দিয়ে থার্মোকল ফার্ম হাউসের চারিপাশে পাঁচিলের মতো দেখতে লাগিয়ে দিয়েছিলাম। এরপর সেখানে একটি ছোট গেটের মতো দেখতে করে দিয়েছিলাম এবং সেই গেটের উপরে "সকলকে স্বাগতম" এই অনুষ্ঠানে বোঝাতে লিখে লাগিয়ে দিয়েছিলাম।


☬২৬ তম ধাপ:☬

-

➤এরপর একটি পেয়ারার ডাল কেটে নিয়ে এসে ফার্ম হাউসের পাশে বসিয়ে দিয়েছিলাম। এরপর ফার্ম হাউসের চালে "আমার বাংলা ব্লগ" ফার্ম হাউস কথাটা লিখে দিয়েছিলাম। এরপর সেই আর্টিফিসিয়াল প্লান্ট এক সাইডে সেট করে দিয়েছিলাম এবং পরে গেটের মুখের ওখানে ঘাসের ম্যাট বসিয়ে দিয়েছিলাম।


☬২৭ তম ধাপ:☬

-

➤এরপর যেহেতু রাত্রিগত অনুষ্ঠান তাই পুরো ফার্ম হাউসটিকে একটি লাইটিং এর মাধ্যমে সাজানোর ব্যবস্থা করে দিয়েছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 18 days ago 

দাদা খুব দারুণ দেখতে একটা ফার্ম হাউস তৈরি করে নিয়েছেন দেখছি প্রতিযোগিতার জন্য। অনেক কষ্ট করে নিশ্চয়ই আপনি এই ফার্ম হাউস টা তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে ফার্ম হাউসটা সম্পূর্ণভাবে তৈরি করতে আপনার প্রচুর সময় লেগে গিয়েছিল। সময় তো লাগবেই কারণ আপনি অনেক কিছুই এখানে উপস্থাপন করেছেন। তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে এটা দেখেও ভালো লাগলো। শেষে উপস্থাপনটা এত সুন্দর ভাবে করেছেন যে আমি তো দেখে মুগ্ধ। আমি নিশ্চিত আপনি প্রথম স্থান অর্জন করবেন। এরকম ভাবে সত্যি কারের অনুষ্ঠান করতে পারলে সত্যি অনেক ভালো লাগতো।

 18 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে দাদা। আপনি খুবই দক্ষতার সাথে এবং সুন্দর ভাবে এই উদযাপনের দৃশ্যটি আপনি ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকের সুন্দরভাবে অঙ্কন করে এবং বসিয়ে দিয়েছেন। এত সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে। একদম বাস্তবিক কল্পনার আলোকে যেন এই ডাই পোস্টটি তৈরি করেছেন অসাধারণ হয়েছে দাদা।

 18 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকল এডমিন মডারেটর এর জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটা দেখে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনি তো দেখছি আমার বাংলা ব্লগের সুন্দর একটা ফর্ম হাউস তৈরি করে নিয়েছেন দাদা। সত্যি সত্যি যদি আমার বাংলা ব্লগের প্রত্যেকটা সদস্য এরকম একটা ফার্ম হাউসের মধ্যে থাকতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। আর এরকম একটা অনুষ্ঠান যদি সত্যিকারের হতো, তাহলে তো আরো বেশি ভালো হতো। ফার্ম হাউসের সামনের জায়গাটাতে দেখছি অনেক বড়ো সড়ো করে অনুষ্ঠান হচ্ছে। লাইটিং টা দারুন ছিল একেবারে। আমার কাছে লাইটিং টা আরও বেশি ভালো লেগেছে। আমি তো মনে হয় প্রথম স্থান আপনি অর্জন করে নেবেন। যাইহোক অসংখ্য ধন্যবাদ দাদা, এই প্রতিযোগিতায় এত সুন্দর একটা ডাই তৈরি করে অংশগ্রহণ করার জন্য।

 18 days ago 

প্রচুর কষ্ট করেছেন দাদা, আপনাকে এই প্রজেক্ট টি দেখলেই বুঝা যায়। প্রথম প্রাইস কিন্তু আপনি নিয়ে যাবেন, আমাদেরকে একটু ট্রিট দিয়েন।

 18 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কনটেস্ট এর মাধ্যমে আমার বাংলা ব্লগ এর ফার্ম হাউস তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম দাদা। সত্যি দাদা আপনার দক্ষতা অসাধারণ। এত সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন, অনেক বেশি ভালো লেগেছে আপনাকে। অংশগ্রহণ করা দেখতে পেয়ে আমি আনন্দিত।

 18 days ago 

দাদা জাষ্ট অসাধারন হয়েছে। আমার বাংলা ব্লগ ফার্ম হাউসটা চমৎকার লাগছে। প্রজেক্টটির ২৭টি ধাপ দেখলাম,তারমানে অনেক সময় লেগেছে। একদম ইউনিক একটি প্রজেক্ট হয়েছে। আমরা বাস্তাবে যদি একদিন এমন ভাবে একত্রিত হয়ে অনুষ্ঠান করতে পারতাম,তাহলে অনেক মজা হতো। ধন্যবাদ।

 18 days ago 

ডাই প্রজেক্টটা, দারুণ হয়েছে দাদা। অনেকটা সময় যে লেগেছে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। শুভেচ্ছা রইল।

 18 days ago 

প্রত্যেকটা ধাপ দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় লেগেছে এটা তৈরি করতে। এই ধরনের জিনিসগুলো তৈরি করা সত্যি সময় সাপেক্ষ ব্যাপার। ডাই প্রজেক্ট এর থিমটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আপনিও খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দাদা। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে সত্যিই খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 18 days ago 

ওয়াও দাদা আপনার হাতের কাজ গুলো বরাবর খুব সুন্দর হয়।বিশেষ করে আপনার আর্ট এর দক্ষতা অসম্ভব প্রশংসনীয়।আমার বাংলা ব্লগ ফার্ম হাউজটি এককথায় চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।শুভকামনা আপনার জন্য দাদা।

 18 days ago 

আচ্ছা দাদা বাস্তবে যদি এমন একটি অনুষ্ঠান হতো তাহলে কেমন হতো? আমার তো মনে হয় আমরা সবাই হারিয়ে যেতাম আনন্দের সাগরে। বেশ দারুন একটি ফার্ম হাউস তৈরি করেছেন। আশা করি প্রতিযোগিতায় প্রথম হবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47