ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরে আসা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একদিন ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি ।আসলে আমাদের শহরে সরকারি মেডিকেল কলেজ যেমন রয়েছে ,তেমনি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। তবে একদিন আমি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে একটি রেস্টুরেন্ট আছে সেখানে খেতে গিয়েছিলাম যার সুবাদে ইঞ্জিনিয়ারিং কলেজ টাও একটু ঘুরে এসেছিলাম । আসলে শহর থেকে একটু দূরে এই ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে । প্রয়োজন ছাড়া ঐদিকে খুব একটা কারো যাওয়া হয় না ।তবে রেস্টুরেন্ট ওখানে হওয়ায় যাওয়া হলো। তবে যেয়ে বেশ ভালই সময় কাটিয়েছি ।কেননা জায়গাটা বেশ নিরিবিলি ছিল এবং পরিবেশটাও বেশ চমৎকার ছিল। যার জন্য বেশ ভালো লেগেছিল।


ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরে আসা


IMG20230625181048~2.jpg

IMG20230625181054~2.jpg

আসলে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি শহর থেকে একটু দূরে হলেও বেশ মনোরম পরিবেশে এটি তৈরি হয়েছে। বেশ গাছ পালায় ভরপুর এলাকাটি । বিকেল বেলায় বেশ ভালো লাগে ওই জায়গাটায়। আমরা প্রথমে রেস্টুরেন্টটিতে খাওয়া-দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করেছিলাম।


IMG20230625181026~2.jpg

IMG20230625181029~2.jpg

বেশ অনেকটা জায়গা নিয়ে কলেজটি তৈরি হয়েছে। বাইরে থেকে কলেজের শহীদ মিনার দেখা যাচ্ছে। এছাড়াও কলেজের বাইরে মনিটর আছে যেখানে শেখ মুজিবের ভাষণ দেখানো হচ্ছে। আসলে কলেজের ভিতরে খুব একটা দেখার কিছু নেই বিল্ডিং গুলো ছাড়া।


IMG20230625181032~2.jpg

IMG20230625181038~2.jpg

IMG20230625181020~2.jpg

কলেজের অপজিটে লাইটিং করা যে গেট টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত ওই রেস্টুরেন্ট ।আমরা যেখানে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের গেটটিতে লাইটিং করা এবং অলকানন্দা ফুলে গেটটি সাজানো । ফুল ফুটেছিল দেখতে বেশ ভালো লাগছিল।


IMG20230625181134~2.jpg

IMG20230625181144~2.jpg

এটি হচ্ছে কলেজের সামনের রাস্তা । চমৎকার গাছ গাছালিতে ভরপুর রাস্তাটি । রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে বহু দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু গাছ দেখা যায় । জায়গাটা বেশ ঠান্ডা। বিকেল বেলায় হেঁটে বেড়ানোর জন্য একদম পারফেক্ট । কেননা ওদিকে গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ নেই । বেশ ভালো লেগেছিল আমার কাছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে এবং ঘুমাতে আমি ভীষন পছন্দ করি।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ভালো একটা রেস্টুরেন্ট আছে বলেই আপনি সেখানে গিয়েছিলেন। তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘোরাঘুরি মুহূর্তের দৃশ্য দেখে ভালই লাগলো। সবুজ শ্যামল পরিবেশ দ্বারা আবদ্ধ অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

না ভাইয়া এই রেস্টুরেন্টটি ইঞ্জিনিয়ারিং কলেজের রেস্টুরেন্ট নয় ।এটি কলেজের সামনে অবস্থিত একটি রেস্টুরেন্ট । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ইঞ্জিনিয়ারিং কলেজে ঘুরাঘুরি করেছেন বেশ ভাল একটা সময় উপভোগ করেছেন।আপনার ঘুরাঘুরি দেখে আমারো যেতে ইচ্ছা করছে একজন ভ্রমন প্রেমিক হিসাবে ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া এসে আপনিও ঘুরে যান ।বেশ ভালো লাগবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42