ছাদ বাগানের কিছু সবজির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ শরীরটা ভীষণ খারাপ কোন কিছুই করতে ইচ্ছে করছিল না। তার পরেও চমৎকার কিছু সবজি বাগানের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে ছাদের বিভিন্ন ধরনের গাছ দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ সব ধরনের গাছই আমার কাছে ভালো লাগে। আজ আমি শীতকালীন কিছু সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো ঢাকার আমার এক আত্মীয়ের বাসার ছাদে লাগানো। টাটকা সবজি গাছে ধরে থাকতে দেখতে সত্যি ভীষণ ভালো লেগেছিল। তাই তো সেগুলো ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করছি। যাতে আপনারাও দেখার সুযোগ পান। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ফটোগ্রাফিতে।


ছাদ বাগানের কিছু সবজির ফটোগ্রাফি


IMG20240203150907.jpg

প্রথমেই যেই ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হচ্ছে টমেটোর ফটোগ্রাফি। এর আগের বার যখন এসেছিলাম তখন বাগানে তেমন একটা সবজি ছিল না। তবে ফলের গাছ, ফুলের গাছ ছিল। কিন্তু এবার দেখলাম বেশ কিছু শীতকালীন সবজির গাছ লাগানো হয়েছে। টাটকা সবজি গুলো গাছে ধরে থাকতে দেখতেও ভীষণ ভালো লেগেছিল। ছাদের সব জায়গায় যেন টমেটো চাষ দেখতে পেলাম ।টাটকা টমেটোগুলো গাছ ভর্তি ধরে আছে দেখতে ভীষণ ভালো লেগেছিল।


IMG20240203150752.jpg

IMG20240203150750.jpg

এই টমেটো গাছ দুটিতে কোন টমেটো এখনো ধরেনি। সবে মাত্র ফুল এসেছে। হলুদ হলুদ ছোট ছোট ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছিল। অসংখ্য ফুল ধরে আছে নিশ্চয়ই গাছগুলোতে অল্প কিছুদিনের মধ্যেই টমেটোতে ভরে যাবে। তখন দেখতে আরো বেশি ভালো লাগবে।


IMG20240203150910.jpg

IMG20240203150917.jpg

ছাদের এমাথা থেকে ওমাথা যেন শুধুই টমেটোর চাষ। কোনটা রেখে কোনটার ফটোগ্রাফি নিব তাই বুঝতে পারছিলাম না। বেশ কিছু আলাদা আলাদা টবের টমেটোর ফটোগ্রাফি করেছি। দেখতে একই রকম লাগলেও বিভিন্ন টব থেকে মূলত ফটোগ্রাফি গুলো করা।


IMG20240203150927.jpg

IMG20240203151246.jpg

কিছু কিছু টমেটো আবার হালকা পাক ধরেছে। অল্প কিছুদিনের মধ্যেই পেকে যাবে ।এবার পাকা টমেটো দেখতে পেলাম না ।পাকা টমেটো দেখলে মনে হয় আরো অনেক বেশি ভালো লাগতো ।ফটোগ্রাফিতেও চমৎকার আসতো ।যাইহোক কাঁচাগুলো দেখতেও বেশ ভালো লেগেছিল ।


IMG20240203151349~2.jpg

IMG20240203151345.jpg

এগুলো হচ্ছে বরবটির গাছ। এর আগে মনে হয় আমি এরকম বরবটি গাছ দেখি নি। এবারই প্রথম দেখলাম ।গাছে কয়েকটা বরবটি ধরে আছে দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে নিজের গাছের টাটকা সবজি খেতে বেশ ভালোই লাগে ।যদিও আমার বাগানে এবার কোন সবজি গাছ লাগানো হয়নি সময়ের অভাবে।


IMG20240203151407.jpg

IMG20240203151409.jpg

আর এগুলো হচ্ছে সিমের গাছ। গাছে বেশকিছু সিম ধরে আছে। দেখতে বেশ ভালো লাগছিল ।সবুজ টাটকা সিম গুলো খেতে নিশ্চয়ই বেশ সুস্বাদু হবে। আসলে এবার ছাদে বেশ কিছু শীতকালীন সবজি দেখে বেশ ভালই লাগলো। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও ছাদে গিয়েছিলাম কোন সবজির গাছ আছে কিনা দেখার জন্য ।আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:ঢাকা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 6 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। টাটকা শাকসবজি দেখতে পারলাম আপনার ছাদ বাগান থেকে। আমরা চাইলে কিন্তু খুব সহজে এভাবে শাকসবজি উৎপাদন করতে পারি।

 6 months ago 

এটি আমার ছাদ বাগান নয় ।পোস্টটি ভালো করে পড়লে বুঝতে পারতেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

আসলে বাসার ছাদে এখন অনেকেই বাগান করছে। আসলে এই বাগান করার দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগে। ছাদে জায়গা গুলো ফেলে না রেখে এই বাগান করার মাধ্যমে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং অনেক উপকারে আসে। বাগানের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বাসার ছাদ গুলো এভাবে ফেলে না রেখে প্রতিটি ছাদে এরকম বৃক্ষরোপণ করলে পরিবেশের ব্যাপক কাজে দেবে এবং দেখতেও ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

দারুন ছাদ বাগান করেছেন আপু আপনি। ছাদ বাগান মানে হচ্ছে অনেক আনন্দের একটি কথা। নিজের ছাদে বাগান করা এবং সেই ছাদ বাগান থেকে সবজি নিয়ে খাওয়া অনেক আবেগের একটি কাজ। আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লেগেছে। অনেক টমেটো ধরেছে আপু গাছের মধ্যে কিছু টমেটো পাঠায় দিয়েন আমার জন্য।

 6 months ago 

আপু এটি আমার ছাদ বাগান নয় ।আমার ছাদ বাগান হলে তো অবশ্যই আপনাকে পাঠিয়ে দিতাম। এটি আমার এক আত্মীয়ের বাসার ছাদ বাগান। যেটি আমি পোস্টে উল্লেখ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

মাঝে মাঝে এমন হয় শরীর যতই খারাপ থাকুক না কেন তারপরেও কাজ তো চালিয়ে যেতে হয় । আপনি শরীর খারাপ নিয়েও সুন্দর একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন । এ ধরনের ফল ও ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভাল লাগে । আজকাল মানুষ ছাদে বিভিন্ন ধরনের ফলের চাষ করে যেটা দেখতে সত্যি সুন্দর লাগে । টমেটোগুলো দেখে তো আমারও মাথা ঘুরে গেল । ছাদে এ ধরনের ফলগুলো থাকলে সত্যিই ভালো লাগে । আবার বরবটিও দেখছি সিম গাছও রয়েছে দেখছি । ভালই লাগলো প্রত্যেকটা গাছের ছবি ।

 6 months ago 

হ্যাঁ আপু বেশ কিছু সবজি দেখলাম ।দেখে বেশ ভালো লাগলো।আর পুরো ছাদ ভর্তি টমেটো।তাই তো আপনাদের কেও দেখার সুযোগ করে দিলাম।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

একটু শরীর খারাপ আছে তবে দোয়া রাখছি যেন অতি দ্রুত সুস্থ হতে পারেন। ছাদ বাগানে টমেটো গাছগুলো বেশ ভালো জন্মেছে একদিকে কাঁচা টমেটো আবার একদিকে পাকা টমেটো তাছাড়া সিম গাছে তো বেশ ভালোই সিম ধরেছে সব মিলিয়ে ছাদ বাগানে বেশ ভালোই সবজি চাষ হচ্ছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ ভাইয়া ঢাকার বাড়ির ছাদ গুলো খুব কমই খালি থাকে।এদের ছাদেও তাই বিভিন্ন ধরনের সবজি দেখলাম।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

ছাদের উপরে যদি এরকম ভাবে সবজির চাষ করা হয়, তাহলে কিন্তু টাটকা সবজি খাওয়া যায়, বাজার থেকে আর এগুলো কেনাই লাগে না। আপনার ঢাকার এক আত্মীয়ের ছাদের মধ্যে এইসব রকমের সবজি রয়েছে দেখে আমার কাছে বিষয় টা অনেকে ভালো লেগেছে। টমেটো, বরবটি, শিম এগুলোর ফটোগ্রাফি সুন্দর করে শেয়ার করলেন আপনি। এরকম শাকসবজি ছাদের উপর থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। সুন্দর করে আপনি ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন, যা দেখেই বুঝতে পারতেছি।

 6 months ago 

হ্যাঁ আপু এধরনের শাকসবজি ছাদে থাকলে দেখতে খুবই ভালো লাগে আবার টাটকা জিনিস খাওয়াও যায়।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

আমরা চেষ্টা করলে কিন্তু অনেক কিছু শাকসবজি ফলাতে পারি অল্প পরিশ্রমের মধ্য দিয়ে। আর এই সমস্ত বিষয়গুলো আমি মানুষকে প্রায় পরামর্শ প্রদান করে থাকি। কারন টাটকা শাকসবজি খাওয়ার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ আর নিজে কিছু উৎপাদন করতে পারলে বেশ ভালো লাগে। যাই হোক ছাদ বাগানের দারুন দৃশ্য দেখে খুশি হয়েছি, অনেক সুন্দর সুন্দর সবজি।

 6 months ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন টাটকা শাকসবজি খাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ আছে ।আর নিজে উৎপাদন করলে তো আরো বেশি ভালো লাগে। যদিও এগুলো আমার ছাদের নয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

আপনি খুবই সুন্দর কিছু সবজির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার আত্মীয়রা তাদের বাসার ছাদে অনেক ভালো শীতকালীন সবজি রোপন করেছে।দেখে খুবই ভালো লাগলো।আমাদের বাড়িতেও এমন অনেক প্রকারের সবজি রয়েছে।টমেটো এবং সিম খুবই সুস্বাদু সবজি।আর এগুলো টাটকা খেতে অনেক বেশি মজা লাগে।

 6 months ago 

আপনাদের বাড়িতেও এই সবজি গুলো আছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

ছাদ বাগানে আপনি অনেক ধরনের সবজি উৎপাদন করতে শুরু করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। আমাদের সকলেরই উচিত বাড়ির আশেপাশে থাকা জায়গা অথবা ছাদে সবজি উৎপাদন করা। টমেটোগুলো তো দেখছি অনেক সুন্দর হয়েছে আপনার বাগানের।

 6 months ago 

ভাইয়া প্রথমেই বলছি এটা আমার বাড়ির ছাদ নয়।পোস্টটি একটু পড়লে বুঝতে পারতেন। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থ হয়েও আপনি আজ পোস্ট শেয়ার করেছেন। আপনার এক আত্মীয়ের ছাদ বাগান থেকে তোলা ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি তো দেখছি চমৎকার ফটোগ্রাফি করলেন।।কি সুন্দর টমেটো, শিম আর বরবটি ধরে আছে। দেখে খুব ভালো লাগলো আপু। নিজেদের হাতে লাগানো গাছের সবজি খাওয়ার মজাই অন্য রকম।অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে।ধন্যবাদ আপু।

 6 months ago 

হ্যাঁ আপু নিজেদের গাছের সবজি খাওয়ার মজাই অন্যরকম।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61078.25
ETH 2671.36
USDT 1.00
SBD 2.51