কিছু ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । যদিও এর আগে কখনো আমি ফুড ফটোগ্রাফি শেয়ার করিনি। আজই প্রথম করছি। হয়তো আপনাদের ভালো লাগবে।আসলে খাবার খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি । যদিও আমার কাছে রেস্টুরেন্টের খাবার খেতে বেশি ভালো লাগে ।তারপরও বাসায় বানানো কিছু স্পেশাল খাবারও বেশ মজার হয়ে থাকে ।আর বাসায় বানানো খাবার বেশ স্বাস্থ্যসম্মত হয় । আজ আমি কিছু বাসায় বানানো খাবার এবং কিছু বাইরের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখানে ফুডপ্রেমী আছেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফুড ফটোগ্রাফি গুলো।



কিছু ফুড ফটোগ্রাফি


IMG20230625182730~3.jpg

এটি হচ্ছে চিকেন বারবিকিউ , লুচি ও সালাদ । বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ।তখন সেখানে এই খাবারটি খেয়েছিলাম । চিকেন বারবিকিউ টি খেতে খুবই চমৎকার ছিল । আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটি কতটা মজার ছিল।


IMG20230710184736~3.jpg

আর এটি হচ্ছে সবার পছন্দের টক ঝাল ফুচকা। নদীর পাড়ে একটি রেস্টুরেন্টে বসে এই ফুচকাটি খেয়েছিলাম । এই ফুচকাটি খেতে বেশ মজার ছিল।


20221213_145002~4.jpg

আর এটি হচ্ছে থাই স্যুপ ও অন্থন । বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে এটি খেয়েছিলাম ।এদের থাই স্যুপ টি বেশ মজার ছিল।


IMG20230908141355.jpg

আর এটি হচ্ছে আমার নিজ হাতে বানানো কোরিয়ান স্পাইসি চিকেন ।এটি খেতে খুবই মজার হয়েছিল ।কয়েকদিন আগে এটি তৈরি করেছিলাম ফ্রাইড রাইসের সঙ্গে খাবার জন্য ।যদিও এটির রেসিপি করা হয়নি ।শুধু একটি ফটোগ্রাফি করা ছিল। কেননা রেসিপি করা সময় সাধ্য ব্যাপার ।এজন্য রেসিপিটি করা হয়নি।


20220429_175733~2.jpg

এটিও আমার নিজ হাতে তৈরি চিকেন সাসলিক ।চিকেন সাসলিক খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে । আমার পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করে ।তাই মাঝেমধ্যে এটি বানানো হয়। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।


IMG20230908143943.jpg

আর এটি হচ্ছে স্পাইসি চিকেন কারি । এটিও আমার নিজ হাতে তৈরি করা । কয়েকদিন আগে ফ্রাইড রাইসের সঙ্গে খাবার জন্য তৈরি করেছিলাম। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল।


20200517_173804~2.jpg

আর এটি হচ্ছে আমার নিজ হাতে তৈরি জিলাপি। এটি আমি জীবনে প্রথমবার তৈরি করেছিলাম । খেতে একদম দোকানের মতই হয়েছিল । দেখতেও কিন্তু দোকানের মতই । যদিও পরবর্তীতে আর বানানো হয়নি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুড ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ওয়াও আপু আপনার করা সবগুলো ফুড ফটোগ্রাফি দুর্দান্ত ছিল।জীবনে প্রথমবার তৈরি করেছিলেন জিলাপি।দেখতে এবং খেতেও দোকানের মতো ছিল জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু জিলাপি প্রথম তৈরি করেছিলাম কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বাহ দেখে তো জিভে জল এসে গেল আপু। যারা খেতে বেশি পছন্দ করেন তাদের খাবার দেখলে হয়ে যায়। আপনি তো দারুণ খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি খাবারের ফটোগ্রাফি এত লোভনীয় ছিল অনেক ভালো লেগেছে। কিন্তু খাবার তো নিতে পারি নাই অনেকক্ষণ হাত বাড়িয়েছিলাম ফটোগ্রাফি গুলোর দিকে হা হা হা। অনেক ধন্যবাদ আপু ভীষণ মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার কাছে আমার ফটোগ্রাফির খাবার গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। হাত বাড়িয়েছেন যেহেতু হাতে একটু দিয়ে দিলাম খেয়ে নিন হা হা হা।ধন্যবাদ আপনাকে।

 last year 

আজ আপনি আমাদের মাঝে মজাদার মজাদার সব খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু।খাবার গুলো দেখে তো খিদে লেগে গেল। বিশেষ করে আপনার তৈরি চিকেনের আইটেমগুলো দেখে বেশি করে খিদে লেগে গেছে।ধন্যবাদ জানাচ্ছি খাবারের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আমার তৈরি খাবার গুলো দেখে আপনার লোভ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 last year 

আপু ফুড ফটোগ্রাফি দেখে তো লোভ সামলাতে পারছি না। প্রতিটা রেসিপি আমার খুব পছন্দ। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করতে পারেন বুঝতে পারছি। একদিন তো দাওয়াত দিতে পারেন। আপনার তৈরি প্রতিটা রেসিপি খুবই লোভনীয়। ধন্যবাদ আপু এত মজাদার ও লোভনীয় ফুড ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমার বাসায় আপনার দাওয়াত রইলো। অবশ্যই একদিন আসবেন এবং মজার মজার খাবার রান্না করে খাওয়াবো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন সব সময়।

 last year 

এত চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন সত্যি দেখে খুব ভালো লাগলো। কোনটার রেখে কোনটার প্রশংসা করবো ভেবে পাচ্ছি না । আপনার ফটোগ্রাফির সব ধরনের খাবার আমার খুব পছন্দের। গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। স্পাইসি চিকেন কারি খাওয়ার মজা সত্যি অন্যরকম হয়ে থাকে। আপনি
নিজ হাতে চিকেন সাসলিক তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। নিশ্চয়ই বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

হ্যাঁ ভাইয়া প্রতিটি খাবার দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর সুন্দর ফুল ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। যেখানে লক্ষ্য করে দেখলাম আপনার নিজের হাতে তৈরি করা সহ রেস্টুরেন্টের খাবারের ফটোগ্রাফি রয়েছে এই পোস্টের মধ্যে। প্রত্যেকটাই ছিল অতিশয় লোভনীয় এবং খুবই সুস্বাদু খাবারের ফটোগ্রাফি।

 last year 

হ্যাঁ ভাইয়া এখানে আমার হাতে তৈরি কিছু খাবার এবং রেস্টুরেন্ট এর কিছু খাবার ছিল এবং প্রতিটি খাবারই কিন্তু খুবই মজার ছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

সব থেকে বেশি লভনীয় লাগছে লুচি সালাদের ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে সব গুলোই ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া লুচি, চিকেন বারবিকিউ খেতেও কিন্তু দারুন ছিল ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আপু দারুন কিছু ফুড ফটোগ্রাফি তো করলেন দেখছি। আপনার ফটোগ্রাফির প্রতিটি ফুডই কিন্তু আমার বেশ প্রিয়। বিশেষ করে চিকেন সাসালিক, আর ফুচকা তো আমার কাছে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুড ফটোগ্রাফি করার জন্য।

 last year 

আপু চিকেন সাসলিক আর ফুচকা আপনার পছন্দের খাবার জেনে ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপু আপনি ঠিকই বলেছেন, রেসিপি প্রস্তুত করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আর তাই তো অনেক সময় বাড়িতে অনেক মুখরোচক খাবার তৈরি করা হলেও তা আমাদের পোস্ট করা হয়ে ওঠে না। এই যেমন কয়েকদিন আগে আমার বাসাতেও ফ্রাইড রাইস সাথে বেশ কয়েক প্রকারের চিকেনের আইটেম করেছিল। আমি শুধু তার মধ্যে থেকে ফ্রাইড রাইস রেসিপিটি ফটোগ্রাফির মাধ্যমে পোষ্টের জন্য প্রস্তুত করতে পেরেছিলাম। তবে চিকেনের কোন রেসিপির প্রস্তুত প্রণালী সংগ্রহ করতে পারেনি। তবে দুই-একদিনের মধ্যে ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। যাইহোক আপু, আজ আপনার ফুড ফটোগ্রাফিতে প্রতিটি খাবার খুবই মুখরোচক ও ইয়াম্মি ছিল।তাই খাবারগুলো দেখে লোভ লেগে গেল, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে ভাইয়া আপনার মত আমারও তাই হয় অনেক খাবার তৈরি করলেও সব খাবারের রেসিপির ফটোগ্রাফি করা হয় না। তবে আপনি ফ্রাইড রাইসের রেসিপি করেছেন সেটি দেখার অপেক্ষায় রইলাম ।ধন্যবাদ আপনাকে।

 last year 

এটি হচ্ছে আমার নিজ হাতে বানানো কোরিয়ান স্পাইসি চিকেন ।

যতগুলো রেসিপি শেয়ার করেছেন তার মধ্যে এটাই সবচেয়ে বেশি লোভনীয় লেগেছে। আপনি তো দেখছি অনেক রকমের রেসিপি তৈরি করতে পারেন সবগুলো নিজ হাতেই তৈরি করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া তৈরি করতে তো পারি অনেক কিছুই।তবে সব শেয়ার করা হয় না। তবে আপনার কাছে কোরিয়ান স্পাইসি চিকেন ভালো লেগেছে জেনে ভালো লাগলো। তবে এটি খেতেও কিন্তু খুবই চমৎকার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89