প্রথম পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়া

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । মূলত দীর্ঘদিন পর ঢাকায় এসেছি প্রথম পদ্মা সেতু দিয়ে ।যদিও পদ্মা সেতু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল । কিন্তু আমার প্রয়োজন ছাড়া ঢাকা যাওয়া হয় না যার কারণে পদ্মা সেতু দেখাও হয়নি । তাই আজ প্রথম পদ্মা সেতু দেখা হলো এবং পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছানোও হলো ।বেশ ভালো একটা অনুভূতি তৈরি হয়েছিল। আসলে বিশেষ একটি প্রয়োজনে ঢাকায় আসতে হলো। আজ খুব সকালবেলায় ঘুম থেকে উঠলাম। কেননা সাড়ে নয়টায় ছিল আমাদের বাস। তাই আমরা নয়টার মধ্যে বাসস্ট্যান্ডে পৌঁছে গেলাম। যেহেতু আজ হরতাল ছিল তাই বাসে প্যাসেঞ্জার কিছুটা কম থাকায় নির্ধারিত সময়ের বিশ মিনিট পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। আর বেশ কিছুদূর আসার পর আমরা পদ্মা সেতুর কাছে পৌঁছালাম । তখন সত্যি ভীষণ ভালো লাগছিল ।নতুন একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল। কেননা আজই প্রথম পদ্মা সেতু দেখলাম। এতদিন শুধু নামই আমি শুনে এসেছি ।নিজ চোখে দেখার সুযোগ হয়নি ।সত্যিই অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছিল।


প্রথম পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়া


IMG20231130094954.jpg

IMG20231130095346.jpg

IMG20231130093924.jpg

এটি হচ্ছে ফরিদপুরের গোল্ডেন লাইন কাউন্টার। আমরা আগের দিন অন্য একটি গোল্ডেন লাইন কাউন্টার থেকে আমাদের টিকেট সংগ্রহ করি। আমরা এর আগের কাউন্টার থেকে উঠি। এই কাউন্টার থেকে বেশিরভাগ যাত্রীই উঠেছিল। সবাই বাসে উঠার পর বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। বেশ ভালোভাবে নিরাপদেই আমরা ঢাকায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ।


IMG20231130111217~2.jpg

IMG20231130111148~2.jpg

বেশ কিছু দূর বাস চলতে চলতে যখন আমার চোখে ঘুম ঘুম এসে গিয়েছিল ঠিক তখনই দেখলাম আমাদের বাস পদ্মা সেতুর কাছে চলে এসেছে ।দূর থেকে সেতু দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা যখন সেতুর উপরে উঠলাম তখন জানালা দিয়ে আমি বাইরের প্রকৃতি দেখছিলাম। সত্যিই ভীষণ ভালো লাগছিল। বিশাল বড় নদী। নদীর মাঝে বেশ কিছু জায়গায় চড় জেগে ছিল। নদীতে অসংখ্য নৌকা দেখতে পেলাম ,বেশ ভালই লেগেছিল।


IMG20231130111206~2.jpg

IMG20231130111339.jpg

যত সময় আমরা সেতুর উপরে ছিলাম পুরো সময়টাই আমি জানালা দিয়ে নদী দেখছিলাম। বিশাল নদী দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। একটা সময় ছিল যখন আমরা ঢাকায় যেতাম পদ্মা নদী দিয়ে তখন আমরা থাকতাম ফেরিতে। তখন ফেরিতে দাঁড়িয়ে পদ্মা নদী উপভোগ করতাম। যদিও তখন ঢাকায় পৌঁছাতে প্রচুর সময় লাগতো ।কিন্তু তখন ফেরিতে কাটানো সময়টা ভীষণ ভালো লাগতো। এবার ঢাকায় যাবার সময় ফেরিতে কাটানো মুহূর্ত গুলো ভীষণ মিস করেছি ।যদিও খুবই অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছে গিয়েছি। তারপরেও ফেরি পারাপার টা বেশ মিস করেছি।


IMG20231130111444.jpg

IMG20231130111331.jpg

IMG20231130111221.jpg

এভাবে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতু দিয়ে নদী পার হলাম। খুব বেশি সময় লাগেনি সেতু পার হতে। তারপর আবার শুরু হলো আমাদের যাত্রা। খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছে গেলাম। আল্লাহর রহমতে নিরাপদেই আমরা ঢাকায় পৌঁছেছি ।যদিও আজকে হরতাল ছিল একটু ভয়ে ভয়ে ছিলাম। তারপরেও কোনো সমস্যা হয়নি এটিই সব থেকে বড় কথা।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 10 months ago 

প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে ঢাকায় গিয়েছেন। বুঝতে পারছি অনুভূতিটা একেবারে দারুণ ছিল আপনার। আমি যেহেতু ফেরি করে যাওয়া হতো তাই এটাকে এখন খুবই মিস করেছিলেন। তবে পদ্মা সেতুর উপর দিয়ে যখন বাস যাচ্ছিল, তখনও নিশ্চয়ই অনেক ভালো উপভোগ করেছিলেন সময়টা। আল্লাহর রহমতে ভালোভাবে আপনারা ঢাকায় পৌঁছাতে পেরেছেন এটা জেনে খুব ভালো লেগেছে। কোনো রকম সমস্যা হয়নি, এটা জেনেই খুব ভালো লাগলো।

 10 months ago 

হ্যাঁ ভাইয়া বেশ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।

 10 months ago 

বোঝা যাচ্ছে আপনি অনেক এক্সাইটেড ছিলেন এজন্যই যখনই পদ্মা সেতুর উপরে উঠলেন তখনই পুরোটা সময় জানালা দিয়ে নদীর দৃশ্যটা উপভোগ করেছেন ঠিক আমিও একইভাবে প্রথমবার পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার সময় এই কাজটিই করেছিলাম।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে অন্যরকম একটা অনুভূতি ভাইয়া।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 10 months ago 

আমি সর্বপ্রথম পদ্মা সেতু দিয়ে ঢাকা গিয়েছিলাম এই বছরের মে মাসে। সত্যি অসাধারণ একটা অনূভুতি হয়েছিল। বাস পদ্মা সেতু অতিবাহিত করতে মোটামুটি ৭-৮ মিনিট সময় নিয়ে থাকে। আর আপনার শেয়ার করা পদ্মা সেতু এবং নদীর ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে আপু। প্রথমবার পদ্মা সেতু দিয়ে আপনার ঢাকা যাওয়ার অনূভুতি টা বেশ ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ ভাইয়া খুবই অল্প সময়ের মধ্যে সেতু পার হয়েছিলাম।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 10 months ago 

প্রথম পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুভূতির পোস্টটা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার অনুভূতিটা বুঝতেই পারছি একেবারে আলাদা ছিল। আপনি বাস থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন নদীর, যেগুলো খুব সুন্দর লাগতেছে। হরতাল হওয়ার কারণেই ভয় পেয়েছিলেন। তবে ভালোভাবে আপনারা পৌঁছাতে পেরেছিলেন এটা জেনেই ভালো লেগেছে।

 10 months ago 

হ্যাঁ আপু দারুন একটা অনুভূতি ছিল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61986.52
ETH 2406.81
USDT 1.00
SBD 2.65