রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরী
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় যা আমার বাংলা ব্লগে এসে জানতে পেরেছি।এর আগে এত কিছু বানাতে পারতাম না।তবে এই জিনিস গুলো বানাতে বেশ সময় লাগে।তবে যখন তৈরি হয়ে যায় তখন দেখতে বেশ ভালো লাগে।আর এই বুকমার্ক গুলো তো খুবই কাজের।যারা অনেক বই পড়ে তাদের জন্য তো খুবই কাজের। প্রতিটা বইয়ের মাঝে দিয়ে রাখা যায় আর নির্দিষ্ট পড়া মার্ক করে রাখা যায়।বেশ সুবিধা হয় এই বুকমার্ক গুলো দেওয়া থাকলে।তবে আজ আমি ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি করেছি।দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে।আশা করছি আপনাদের ও ভালো লাগবে।তাহলে আর কথা না বলে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি।
রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরী
- রঙিন কাগজ
প্রুস্তুতপ্রণালী
প্রথমে পনেরো সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এর একটি কাগজ নেই।তারপর চিত্রের মত করে একটি ভাঁজ দেই।
তারপর কাগজটি খুলে উল্টো করে উপরের দিক থেকে একটি ভাঁজ দেই। তারপর আবারো কাগজটি খুলে মাঝখান থেকে একটি ভাঁজ দেই।
তারপর কাগজটি খুলে অপর পাশ থেকে দুটি ভাঁজ দেই। তারপর কাগজটির একপাশ থেকে একটি ভাঁজ দেই।
তারপর এভাবে দুইপাশ থেকে দুটি ভাঁজ দিয়ে নেই।
তারপর আবারো আরো দুটি ভাঁজ দিয়ে নেই।
তারপর কাগজটি উল্টো করে নিচের দিক থেকে একটি ভাঁজ দেই। তারপর আবার কাগজটি সোজা করে নেই।
তারপর দুই কোণায় ভাঁজ বরাবর দুটি ছোট ভাঁজ দিয়ে নেই। তারপর কাগজটি খুলে অনেক গুলো ভাঁজ দেখা যাবে।তারপর কাগজ টি এমন ভাবে ধরি যাতে ভাঁজের মাঝে অটোমেটিক চলে যাবে এবং ডায়মন্ড সেপ হয়ে যাবে।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডায়মন্ড শেপের বুকমার্ক।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরী করেছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কখনো রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করা হয়নি। বুকমার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি বুকমার্ক শেয়ার করার জন্য।
আপু আপনি যেহেতু কখনো রঙিন কাগজের বুকমার্ক তৈরি করেননি একবার চেষ্টা করে দেখবেন ।ভালো লাগবে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরি করেছেন আর এই বুকমার্ক তৈরি করতে কাগজের ভাঁজগুলো কিভাবে দিতে হয় সেটা আজকের পোস্টে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার কাছে আমার রঙিন কাগজের বুকমার্ক ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি ডায়মন্ড শেপের বুকমার্ক টি অসাধারণ হয়েছে আপু। আর রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে রঙিন কাগজের বুক মার্কটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে সুন্দর লাগে ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ডায়মন্ড শেপের বুকমার্ক তৈরী করেছেন দেখতে অনেক বেশী সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। আপনার তৈরি করা ডায়মন্ড শেপের বুকমার্কটি অনেক বেশি কিউট লাগছে। ধন্যবাদ সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।