স্বরচিত কবিতা || ভাবনায় তুমি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজ আমি মূলত একটি কবিতা শেয়ার করব। আসলে কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই মাঝে মাঝে চেষ্টা করি একটি করে কবিতা পোস্ট শেয়ার করার জন্য । যদিও সব সময় চাইলেই কবিতা লেখা যায় না। দেখা যায় যে অনেক সময় খুব আয়োজন করে বসেছি কবিতা লিখতে। কিন্তু একটি লাইনও মাথায় আনতে পারি না। আবার কখনো কখনো একা একাই কবিতার লাইনগুলো নিজের কাছে এসে ধরা দেয়। যাইহোক এটি আমার পঁচিশ নাম্বার কবিতা । দেখতে দেখতে কখন যে এতগুলো কবিতা লিখে ফেলেছি আমি নিজেও জানিনা। যদিও কমিউনিটিতে বেশ কয়েকজন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন । আমি নতুন নতুন লিখছি এবং শিখছি । জানিনা কতটুকু লিখতে পারছি। তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য । আসলে কমিউনিটির সবার কবিতা পড়েই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । কেননা এর আগে কখনো চিন্তাই করিনি আমি কবিতা লিখব। আর এবিবি ফানে আমার প্রথম কবিতা লেখা শুরু । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল সারমর্মে।

woman-1868559_1280.jpg

source

প্রিয়জনকে হারিয়ে যখন মানুষ একাকীত্ব অনুভব করে তখন প্রিয়জনকে উদ্দেশ্য করে নতুন করে লিখতে শিখে। সে লেখার প্রতিটি লাইনে থাকে প্রিয়জনকে উদ্দেশ্য করে কিছু লেখা ।তার ধারণা থাকে তার লেখাগুলো হয়তো তার ভালোবাসার মানুষটি পড়বে। বুঝতে পারবে তাকে। যদিও সে জানে না তার ভালোবাসার মানুষটি তার লেখাগুলো পড়বে কিনা, বা পড়েও তার আবেগগুলো বুঝতে পারবে কিনা । নাকি নিছকই কবিতা ভাববে।তার পরেও সে লিখে যায়। আসলে ভালোবাসার মানুষকে ঘিরে তার কল্পনা থাকে অন্যরকম। সে তাকে যেভাবে ভালোবাসে সে চিন্তা করে সেই মানুষটিও হয়তো তাকে সেভাবেই ভালোবাসে ,তাকে মনে করে। আবার চিন্তা করে হয়তো সে যতটা ভালোবেসেছে প্রিয় মানুষটি তাকে অতটা ভালবাসেনি, যার কারণে সে তাকে ভুলে গিয়েছে।


ভাবনায় তুমি


তোমার বিরহে আজ আমি লিখতে শিখেছি
আমার প্রতিটি কবিতা
সেতো তোমারই জন্য লেখা।
হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে লেখা
আমার এক একটি কবিতা।
হৃদয়ে জমেছে না বলা কত কথা,
কবিতার ভাষায় বলেছি তোমায়।
জানি না আমার কবিতা
তোমার কাছে পৌঁছেছে কিনা,
কবিতার ভাষা বুঝতে পেরেছো কিনা,
নাকি নিছকই কবিতা ভেবে
উড়িয়ে দিয়েছো তুমি হাসির ছলে ।
আজও তোমায় ভীষণ মনে পড়ে।
ক্লান্ত শরীরে যখন আনমনে বসে থাকি
তোমার কথা বার বার মনে পড়ে।
ভাবতেও পারবে না তুমি
কতটা মিস করি আমি।
থাকতে বোঝা যায় না,
প্রিয়জনকে হারানোর ব্যথা।
তোমাকে হারিয়ে বুঝেছি আমি
কি হারিয়েছি জীবনে আমি।
হয়তো তোমার মনে
কখনোই ছিলাম না আমি।
তাইতো ভুলেছো তুমি।


আজকের মতো এখানেই শেষ করছি । আশা করছি আপনাদের কাছে আমার কবিতা টি ভালো লেগেছে।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 months ago 

অনেকেই তার প্রিয় মানুষ টি কে হারিয়ে ব্যর্থ গানের সিংগার হয়ে যায়। আসলে যার জন্য একজন ব্যর্থ প্রেমিক প্রেমিকা গান গুলো লিখে, সে গানের মাধ্যমে তার মনের দুঃখ কষ্ট গুলো বুঝতো তাহলে সে কখনো ফিরে যেতেন না। যাইহোক আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 months ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 months ago 

এটা আপনার ২৫ নাম্বার কবিতা জেনে ভালো লাগলো। কবিতা লেখা খুব একটা সহজ কথা নয়। আপনি দারুন একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটা লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলেই আমাদের ভালবাসার মানুষকে নিয়ে আমাদের অনুভূতিগুলো অন্যরকম। ভালো লাগলো কবিতাটা পড়ে। ধন্যবাদ আপু।

 2 months ago 

হ্যাঁ আপু কবিতা লেখা অনেক কঠিন ঠিকই বলেছেন ।তার জন্যই তো অনেক দিন পর পর একটি করে কবিতা লিখি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

দেখতে দেখতে আপনি ২৫টা কবিতা লিখে ফেললেন । ভালই তো কমিউনিটিতে সবাই লিখে তাদের সাথে সাথে আপনিও লিখা শিখে ফেললেন । আপনার কবিতাগুলো কিন্তু ভালই হয় । আর এটাও ঠিক প্রিয়জনকে হারিয়ে ফেলে তখন মনের ভিতর থেকে অনেক না বলা কথাই বের হয়ে আসে। সেটা কবিতা আকারে আপনি প্রকাশ করেছেন ভালই লাগলো কবিতাটি পড়ে ।

 2 months ago 

আপু আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59589.10
ETH 3257.79
USDT 1.00
SBD 2.40