একগুচ্ছ অনুকবিতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা পঞ্চম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।
একগুচ্ছ অনুকবিতা
ভালবাসি তোমার সঙ্গে সময় কাটাতে ।
মান অভিমান আড্ডা দিতে ,
ভালোবাসি রিমঝিম বৃষ্টিতে নাচতে ,
ক্লান্ত শরীরে গান শুনতে।
আমি ভালোবাসি বর্ষার কদম ফুলের ঘ্রাণ,
আর শ্রাবণের সাদা শুভ্র কাশফুল।
তারা ঝলমল আকাশের দিকে তাকিয়ে ভাবছি দেখছো কি তুমি আমায়?
শত তারার ভিড়ে তোমায় খুঁজি বারবার।
ধরা দিয়েও দিতে চাও না ।
আমার প্রতিটি রাত কাটে নিঃসঙ্গতায়
তাইতো শত তারার ভিড়ে
তোমায় খুঁজে ফিরি বারংবার ।
আবেগ -অনুভূতি ,মান অভিমান ।
ভালোবাসায় ভরা সময়।
শত ব্যস্ততায় কেটে যাবে প্রহর
বুঝতেও পারবেনা তুমি ।
তিল তিল করে জমিয়ে রাখা
কষ্টগুলো বোঝানোর ছিল।
কিন্তু তোমার শত ব্যস্ততায়
সময় হয়ে উঠছিল না,
আমার কথা গুলো শোনার।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
সবগুলো কবিতাই খুব অসাধারণ ছিল বিশেষ করে প্রথম দুইটা কবিতা আমার খুব বেশি ভালো লেগেছে। আপনি এমনিতেও খুব সুন্দর কবিতা লেখেন আমি আপনার কবিতার ভক্ত।
ভাইয়া আমার কবিতা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আর আপনি আমার কবিতার ভক্ত এ কথাটি শুনে সত্যিই অসম্ভব রকমের ভালো লেগেছে। আমার কবিতার কেউ ভক্ত হতে পারে এটা আমি জীবনেও কল্পনা করিনি। এত দারুন একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবসময় ভালো থাকবেন শুভকামনা রইল।
হ্যাঁ আমাদের প্রিয় দাদার অনুপ্রেরণায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আমার কাছে কবিতা পড়তে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেন দারুণ হয়। কবিতার ভাবমূর্তি খুবই সুন্দর ছিল।
ভাই আপনি আমার কবিতাগুলো পড়েন জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অনু কবিতা লিখতে আপনার কাছে ভালো লাগে তা দেখেই বুঝতে পারছি। আপনার অনু কবিতা গুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি। আপনি আজকেও অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরে অনু কবিতা গুলো লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ার সময় একেবারে কবিতা গুলোর মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর অনু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।
আপু আপনি আমার কবিতা গুলো পড়ার সময় কবিতার মধ্যে হারিয়ে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো ।আর এটি যেনেও ভালো লাগলো আপনি আমার কবিতাগুলো পড়েন ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।এভাবেই পাশে থাকবেন আশা করছি ।ভাল থাকবেন।
আরে আপু আপনি তো দেখছি অনু কবিতার আসর নিয়ে বসেছেন একেবারে। আপনার কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। প্রত্যেকটা কবিতা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখেছেন। যার কারণে কবিতাগুলো পড়ার সময় একবার পড়ে বারবার পড়তে ইচ্ছে করছে। আসলে দাদার কবিতার অনুপ্রেরণা পেয়ে আমরা সবাই এখন কবিতা লিখতে অনেক বেশি আগ্রহী। ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমার কাছেও কবিতা লিখতে খুব ভালো লাগে।
কি করবো ভাইয়া কমিউনিটিতে সবাই অনু কবিতা, কবিতার আসর নিয়ে বসেছে ।তাই আমিও আজকে বসলাম ।আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।