একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নতুন থ্রিডি আর্ট নিয়ে এসেছি। আজকের থ্রিডি আর্টটি বেশ সহজ ।আপনারা যে কেউ আমার ধাপ গুলো অনুসরণ করলে সহজেই এঁকে ফেলতে পারবেন। এই থ্রিডি আর্ট গুলো করতে বেশ ভালই লাগে। আমার আজকের আর্টটি করতে খুবই কম সময় লেগেছিল কিন্তু কালার করতে গিয়ে অনেক সময় লেগেছে। তারপরে যখন পুরো আর্ট টি কমপ্লিট হয়েছে তখন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ।আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের থ্রিডি আর্ট।

একটি থ্রিডি আর্ট


20221227_223130.jpg



20221227_223324.jpg

  • কাগজ
  • পেনসিল
  • রাবার
  • জেল পেন কালো
  • জেল পেন সবুজ
  • মার্কার

অংকন প্রণালী


20221227_215105.jpg20221227_215151.jpg

প্রথমে ১২ সেন্টিমিটারের একটি দাগ টেনে নেই ।তারপর তিন সেন্টিমিটার দূরত্বে তিনটি বিন্দু এঁকে নেই।

20221227_215312.jpg20221227_215404.jpg

তারপর উপরের বিন্দু ও নিচের বিন্দু বরাবর ১১ সেন্টিমিটার এর দুটি দাগ টেনে নেই। তারপর উপরের দিকে দুই প্রান্ত জোড়া লাগাই।

20221227_215445.jpg20221227_215556.jpg

এখন নিচের দিকে দুই প্রান্ত জোড়া লাগাই ও কলম দিয়ে গাড় করে এঁকে নেই।

20221227_215828.jpg20221227_215948.jpg

তারপর মাঝের বিন্দুতে দুই পাশ জোড়া লাগাই।

20221227_220118.jpg20221227_220253.jpg

তারপর মাঝখানের অংশগুলো জোড়া লাগাই ও রাবার দিয়ে বাকি দাগ গুলো মুছে দেই।

20221227_220745.jpg20221227_221407.jpg

তারপর সবুজ কালারের জেল পেন দিয়ে কালার করে নেই।

20221227_221730.jpg20221227_222314.jpg

তারপর সবগুলো ঘর সবুজ ও কালো করে নেই।

20221227_223130.jpg

তারপর মার্কার দিয়ে আউটলাইন করে নেই ও আমার সিগনেচার দিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার থ্রিডি আর্ট। আশা করছি আপনাদের কাছে আমার আর্টটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

থ্রিডি আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। তবে কখনো করা হয়নি। আপনার আর্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে দেখে দেখে যে কেউ আর্ট করতে পারবে। হয়তো কালার করতে একটু সময় লেগেছে। তবে কালার করার পর কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু থ্রিডি আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু ত্রিভূজ আকৃতির থ্রিডি আর্টের খুব সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছেন। ইউনিক কাজ করেছেন আপু। প্রত্যেকটা স্টেপই অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। ভালই লাগলো । ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে আঁকার জন্য। আপনাদের ভালো লাগলেই আমার আঁকা সার্থক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার এই থ্রিডি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর আর্ট আগে দেখা হয়নি। সবুজ ও কালো কালার করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ইউনিক আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার আর্টের কালার ভালো লেগেছে জেনে সত্যি বেশ ভালো লাগলো।এই আর্ট গুলো করতে আপনিও পছন্দ করেন আমার মত জেনে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সহজ ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সত্যি বলেছেন ধাপগুলো ফলো করলে হয়তো এরকম ড্রয়িং আমরা তৈরি করতে পারব। আমি কখনো থ্রিডি ড্রয়িং ডিজিটাল আর্ট করিনি তবে সময় পেলে আপনার এ ড্রয়িংটা আমি চেষ্টা করে দেখব।

 2 years ago 

অবশ্যই ভাইয়া আপনি এই আর্টটিও ডিজিটাল আর্ট করার চেষ্টা করে দেখতে পারেন ।বেশ সহজ কিন্তু ধাপগুলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার!😍
খুব ভালো লাগছে আর্টটা দেখতে।দুই রঙের মিশ্রনের জন্য বেশি ভালো লাগছে দেখতে।
উপস্থাপনা ভালো ছিল, শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাইয়া একটু ভিন্ন ধরনের কালার দিয়েছি মনে হচ্ছিল কেমন লাগবে? এখন দেখছি আপনাদের ভালই লেগেছে। তাহলে আমার কাজটা ঠিকই আছে বলতে হবে ।ধন্যবাদ।

 2 years ago 

ত্রিভুজের চমৎকার একটা থ্রিডি আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। কয়েকদিন থেকে আমিও থ্রিডি আর্ট করার চেষ্টায় রয়েছে কিন্তু এখনো সফল হতে পারিনি। আপনার এই আর্ট দেখে আমাকে কিছুটা শিক্ষা গ্রহণ করতে হবে।

 2 years ago 

ভাইয়া চেষ্টা চালিয়ে যান নিশ্চয়ই একদিন সফল হবেন। মানুষের চেষ্টায় কি না হয় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। থ্রিডি আর্ট গুলো দেখতে অসাধারণ লাগে। তবে আমি পারিনা। অনেক ধৈর্য্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। নিখুঁত হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। থ্রিডি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনিও চেষ্টা করে দেখবেন নিশ্চয়ই পেরে যাবেন ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমি যখন আর্ট করতে বসি তখন ভাবতে থাকি এর আউটফুট জেন কি হবে। কিন্তু আর্ট সম্পূর্ণ করার পর ভালো লাগে। যাইহোক থ্রিডি আর্ট গুলো করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আপনার এই থ্রিডি আর্টি ভীষণ ভালো লেগেছে রং করা আরো বেশি ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু আমার কাছেও থ্রিডি আর্ট করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

যদিও থ্রিডি অঙ্কন করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় আবার এই অঙ্কন করে যদি রঙিন রং করা হয় তাহলে তো আরো বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক। তবে এই থ্রিডি অংকনে যদি রঙিন রং করা হয় তাহলে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখায়। আপনার এই থ্রিডি অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ খুবই চমৎকারভাবে আপনি এটা অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আমার এই আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63