টুইন টাওয়ার শপিং মলে শপিং করা

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । এইতো কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। আমার বোনের বাসার পাশেই টুইন টাওয়ার শপিং মল ছিল । তাই সেখানে আমরা দুজন মিলে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য। মূলত সেই অনুভূতি নিয়েই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি । টুইন টাওয়ার শপিং মলটা বেশ বড় । এখানে প্রয়োজনীয় সকল জিনিসপত্রই পাওয়া যায় । আমরা মূলত সন্ধ্যার পর পর বেরিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে ।আমাদের সঙ্গে বাচ্চারাও ছিল। সবাই মিলে বেশ সময় নিয়ে কিছু শপিং করেছিলাম।


টুইন টাওয়ার শপিং মলে শপিং করা


IMG20231201202429.jpg

IMG20231201201946.jpg

শপিংমলে ঢোকার পরপরই বাচ্চাদের খেলনার দোকান সামনে পড়ল। আর সঙ্গে বাচ্চারা আছে তাহলে তো বুঝতেই পারছেন বাচ্চারা শুরু করে দিল খেলনা কেনার বায়না। যাদের বাসায় অসংখ্য খেলনা থাকলেও হবেনা । শপিং এ গেলে খেলনা তাদের কিনতেই হবে। আসলে বাচ্চাদের নিয়ে শপিং করা মূলত একটু ঝামেলার। তারপরও রেখে যাওয়ার উপায় নেই। নিয়ে তো যেতেই হবে, কেননা বাসায় আর কেউ ছিলনা।


IMG20231201201950.jpg

IMG20231201201938.jpg

আর এই টুইন টাওয়ার শপিং মলের খেলনা গুলোর দাম আমার কাছে অতিরিক্ত মনে হলো। সাধারণ মানের খেলনাই বেশ দাম চাইলো। আসলে এই শপিং মলের সবকিছুই যেন একটু এক্সপেন্সিভ ছিল। তবে এখানে কাস্টমারের সংখ্যাও খুবই কম দেখলাম। পুরো ফাঁকাই ছিল বলতে গেলে মলটা।


IMG20231201201702.jpg

IMG20231201195732.jpg

IMG20231201195728.jpg

IMG20231201195725.jpg

তারপর আমরা একটি দোকানে গেলাম ।যেখানে বাচ্চাদের খেলনাও ছিল আবার বাচ্চাদের স্কুল ব্যাগ এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল। আমি আমার মেয়ের জন্য একটি স্কুল ব্যাগ কিনলাম। এখানে বেশ কিছু স্কুল ব্যাগ ছিল সেখান থেকে একটি পছন্দ হলো ,তারপর সেটি নিয়ে নিলাম।


IMG20231201195722.jpg

IMG20231201195719.jpg

তারপর আমরা একটি দোকানে টাওয়েল দেখতে চাইলাম। দোকানদার বে কিছু টাওয়েল দেখানোর পর সেখান থেকে আমি একটি টাওয়েল কিনে নিলাম। তারপর আমার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স নিলাম ।আমার বোনও তার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স কিনলো। এভাবে আমরা কেনাকাটা করে একটু ঘোরাঘুরি করে আবার বাসায় চলে এলাম ।বেশ ভালই শপিং করেছিলাম। বেশ ভালো লাগলো শপিং করার মুহূর্তটুকু। আসলে বোনের সঙ্গে অনেকদিন পর শপিং করা হলো ।একটা সময় ছিল আমরা একসঙ্গে প্রচুর শপিং করেছি। কিন্তু এখন একেক জন একেক জায়গায় হওয়ায় সে সময়টা আর হয়ে ওঠে না। যার জন্য দীর্ঘদিন পর আবার একসঙ্গে শপিং করতে পেরে বেশ ভালো লাগলো।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:টুইন টাওয়ার শপিংমল, শান্তিনগর ঢাকা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 9 months ago 

টুইন টাওয়ার নাম দেখে প্রথমে ভয় পেয়ে গেলাম, কিরে টুইন টাওয়ার আবার কখন বানানো হলো, সেই না ধ্বংস হয়ে গেল। পরে দেখি না এটি ঢাকায় আপনার আপুর বাসার পাশের একটি শপিং মলের কথা বলছেন। আসলে এ ধরনের শপিং মল গুলোতে কিছু জিনিসের দাম একটু অতিরিক্ত থাকে। তবে এটাও সত্যি কথা বাচ্চাদেরকে নিয়ে গেলে শপিং করতে একটু ঝামেলার মধ্যে পড়তেই হয়। যাইহোক সুন্দর ভাবে শপিং শেষ করে আসলেন ভালোলাগে পোস্ট পড়ে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ভাইয়া এটি আমাদের দেশের টুইন টাওয়ার। ভয় পাওয়ার কিছু নেই ।আমি নিউইয়র্কে শপিং করতে যাইনি ,দেশেই ছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য নয়।

 9 months ago 

টুইন টাওয়ার শপিং মলে শপিং করার অনুভূতি বেশ দুর্দান্ত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আসলে কেনাকাটা মুহূর্তগুলো বেশ দারুন হয়ে থাকে। আপনার বোনের সাথে শপিং করার মুহূর্ত গুলো দুর্দান্ত ভাবে কাটিয়েছেন আপু। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছেন । শপিং করার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

হ্যাঁ ভাইয়া বোনের সঙ্গে শপিং করার মুহূর্ত সত্যিই দুর্দান্ত ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

দুই বোন মিলে বেশ ভালোই কেনাকাটা করেছেন। হয়তো সেখানে বেশি বড় শপিংমল হওয়ায় দামটা একটু বেশি যেহেতু তাদের কস্ট বেশি। যাইহোক তারপরেও কিছু কসমেটিকস খেলনা সহ তোয়ালে কিনেছেন সে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যাঁ ভাইয়া শপিং মলটা বেশ বড় । আর জিনিসপত্রের দামও বেশি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 9 months ago 

আপনার বোনের সাথে খুবই সুন্দর একটি শপিংমলে গিয়ে শপিং করেছেন।টুইন টাওয়ার শপিং মলের পরিবেশটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চাদের স্কুল ব্যাগ গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। এ ধরনের স্কুল ব্যাগ পেলে নিশ্চয় আপনার বাচ্চা লেখাপড়ার প্রতি আরো বেশি আগ্রহী হবে। সুন্দর একটি শপিং মল থেকে কেনাকাটার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

হ্যাঁ ভাইয়া শপিং মলের পরিবেশটা বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

শপিং এ বাচ্চাদের নিয়ে যাওয়া ঝামেলা। তবে বাসায় রেখেও যাওয়া ঠিক না। খেলনার দাম আসলে বেশি সেজন্য না কেনা ভালো। টুইন টাওয়ের ভিতরের পরিবেশটা সাজানো গোছানো বুঝা যাচ্ছে

 9 months ago 

হ্যাঁ ভাইয়া শপিংয়ে বাচ্চাদের নিয়ে গেলে বেশ ঝামেলা হয়। তারপরেও নিয়ে তো যেতেই হয়। আর শপিংমলের পরিবেশটা সত্যিই চমৎকার ছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45