একদিন সুইচ গেটে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে । কিছু দিন আগে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেই ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত নিয়েই হাজির হয়েছি আজ আপনাদের সামনে ।এইতো কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ড ও মেয়ে আমরা তিনজন মিলে সুইস গেটে যাবার জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম । তারপর সাড়ে চারটার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ি সুইস গেটের উদ্দেশ্যে । সেখানে যেয়েতো পুরো অবাক হয়ে যাই পানি দেখে । আমাদের শহরে তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু কোথা থেকে এত পানি এলো বুঝতে পারলাম না । যাইহোক পানি এত হয়েছে যার কারণে পুরো সুইচ গেটের সব কয়টি দরজা খুলে দিতে হয়েছে।না হলে অন্য পাশ ডুবে যাচ্ছে। যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ফটোগ্রাফিতে।



একদিন সুইচ গেটে ঘুরতে যাওয়া


IMG20230710170337~2.jpg

IMG20230710170341~2.jpg

সুইচ গেটে পৌঁছানোর পর আমরা রিকশা থেকে নেমে পানি দেখতে লাগলাম । ব্রিজের উপর থেকে পানি দেখার পরে পাশ দিয়ে আমরা কিছুটা নিচে নেমে গেলাম । তারপর সেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পানি দেখতে লাগলাম । দেখতে সত্যি চমৎকার লাগছিল । আসলে এটি আমাদের শহরের অনেক পুরনো একটি সুইচ গেট । সেই ছোটবেলা থেকে এটি দেখে আসছি । সেই ছোটবেলায় এখানে প্রচুর মানুষ হতো।শহরের সব মানুষ এই সুইচ গেটে এসে ভিড় জমাতো । আসলে শহরে বিনোদনের তেমন একটা ব্যবস্থা ছিল না যার কারণে এই জায়গাটা মানুষ উপভোগ করত । অনেকে নৌকায় করে ঘুরে বেড়াতো। তখন পরিবার নিয়ে সবাই এখানে ঘুরতে আসতো । সুইচ গেটে গেলে শহরের অন্যান্য লোকজনের সঙ্গেও দেখা হয়ে যেত ।।ওখানে যাবার পর পুরনো সেই স্মৃতিগুলো আমার বেশ মনে পরল।


IMG20230710170357~2.jpg

IMG20230710170359~2.jpg

IMG20230710170406~2.jpg

আমরা ওখানে যাবার পর দেখতে পেলাম আমাদের মত আরও অনেকেই সুইস গেটে ঘুরতে এসেছে। আসলে জায়গাটা বেশ চমৎকার । এর আগে অবশ্য আরো সুন্দর ছিল । আশেপাশে বেশ গাছপালা ছিল ।যদিও এখন সেই গাছপালা কেটে ফেলে অনেকে বসতি স্থাপন করেছে যার জন্য আগের সেই সৌন্দর্য এখন আর তেমন একটা নেই । তার পরেও পানি দেখতে বেশ ভালই লাগে । যদিও এখন আগের সেই সৌন্দর্য না থাকার কারণে লোকজন এখন কম আসে ।আমিও দীর্ঘদিন পর গেলাম।


IMG20230710171110~2.jpg

IMG20230710171312~2.jpg

IMG20230710171322~2.jpg

আর এটি হচ্ছে নতুন তৈরি করা সুইস গেট । এটি আগেরটা থেকে অনেক বড় এবং সুন্দর করে তৈরি করা হয়েছে । যদিও এখনো এটি খুলে দেওয়া হয়নি ।পুরনো টি বন্ধ করে এটি খুলে দেওয়া হবে । এর কাজ এখনো কিছু বাকি আছে। তবে এটি বেশ চমৎকার করে তৈরি করা হয়েছে। পুরনো সুইচ গেটের একটু পরেই এই নতুন সুইচ গেট তৈরি করা হয়েছে।


IMG20230710170029~2.jpg

IMG20230710170159~2.jpg

সুইস গেটের পাশে ছোট্ট এই দোকানটিতে বেশ কয়েক রকমের ফলের মাখা পাওয়া যায় । এখানে পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখা ,আনারস মাখা পাওয়া যায় ।আমরা এখান থেকে পেয়ারা মাখা কিনেছিলাম।


IMG20230710171454~2.jpg

IMG20230710171501~2.jpg

নতুন সুইচ গেট টি এত চমৎকার করে তৈরি করেছে যে লোকজনের ঘুরে বেড়ানোর জন্য নদীর বেশ কিছু দূর পর্যন্ত বোল্ডার দিয়ে রাস্তার মতো করেছে । যেখান দিয়ে মাঝ নদী পর্যন্ত হেঁটে যাওয়া যায় । সত্যি বেশ চমৎকার ছিল জায়গাটি । এটি যখন ওপেন করা হবে তখন এখানে প্রচুর লোকজনের সমাগম হবে দেখেই বোঝা যাচ্ছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

সুইচ গেটে ঘুরতে যাওয়া মুহূর্ত সুন্দর ভাবে কাটিয়েছেন। আসলে বাইরে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। পানির স্রোত যাওয়ার দৃশ্য দেখতে বেশ দুর্দান্ত লাগে। কুমার নদের প্রাকৃতিক সৌন্দর্যের অনেক অসাধারণ। সুইচ গেটে ঘুরতে যাওয়া অনুভূতি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে ভাইয়া সত্যিই পানি স্রোত দেখতে চমৎকার লাগে । আপনি বুঝতে পেরেছেন এটি কুমার নদী জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমাদের এদিকে ও ছুইচ গেট রয়েছে, মাঝে মাঝে সিয়াম শিপু সহ যাওয়া হয়। আপনি বেশ চমৎকার সময় কাটিয়েছেন দেখছি। তবে আপনি ঠিক বলেছেন, গাছপালা না থাকলে প্রকৃতি সুন্দর দেখায় না। ধন্যবাদদ আপনাবে।

 last year 

আপু আপনাদের ওদিকে ও সুইচ গেট আছে এবং সেখানে আপনারা ঘুরতে যান জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year (edited)

কতদিন হয়ে গেছে এসব জায়গায় ঘুরতে যাই না । এই সুইচ গেট দেখলে ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যায় । এখন তো দেখছি সুইচ গেটে প্রচুর পরিমাণে পানি রয়েছে । এখন গেলে ভালো লাগতো । খুব সুন্দর লাগছে পানি স্রোত গুলো দেখতে । সুইচগেটের আশেপাশ টা আগের থেকে অনেক সুন্দর করেছে ।

 last year 

হ্যাঁ আপু এখন অনেক পানি হয়েছে।। তবে সুইচ গেটের আশেপাশে আগের থেকে আরও খারাপ হয়েছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য সেটা হচ্ছে নতুন সুইচ গেটের দৃশ্য । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

একদিন সুইজ গেটে ঘুরতে গিয়ে দেখছি খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। এরকম জায়গাগুলো আমার অনেক বেশি পছন্দের। এই ধরনের জায়গায় ঘুরতে গেলে খুব ভালো মুহূর্ত অতিবাহিত করা যায়। আর এমনিতেই এরকম জায়গাগুলোতে মানুষের ভিড় থাকে। খুব ভালো মুহূর্ত অতিবাহিত করা যায় এই ধরনের জায়গায়। আপনাদের কাটানো মুহূর্তটা এবং কয়েকটা ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে উপভোগ করেছি খুব সুন্দর ভাবে।

 last year 

হ্যাঁ আপু জায়গাটা বেশ চমৎকার ছিল । বাতাসও ছিল যার কারণে সময়টা বেশ ভালই কাটিয়েছিলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনাদের ওখানের মত আমাদের এইখানে ও একটি পুরনো সুইচগেট আছে। আমিও মাঝেমধ্যে ওখানে ঘুরতে যাই। যাইহোক আপনার হাজব্যান্ড আপনি আপনার মেয়ে সহ সুইচ গেটে ঘুরতে গেলেন। আসলে এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলেও অনেক ভালোই লাগে। এখন বর্ষাকাল এই কারণে পানি অনেক বেশি দেখা যায় গেলে বোঝা যায়। এবং আপনার ফটোগ্রাফির মধ্যে বোঝা যাচ্ছে ওইখানে পরিবেশ এবং জায়গাটি অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাদের ওখানেও সুইচগেট আছে এবং আপনারা মাঝেমধ্যে ঘুরতে যান জেনে বেশ ভালো লাগলো ।আসলে এই জায়গা গুলোতে ঘুরতে অন্যরকম আনন্দ পাওয়া যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

এরকম বিভিন্ন ধরনের জায়গা গুলোতে আমি মাঝেমধ্যেই ঘুরতে যাই। আমার খুবই পছন্দের জায়গা এই ধরনের জায়গা গুলো। মনটাও একেবারে ফ্রেশ থাকে এরকম জায়গায় ঘুরতে গেলে। আপনারা সবাই সুইস গেটে ঘুরেছেন এবং খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলেন বুঝাই যাচ্ছে। সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই জায়গা গুলোতে ঘুরতে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভালো থাকবেন।

 last year 

এরকম জায়গাগুলোতে ঘুরতে গেলে মন এমনিতে ভালো হয়ে যায়। আপনার হাজব্যান্ড এবং মেয়ে ও আপনি সুইচ গেটে ঘুরতে গেলেন। এরকম একটি সুইচগেট আমাদের এদিকেও আছে। আমি নিজেও প্রায় সময় আমাদের এইখানে সুইজগেটে ঘুরতে যাই। এরকম জায়গাগুলোতে গেলে সত্যি বলতে মন ভালো হয় এবং আবহাওয়া অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর সময় কাটানোর মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন এই জায়গা গুলোতে ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় । আপনাদের ওখানেও সুইচগেট আছে এবং আপনিও মাঝেমধ্যে ঘুরতে যান জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু পুরাতন থেকে নতুন সুইচ গেইট টা দারুন করেছে। পুরাপুরি ভাবে বর্ষা আসলে এখানে মানুষের মেলা বসে যাবে। আর বিকালে ঘুরার জন্য জায়গাটা পারফেক্ট আপু। আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখলাম। ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন পুরনো সুইচগেট থেকে নতুন সুইচ গেটটি দেখতে অনেক বেশি সুন্দর ।আর এখানে বিকেল বেলায় ঘুরতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29