রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি করেছি। আসলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও সময়ের অভাবে খুব একটা করা হয় না। তার পরেও যখন সময় সুযোগ হয়ে ওঠে তখন বসি রঙিন কাগজ নিয়ে।আজ আমি রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি করেছি। এটি তৈরি করার পর দেখতে বেশ ভালো লাগছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি


Polish_20240120_205947761.jpg



  • রঙিন কাগজ
  • কাঁচি
  • স্কেল
  • মার্কার
  • পেন্সিল

প্রুস্তুতপ্রণালী


IMG20240120202044.jpg

IMG20240120202255.jpg

প্রথমে নয় ইঞ্চি মাপ নিয়ে পেন্সিল দিয়ে এঁকে নেই ও কাঁচি দিয়ে কেটে নেই।

IMG20240120202517.jpg

IMG20240120202700.jpg

IMG20240120202706.jpg

তারপর দুই পাশের কোনা বরাবর দুইটি ভাজ দিয়ে নেই ।তারপর কাগজটি খুলে নেই।

IMG20240120202741.jpg

তারপর নিচের দিক থেকে মাঝ বরাবর একটি ভাঁজ দেই।

IMG20240120202955.jpg

তারপর একদম নিচের থেকে শেষের দাগ বরাবর একটি ভাঁজ দেই।

IMG20240120203043.jpg

তারপর মাঝখানের দাগ বরাবর ধরে ভাঁজ করে নেই।

IMG20240120203201.jpg

IMG20240120203326.jpg

তারপর দুই কোনা ভাঁজ করে নেই।

IMG20240120203445.jpg

তারপর উপরের মতো করে ভাঁজ করে নেই।

IMG20240120203553.jpg

তারপর নিচের কোনা সমান করে ভাঁজ করে নেই।

IMG20240120203619.jpg

IMG20240120203735.jpg

ব্যাস এখন কাগজটি ডায়মন্ড শেপের হয়ে গেল ।এখন মাঝখানে দুই কোনা বরাবর দাগ টেনে নেই।

IMG20240120203853.jpg

IMG20240120204030.jpg

তারপর চিত্রের মত করে দাগ টেনে নেই।

IMG20240120204623~2.jpg

তারপর চারপাশে আউটলাইন করে নেই।

IMG20240120204952.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডায়মন্ড শেপের বুকমার্ক ।এখন একটি বইয়ের পাতায় লাগিয়ে নেই। বাহ দেখতে কিন্তু চমৎকার হয়েছে ।আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 6 months ago 

রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 6 months ago 

ভাইয়া আমার রঙিন কাগজের বুকমার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে আমার কাছেও ভালো লাগে। কিন্তু সময়ের অভাবেই বসা হয় না। তাছাড়া বুক মার্কতো আমার খুবই পছন্দের। আপনার আজকের ডায়মন্ড শেপের বুকমার্কটি খুব সুন্দর হয়েছে। হলুদ কালার হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

 6 months ago 

আপু আমার বুকমার্কটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আসলে এই কাজগুলো ভালো লাগলেও সময়ের অভাবে করা হয় না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে ভালোই লাগে তবে সময়ের অভাবে আসলেই খুব একটা বানানো হয় না । আপনার আজকের রঙিন কাগজের তৈরি বুকমার্ক কিন্তু অনেক সুন্দর হয়েছে । এ ধরনের বুকমার্ক গুলো আসলেই অনেক কাজে লাগে এবং দেখতেও অনেক কিউট লাগে খুব । কলম দিয়ে দাগ দিয়ে সুন্দর করে তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগলো ।

 6 months ago 

হ্যাঁ আপু এই জিনিসগুলো বানাতে ভালো লাগলেও সময়ের অভাবেই আসলে বানানো হয় না। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক বানিয়েছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো এই ধরনের বুকমার্ক দেখতে খুব সুন্দর লাগে। বুকমার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি বুকমার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে এই বুকমার্ক গুলো বানালে দেখতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

কি যে চমৎকার পদ্ধতিতে এতো সুন্দর একটি ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি করেছেন ।ভীষন সুন্দর লাগছে ডায়মন্ড টি।রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার করে ডায়মন্ড টি তৈরি করেছেন আপনি।তৈরি পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ডায়মন্ড টি বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু আপনার কাছে আমার বুকমার্কটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক টি দেখতে খুব সুন্দর লাগছে।অনেক কাজের একটা জিনিস তৈরি করেছেন। বুকমার্ক গুলো আমাদের পড়াশোনার কাজে লাগে সব সময়। আমি বুকমার্ক তৈরি করতে জানতাম না। আপনার থেকে শিখে নিলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

হ্যাঁ আপু আমরা যখন অনেক ধরনের বই পড়ি তখন এই বুকমার্ক গুলো বেশ কাজে দেয় ।নির্দিষ্ট পড়া মার্ক করে রাখা যায় ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39