গায়ক বন্ধুর সঙ্গে দেখা

in Incredible India2 years ago
IMG_20230218_134046.jpg
আমরা তিনজন

আজ অনেক দিন পর সাদাত নামের এক বন্ধুর সঙ্গে দেখা হল।আমাদের দুজনের বাড়ি মুর্শিদাবাদ, ভগবানগোলা।আমরা একসঙ্গে স্কুল লাইফ কাটিয়েছি।

সে আজ এসেছিল আমার কলেজে।কেন এসেছিল?আসলে সাদাত অসাধারন গান করে।গান কেই নিজের কেরিয়ার বানিয়েছে।বিভিন্ন অনুষ্ঠানে সে গান গায় এবং ভবিষ্যতে বলিউড বা টলিউডে গান গাইতে চায়।

আমার কলেজে আসার কারণটাও বলছি।আমার আর এক জুনিয়ার,নাম সৌরভ নির্বাণ,ওর বাড়ি রাজস্থান।সে খুব ভালো Rap গান গায়।নিজে নিজে অনেক rap বানায় এবং বিভিন্ন জায়গায় গায়।বিভিন্ন ক্লাবেও rap গাইতে যায়।

একজনের বাড়ি মুর্শিদাবাদ অপরজনের বাড়ি রাজস্থান।তাদের পরিচয়টা আমি করিয়ে দিয়েছিলাম এক বছর আগে।আমার লেখা একটা গান রেকর্ড করতে সাদাত আমার হোস্টেলে এসেছিল।সাদাত গান অসম্ভব সুন্দর করেই সেই সঙ্গে প্রফেশনাল ভাবে গান এডিটিং মাস্টারিং ও করে।যারা এই জগতের সঙ্গে যুক্ত না তারা হয়ত জানেন না,কিন্তু গান মস্টারিং ও এডিটিং করা অত্যন্ত দুরূহ একটা কাজ।

IMG_20230218_134038.jpg
সাদাত ও সৌরভ

সাদাত এর নিজের একটা স্টুডিও রয়েছে।সে আমার গান রেকর্ড করার জন্য মুর্শিদাবাদ থেকে কলকাতা এসেছিল শুধু আমার গানটা রেকর্ড করার জন্য।অর্থাৎ নিজের অর্ধেক স্টুডিও কিন্তু কলকাতা অব্দি বয়ে এনেছিল।

সে যখন কলকাতা এসেছিল তখনই তার সঙ্গে সৌরভ এর পরিচয় করিয়েছিলাম।ভবিষ্যতে যাতে তারা একসঙ্গে কাজ করতে পারে।আজ সেই কারণেই সাদাত এসেছিল।আমি তখন দুপুর বেলা বাইরে চায়ের দোকানেই ছিলাম সে সময় সাদাত কল করে ও জানায় যে সে ডানলপ এ রয়েছে।

আমি তাকে জানালাম আমি বাইরেই আছি,কলেজের সামনে নামলে আমাকে কল করিস।এর পর সে যখন এলো তখন সৌরভ ও এসেছিল সাদাত কে রিসিভ করতে।এর পর তিনজন মিলে প্রথমে চা খেয়ে নিলাম।তারপর সৌরভ এর রুমে গেলাম।

সেখানে তারা তাদের সব ইনস্ট্রুমেন্ট set up করল।সাদাত নিজের রেকর্ড করা কয়েকটা গান আমাকে শোনালো।এবং একটা অত্যন্ত খুশির খবর দিল।আসামের একটি সিঙ্গিং রিয়ালিটি শো এ সে চান্স পেয়েছে।অর্থাৎ টিভিতে গানের যে সমস্ত কম্পিটিশন হয় তাতে গান গাওয়ার জন্য সুযোগ পেয়েছে।আগামী মার্চ মাস থেকে সেই শো এর শুটিং শুরু হবে।

সব কিছু শুনে বেশ খুশি হলাম।এত দিন ধরে কষ্ট করছে এর দিন এ তার সুফল পাচ্ছে।মনে মনে অনেক খুশি হলাম এবং বন্ধুকে বিদায় জানালাম।কারণ আমারও পরীক্ষা রয়েছে বেশিক্ষণ বসা যাবে না।তারা দুজন মিলে ৫ টা গান রেকর্ড করবে অর্থাৎ প্রায় ৫-৬ ঘন্টা সময় লাগবে।তাই তাদের বিদায় জানিয়ে ঘরে ফিরে এলাম।

বন্ধুর এবং জুনিয়ার সৌরভ এর ইউটিউব চ্যানেল থেকে একটা করে গান এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি।সেই চ্যানেল এ ঢুকে তাদের আরো গান শুনতে পারবেন।এতক্ষণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সাদাত এর গানের লিঙ্ক

সৌরভ এর গানের লিঙ্ক

বিদায়।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার বন্ধুদের গুনের কথা তো আপনি আপনার পোস্টে লিখেই শেষ করেননি। আসলে কি বলবো একজন মানুষের একটা ইচ্ছা থাকে। আপনার বন্ধুদের ইচ্ছে গান করা। তারা দুজনে পরিচিত হয়েছে সে ক্ষেত্রে তারা আরো ভালো। একটা জায়গায় চলে যেতে পারবে দুজন। একসাথে কাজ করলে,এ বিষয়টা মাথায় নিয়ে আপনারা দুজনেই তাদের সাথে পরিচয় করে দিয়েছেন।

দুজনের গলায় ই আসলে অসাধারণ, দুজনের গান শুনলাম খুবই ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে দুজনের গানের লিংকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

Loading...
 2 years ago 

আপনার বন্ধু নিজের পরিশ্রম এবং চেষ্টা কাজে লাগিয়ে আজ এই পর্যন্ত এসেছে। সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছে। আপনার বন্ধু সাদাতের জন্য অনেক শুভকামনা যে সে ভালো এটা শো এর কাজের সুযোগ পেয়েছে।

আমি আপনার পোস্টে দেওয়া গানের ভিডিও ওপেন করে শুনলাম। গানের সুর সত্যিই অসাধারণ। দুজনের কন্ঠই খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন ভাবে আপনার বন্ধু ও গানের ভিডিও লিংক দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60