আলু পাকোড়া রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বিকেলের নাস্তার সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি । এই রেসিপিটি আমি আমার বড় আপুর কাছ থেকে শিখেছি । রেসিপিটি তৈরি করা বেশ সহজ এবং খুবই মজার । অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব । বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে । আপনারা চাইলে বাড়িতে তৈরি করে দেখতে পারেন । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি আলু পাকোড়া রেসিপি ।

আলু পাকোড়া রেসিপি


20230319_192057.jpg




Polish_20230320_214243243.jpg


উপকরণপরিমান
আলু১ টি
পেঁয়াজ১/২ কাপ
মরিচ৪ টি
ধনিয়া পাতাপরিমাণমত
ময়দা১/২ কাপ
হলুদ গুঁড়া১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া১/২ চা চামচ
জিরা গুঁড়া১/২ চা চামচ
গরম মসলা গুঁড়া১/২ চা চামচ
চাট মসলা১/২ চা চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণমত


প্রুস্তুতপ্রণালী


20230319_185527.jpg20230319_185841.jpg

প্রথমে আমি আলুটিকে ভালোমতো ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি । তারপর পানি দিয়ে ধুয়ে একটি ঝুড়িতে রেখেছি পানি ঝরার জন্য ।

20230319_190825.jpg20230319_190920.jpg

তারপর একটি পাত্রে আলু ঝুড়ি গুলো নিয়ে নেই ।
তারপর কাঁচামরিচ দিয়ে দেই ।

20230319_190938.jpg20230319_190951.jpg

তারপর সব গুঁড়ো মসলা , লবণ ও ধনিয়া পাতা দিয়ে দেই ।

20230319_191009.jpg20230319_191134.jpg

তারপর পেঁয়াজকুচি দিয়ে ভালোমতো হাত দিয়ে মেখে নেই ।

20230319_191150.jpg20230319_191317.jpg

তারপর ময়দা দিয়ে আবারো ভালোমতো মেখে নেই ।

20230319_191540.jpg20230319_191846.jpg

তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পাকোড়া গুলি দিয়ে দেই । তারপর এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নেই ।

20230319_192057.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আলু পাকোড়া ।এখন সসের সঙ্গে পরিবেশন করি । যেহেতু আলু সেহেতু সসের সঙ্গে খেতে বেশ ভালই লাগে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে । ভালো লাগলে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

এইভাবে আলু দিয়ে পাকোড়া বানালে খেতে বেশ ভালো লাগে। খুব অল্প সময়ে তৈরি করা মজার একটি রেসিপি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ আপু খেতে বেশ ভালোই হয়েছিল । আর অল্প সময়ে তৈরি করা যায় বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago (edited)

বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি দারুন। গরম গরম আলুর পাকোড়া খেতে খুবই মজা লাগে। দেখে মনে হচ্ছে সময়ও অল্প লেগেছে রেসিপিটি তৈরি করতে। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন খুবই অল্প সময় লেগেছে এটি তৈরি করতে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

বিকালের নাস্তা হিসেবে এই পাকোড়া খেতে খুবই সুস্বাদু লাগে। আমিও মাঝে মাঝে এমন রেসিপি তৈরি করি আর আমার ছেলে আলুর পাকোড়া খেতে খুবই পছন্দ করে। আপনার পাকোড়া দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার ছেলে আলুর পাকোড়া পছন্দ করে জেনে বেশ ভালো লাগলো । আমার মেয়েও এটি বেশ পছন্দ করেছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

অনেক কিছু দিয়ে পাকোড়া তৈরি করা যায় তবে আমার কাছে আলুর পাকোড়া অসাধারণ লাগে। সব পাকোড়ার মধ্যে আলুর পাকোড়াই অনেক বেশি মজার হয়। এত বেশি সময় লাগে না খুব সহজ পদ্ধতিতে স্বল্প উপকরণ দিয়ে পাকোড়া তৈরি করা যায়। অনেক ভালো লেগেছে দেখে মনে হচ্ছে অনেক মুচমুচে এবং সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়া তৈরি করা যায় । আর খেতে কিন্তু সত্যি ভীষণ মুচমুচে ও সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

আলু তো বাঙালির জাতীয় খাবার, আলু ছাড়া আমাদের একদিনও চলে না। তাই আলু দিয়ে যেকোনো কিছু খেতে অনেক ভালো লাগে।আলুর পাকোড়া একবার বানিয়েছিলাম খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। আপু আপনার রেসিপি টি দেখে জিভে জল চলে আসার মতো অবস্থা। 😋এরকম লোভনীয় জিনিস সামনে আছে অথচ খেতে পারছি না এটা খুবই দুঃখজনক।☺️অনেক সুন্দর করে লোভনীয় রেসিপি টি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন আলু ছাড়া আমাদের একদিনও চলে না । আমার রেসিপিটি দেখে আপনার কাছে ভালো লেগেছে সত্যিই জেনে ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আলুর পাকোড়া আমার খুবই পছন্দের। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার খুবই লোভ লেগে গিয়েছে। বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। আমার তো এখন খুবই খেতে ইচ্ছে করছে আলুর পাকোড়া। এটি কিন্তু খুবই সুস্বাদু হয়। বিশেষ করে মুচমুচে হলে খেতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আমার আলুর পাকোড়া দেখে আপনার লোভ লেগে গেছে এবং আপনার খেতে ইচ্ছে করছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আলু পাকোড়া রেসিপি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনি শিখতে পেরেছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

 2 years ago 

আলু দিয়ে যেকোনো জিনিস তৈরি করে খেতে আমার অনেক ভালো লাগে। তবে আলু পাকোড়া কখনো তৈরি করা হয়নি। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে। কারণ আগেই বলেছি আলু দিয়ে যে কোন জিনিস তৈরি করে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি যেহেতু এই রেসিপিটি খান নি তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন । আপনার কাছেও ভালো লাগতে পারে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

এই রেসিপিটি আপনি আপনার বড় আপুর কাছ থেকে শিখেছেন জেনে খুবই ভালো লাগলো আসলে বড়দের কাছ থেকে কোন কিছু শিখতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। মজাদার একটি আলুর পাকোড়া রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এ ধরনের রেসিপি সত্যিই বিকেলবেলা খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই রেসিপিগুলো বিকেলবেলা খেতে সত্যি মজার লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62924.41
ETH 2436.05
USDT 1.00
SBD 2.52