নতুন বছর উদযাপন

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।আসলে নতুন বছর মানেই হাসি আনন্দ,জীবন কে নতুন রূপে দেখার সপ্ন ।আর আমি মনে করি নতুন বছর মানেই জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া।মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।যদিও এই চিন্তা কয়েক বছর আগেও আমার মধ্যে ছিল না।কিন্তু প্রিয়জনকে হারিয়ে মূলত এই ধারণা গুলির জন্ম নিয়েছে। যাই হোক সবার নতুন বছর অনেক ভালো ভাবে শুরু হোক সেই প্রত্যাশা করছি।


নতুন বছর উদযাপন


মূলত আমার এবারের নতুন বছরের শুরুটা একটু ভিন্নভাবে উদযাপন করা হয়েছে। কেননা প্রতিবছর আমি আমার শহরেই নিউ ইয়ার উদযাপন করে থাকি ।এবার আমি বিশেষ কারণে ঢাকায় বোনের বাসায় ছিলাম। সেখানেই মূলত আমরা একসঙ্গে নিউ ইয়ারের আনন্দ উপভোগ করেছি। সেদিন আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা বারোটা বাজার কিছুক্ষণ আগে ছাদে যাব ।তারপর সেখান থেকে নতুন বছর উপলক্ষে বাজি ফোটানো দেখব। মূলত আপুর বাসা ঢাকায় বাইশ তলা বিল্ডিং । যার ছাদে থেকে বাজি ফোটানো দেখতে ভীষণ ভালো লাগবে । আর এই প্রথমই আমার নতুন বছর এর সময় ঢাকায় উপস্থিত থাকা।


IMG20240101000120.jpg

সুতরাং আমরা খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে যথাসময়ে ছাদে চলে গেলাম ।ছাদে যেয়ে দেখি ছাদে অসংখ্য মানুষের ভিড় জমেছে। কেননা বিভিন্ন ফ্ল্যাট থেকে লোকজন এসেছে। এছাড়া অনেকে এসেছে নিজেরা বাজি ফোটাবে বলে। অনেক লোকজনের ভির দেখলাম। সবাই বেশ আনন্দিত ছিল।


IMG20240101000003.jpg

IMG20240101000029.jpg

যখন বারোটা বাজলো তখন সঙ্গে সঙ্গে দেখলাম পুরো আকাশ যেন বাজিতে ছেয়ে গেল। বারদের গন্ধে ভরে গেল চারপাশ ।আমার আশেপাশের লোকজনও বাজি ফোটাতে শুরু করল। লাল নীল সবুজ বিভিন্ন কালারের বাজিতে ভরে উঠলো ঢাকার আকাশ ।চারপাশে যেন এক উৎসবমুখর পরিবেশ। এরকম আনন্দ এই প্রথম উপলব্ধি করলাম ।এটি সত্যি আমার কাছে সম্পন্ন নতুন একটি অভিজ্ঞতা ছিল। কেননা এর আগে এতটা বাজি ফুটানো একসঙ্গে আমার দেখা হয়ে ওঠেনি ।আমার মেয়ে ও বোনের বাচ্চাও বেশ আনন্দ পাচ্ছিল।


IMG20240101000111.jpg

IMG20240101000027.jpg

আমরা বেশ অনেকটা সময় ধরে বাজি ফোটানো দেখলাম এবং ইনজয় করতে থাকলাম। বেশ কিছু সময় ধরে চলতে লাগলো এই বাজি পোড়ানো ।আমার আশেপাশেও বেশকিছু বাজি ফোটানো হলো।


IMG20240101001444.jpg

IMG20240101000949.jpg

আসলে এরকম উৎসবমুখর পরিবেশে আশেপাশের সবাই যখন একত্রিত হয় তখন সত্যি এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি হয় ।এখানে সেই ব্যাপারটা বেশ ভালোভাবে পরিলক্ষিত হল। যাদের সঙ্গে পাশাপাশি থাকার পরেও দেখা হয় না তাদের একে অপরের সঙ্গেও দেখা হতে লাগলো ।কুশল বিনিময় হতে থাকলো ।সত্যি এক ভালোলাগার পরিবেশ ছিল যেটা আমার কাছে বেশ ভালো লাগলো দেখে।


IMG20231231235618.jpg

IMG20240101000115.jpg

তারপর আমরা প্রায় একটা পর্যন্ত ছাদে ছিলাম। বেশ কিছু সময় বাজি ফোটানোর পর ফ্ল্যাটের বেশ ছেলেকে দেখলাম গিটার নিয়ে এসেছে এবং তারা বিভিন্ন গান গাইতে থাকলো। একপাশে বাজি ফোটানো হচ্ছে আরেক পাশে গান বাজছে। সত্যি এক ভালোলাগার পরিবেশ ছিল ।কালকে রাতে প্রচন্ড ঠান্ডা ছিল, আর বাতাস ছিল ।তাই আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে এলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 7 months ago 

বোঝা যাচ্ছে বোনের বাসার ছাদে বাজি ফুটানোর মুহূর্তে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন এরকম সুন্দর পরিবেশে বাচ্চারা আনন্দ পাবে এটাই স্বাভাবিক। সত্যি বলতে এরকম মুহূর্ত আমিও কাটাতে চেয়েছিলাম কিন্তু কোন একটা কারণে বাসায় চলে এসেছি। আপনারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন খাওয়া-দাওয়া শেষ করে বাসার ছাদে উঠবেন এবং বাসার ছাদে উঠে দারুণ একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে নতুন বছরের উদযাপন আমাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

হ্যাঁ ভাইয়া বেশ দারুন সময় উপভোগ করেছিলাম। আর বাচ্চারাও বেশ আনন্দ পেয়েছিল। আপনি এরকম মুহূর্ত কাটাতে চেয়েও পরে বাড়িতে চলে গিয়েছেন তাহলে মুহূর্তটি মিস করে গেলেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 7 months ago 

আসলে ওইদিন নতুন বছর খুব দারুণভাবে উদযাপন করা হয়েছিল । যদিও একটু ঠান্ডা ছিল কিন্তু তারপরও অনেক ভালো লেগেছিল । আর এইবার কারটা আপনারা সাথে থাকার কারণে আরো বেশি এনজয় করেছি । বাজি ফোটানোর মুহূর্ত গুলো আসলেই অনেক সুন্দর লেগেছিল চারদিক আলো ঝলমল করতে ছিল দেখতে অপূর্ব সুন্দর লাগছিল ।

 7 months ago 

হ্যাঁ আপু সবাই মিলে বেশ ভালই আনন্দ উপভোগ করেছিলাম। চারিদিকে বাজি ফোটানো দেখতে বেশ ভালই লাগছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63