রঙিন কাগজের তৈরি স্লিপার

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি স্লিপার তৈরি করেছি । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে । আমার তো খুবই ভালো লাগে । কিন্তু রঙিন কাগজ নিয়ে সব সময় বসা হয় না । কারণ এটি বানাতে যেমন সময়ের প্রয়োজন তেমনি ধৈর্যেরও প্রয়োজন । অনেক সময় দেখা যায় একটি জিনিস তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত আর সেই জিনিসটি তৈরি করা সম্ভব হয়ে ওঠেনা । আবার নতুন করে তৈরি করতে হয় ।তারপরেও এগুলো তৈরি করতে বেশ ভালই লাগে । যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখতে ভীষণ সুন্দর লাগে । আমার আজকের স্লিপার টিও দেখতে বেশ ভালো লাগছিল । আমার মেয়ে তো স্লিপার টি পেয়ে বেশ খুশি হয়েছিল । প্রথমে সে নিজে পড়ার চেষ্টা করছিল , যখন তার পায়ে ঢুকলো না তখন সে তার পুতুলকে পরিয়ে বেশ আনন্দ পাচ্ছিল । আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রঙিন কাগজের তৈরি স্লিপার ।

রঙিন কাগজের তৈরি স্লিপার



20230122_212405.jpg



  • রঙিন কাগজ
  • পেনসিল
  • আঠা
  • কাঁচি

প্রুস্তুতপ্রণালী


20230122_202043.jpg20230122_202119.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নেই । তারপর মাঝখান থেকে একটি ভাঁজ দেই।

20230122_202150.jpg20230122_202454.jpg

তারপর আরো একটি ভাঁজ দেই ও পেন্সিল দিয়ে এঁকে নেই ।

20230122_202720.jpg20230122_202925.jpg

তারপর কাঁচি দিয়ে কেটে নেই । তারপর চারটি টুকরো হবে ।এখন একটিতে আঠা লাগিয়ে নেই।

20230122_203600.jpg20230122_203723.jpg

তারপর একটি কাগজের উপর আরেকটি কাগজ লাগিয়ে দেই । এভাবে দুইটি কাগজই দুইটির উপর লাগিয়ে দেই । আরো দুটি লাল কাগজ কেটে নেই।

20230122_203813.jpg20230122_203826.jpg
20230122_204017.jpg20230122_204036.jpg

তারপর লাল কাগজটি দুই ভাঁজ দিয়ে দেই। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেই ।

20230122_204122.jpg20230122_204346.jpg
20230122_204544.jpg20230122_204735.jpg

তারপর লাল কাগজ দুটি দুটি স্লিপারের ওপরে লাগিয়ে দেই এবং আরো দুটি কাগজ কেটে নেই।

20230122_204830.jpg20230122_204919.jpg
20230122_205059.jpg20230122_205141.jpg

তারপর কাগজ দুটি চিত্রের মত করে ভাজ দিয়ে নেই।

20230122_205451.jpg20230122_212043.jpg

তারপর কাঁচি দিয়ে কেটে নেই। খোলার পর এভাবে ফুল তৈরি হলো । তারপর গ্লিটার আর্ট পেপার গোল করে কেটে নেই ও ফুলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20230122_212152.jpg20230122_212405.jpg

তারপর ফুল দুটি আঠা দিয়ে স্লিপারের উপরে লাগিয়ে দেই । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার স্লিপার ।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

যে কাজ জানে কাজ ও তার কাছে হার মানে। এই কথাটা আমি অনেক সময় বলি। আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজের স্লিপার তৈরি করেছেন যেটি পেস্ট চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনার মন্তব্য পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন সব সময় ।

 2 years ago 

আপনার কাজটি দেখে আমার খুব ভালো লেগেছিল, ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানাতে ভালোই লাগে। তবে সময়ের অভাবে আসলেই বানানো হয়ে ওঠেনা। আপনার স্লিপারটি দেখে তো আমারই পায়ে দিতে ইচ্ছা করছে আর আপনার মেয়েতো পরার চেষ্টা করবেই। শেষ পর্যন্ত পুতুলকে পড়াতে পেরেছে এটাই ভালো লাগলো। আর স্লিপারটি কিন্তু দারুন হয়েছে আপু খুব কিউট লাগছে দেখতে।

 2 years ago 

আপু আপনার কাছে আমার স্লিপার টি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

আপু আপনার কথায় আমি একমত। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজের তৈরি স্লিপার দেখে অনেক ভালো লাগলো। ইউনিক আইডিয়া ছিলো। আপনার ডাই প্রজেক্ট গুলো আমার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার কাগজের তৈরি স্লিপার ভালো লেগেছে এবং আপনার কাছে আমার ডাইপোস্ট গুলো ভালো লাগে যেন সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে গেলেই সময় এবং ধৈর্য উভয়েরই প্রয়োজন। তবে রঙিন কাগজ দিয়ে তৈরি করা স্লিপার অনেক সুন্দর হয়েছে। উপরের ছোট্ট ফুল দুটি স্লিপারের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন উপরের ছোট্ট ফুল দুটি সত্যি স্লিপারের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজের তৈরি স্লিপার করেছেন এটার জন্য প্রশংসা করতেই হয়। আপনার আইডিয়াটা একবারে দুর্দান্ত ছিল এবং আমার কাছে ভীষণ লেগেছে। আপনার এই স্লিপার অরজিনাল মনে হচ্ছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনার কাছে আমার এই রঙিন কাগজের স্লিপারটি অরিজিনাল লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

যাদের মধ্যে ধৈর্য শক্তিটা বেশি থাকে তারা সব সময়ই সব ধরনের কাজে একটু বিলম্ব হলেও সফলতা অর্জন করতে পারে।।
আপনি ঠিকই বলেছেন এমন জিনিস প্রস্তুত করতে হলে সত্যিই ধৈর্যের প্রয়োজন হয়।।
স্লিপার টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তাছাড়া কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার স্লিপার এর কালার কম্বিনেশন টা দারুন লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি স্লিপার খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যাই। আপনার দক্ষতা ও চিন্তাধারার অসাধারণ। এই ডাই পোস্ট ছিলো অসাধারণ। এই পোস্টটি আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার আজকের পোস্টটি অসাধারণ লেগেছে জেনে অসম্ভব ভালো লাগলে । এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ।

 2 years ago 

বাচ্চারা নতুন কোন কিছু দেখলেই উৎসাহী হয়ে ওঠে। যাক তবু তো পুতুলের পায়ে পরল। রঙিন কাগজ দিয়ে যে স্যান্ডেল বানানো যায় তা আজ আপনার পোস্ট দেখে বুঝলাম। আরো কত যে ক্রিয়েটিভিটি দেখবো আপনাদের আপু। সুন্দর উপস্থাপনা ছিল আপু।

 2 years ago 

হ্যাঁ আপু শেষমেষ পুতুলের পায়ে পড়াতে পেরে সত্যি ভীষণ খুশি হয়েছিল । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি স্লিপার দেখতে বেশ সুন্দর হয়েছে আপু ৷ আসলে রঙিন কাগজের এমন সুন্দর ডাই পোস্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে ৷ যদিও এগুলো তৈরি তে অনেক এবং ধৈর্যে লাগে ৷আপনি বেশ নিখুঁত ওবং দক্ষতার সাথে রঙিন কাগজের তৈরি স্লিপার করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ৷

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এগুলো তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ঠিকই কিন্তু বানানোর পর বেশ ভালোই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন, এগুলো তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য প্রয়োজন। তবুও বলবো আজ আপনি জাষ্ট চমৎকার একটি কাজ আমাদের উপহার দিয়েছেন। কাগজের স্লিপার এটি প্রথমে আমি বুঝতেই পারিনি।
খুব সুন্দর দেখাচ্ছে 👌
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

 2 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । আসলে আমি চেষ্টা করেছি ।আপনাদের ভাল লাগলেই আমার কাজ করার সার্থকতা । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58757.77
ETH 2554.49
USDT 1.00
SBD 2.52