রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্ট ।বন্ধুরা আজ আমি ক্রিসমাস ডে উপলক্ষে একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছি ।আসলে অনেকদিন হয় কোন ডাই পোস্ট করা হয় না ।শরীরটা খারাপ হওয়ার কারণে কোন কাজ করেই শান্তি পাই না । তবুও আজ চিন্তা করলাম একটা ক্রিসমাস ট্রি তৈরি করব ।সে চিন্তা থেকেই মূলত বসে গেলাম তৈরি করতে। তারপর তৈরি করে ফেললাম ক্রিসমাস ট্রি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি।


রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি


IMG20231225231933.jpg



  • কাগজ
  • কাচি
  • আঠা
  • স্কেল
  • পেন্সিল

প্রুস্তুতপ্রণালী


IMG20231225220959.jpg

IMG20231225221138.jpg

প্রথমে স্কেল দিয়ে ১০/১৪ সেন্টিমিটার মাপ নিয়ে একটি কাগজ কেটে নেই।

IMG20231225221007.jpg

IMG20231225221145.jpg

তারপর ৮/১৪ সেন্টিমিটার মাপ নিয়ে আরো একটি কাগজ কেটে নেই।

IMG20231225221716.jpg

IMG20231225221755.jpg

IMG20231225221914.jpg

তারপর এক প্রান্তে আঠা লাগিয়ে অপরপ্রান্ত জোড়া লাগাই।

IMG20231225222232.jpg

IMG20231225222617.jpg

তারপর 6/14 সেন্টিমিটার মাপ নিয়ে আরো একটি কাগজ কেটে নেই।

IMG20231225222826.jpg

IMG20231225223150.jpg

এরপর ক্রমে একটু একটু কম করে মাপ নিয়ে কাগজ কেটে নেই।

IMG20231225223251.jpg

IMG20231225223654.jpg

IMG20231225223821.jpg

এরপর একটির ওপর আরেকটি সবগুলো আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20231225224434.jpg

IMG20231225225009.jpg

IMG20231225225205.jpg

IMG20231225225246.jpg

তারপর আরো একটি কালো কাগজ একইভাবে কেটে নেই ও ফটোগ্রাফির মত করে কেটে আঠা লাগিয়ে পূর্বের কাগজের সঙ্গে লাগিয়ে দেই।

IMG20231225225817.jpg

IMG20231225230045.jpg

তারপর গ্লিটার আর্ট পেপারে একটি ষ্টার এঁকে কাচি দিয়ে কেটে নেই।

IMG20231225230807.jpg

IMG20231225231523.jpg

IMG20231225231951.jpg

তারপর স্টার টি সবার উপরে লাগিয়ে নেই ও ছোট ছোট গ্লিটার আর্ট পেপার সমস্ত কাগজের উপর লাগিয়ে দেই ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস ট্রি ।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 7 months ago 

আসলে শরীর খারাপ থাকলে কোন কিছু করতে ইচ্ছা করে না। তারপরও তো আপনি খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। রঙিন কাগজের বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি তৈরি করা যায়। আপনার ক্রিসমাস ট্রি টি একেবারে অন্যরকম লেগেছে। উপরের স্টারটি লাগানোর জন্য আরো ভালো লাগছে ।

 7 months ago 

আপু আপনার কাছে আমার ক্রিসমাস ট্রি টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 7 months ago 

এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন, যেটা দেখতেই ভালো লাগতেছে। ছোটখাটো এরকম জিনিসগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে। আমিতো রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পছন্দ করি, আর দেখতেও ভালোবাসি। গ্লিটার পেপার ছোট ছোট করে কেটে লাগানোর কারণে আরও ভালো লাগতেছে। গ্লিটার পেপারগুলো এটার সৌন্দর্য বৃদ্ধি করেছে। ছোট বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু খুবই খুশি হবে এটা পেয়ে।

 7 months ago 

আপু আপনার কাছে আমার ক্রিসমাস ট্রি ভাল লেগেছে জেনে ভালো লাগলো ।আর আপনি ঠিকই বলেছেন এ ধরনের জিনিস বাচ্চারা পেলে বেশ খুশি হয়। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে এই ক্রিসমাস ট্রি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে কত সুন্দর জিনিস বানানো যায় তা এই প্লাটফর্মে না আসলে বুঝা যেতো না। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে কত কি বানানো যায় তা এখানে এসেই জেনেছি ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 7 months ago 

অনেক সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। এটা তৈরি করতে মনে হয় তেমন একটা সময় লাগে নি। তবে এটা দেখতে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 7 months ago 

আপু এটি তৈরি করতে মোটামুটি সময় লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আপু আপনার তো দেখছি দারুন ক্রেয়েটিভিটি। আপনি তো দারুন ভবে রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি কিন্তু দেখতে দারুন লাগছে। আশা করি এমন একটি পোস্ট সবাই পছন্দ করবে। শুভ কামনা রইল আপু।

 7 months ago 

আপু আমার তৈরি ক্রিসমাস ট্রি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আপনাকেও বড়দিনের শুভেচ্ছা জানাই আপু। শরীর খারাপ নিয়েও আপনি কষ্ট করে ডাই পোস্ট এ ক্রিসমাস ট্রী তৈরি করেছেন রঙিন কাগজ ও গ্লিটার পেপার দিয়ে, যা আসলেই প্রশংসার দাবীদার আপু। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজ গুলোকে আঠা লাগিয়ে কিভাবে এমন সুন্দর ক্রিসমাস ট্রি তৈরি করেছেন সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ভাই আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

বড়দিন উপলক্ষে আপনি একটি ক্রিসমাস ট্রি তৈরি করে শেয়ার করলেন। আপু আপনার বানানো এই রঙিন কাগজের ক্রিসমাস ট্রি টি দারুন হয়েছে। আপনি ধাপগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপু আপনার কাছে আমার ক্রিসমাস ট্রি ভাল লেগেছে জেনে ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপু। যেন ভালো হয়ে যান এটাই দোয়া করি। আসলে শরীর খারাপ লাগলে কোন কিছুই করতে ভালো লাগে না। আর কোন কিছু করলেও শান্তি পাওয়া যায় না। খুবই সুন্দর ভাবে আপনি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন যেটা ভালোই হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে দেখতে ভালো লাগতেছে। এটা কিন্তু ঘরের মধ্যে শোপিস হিসেবে সাজিয়ে রাখলেও দেখতে ভালো লাগবে।

 7 months ago 

ভাইয়া আপনার মন্তব্য পড়ে আমি ক্রিসমাস ট্রি টি ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছি ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 7 months ago 

বাহ রঙিন কাগজে অনেক সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি দেখতে পেলাম। আপনার শরীরটা তেমন ভালো নেই তারপরও আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। সত্যি বলতে আপনার রঙিন কাগজের ক্রিসমাস ট্রি তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে এই ক্রিসমাস ট্রি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। খুব সুন্দর করে ধাপে ধাপে রঙিন কাগজের ক্রিসমাস ট্রি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

হ্যাঁ আপু মোটামুটি সময় নিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করেছি। আর আপনি আমার ক্রিসমাস ট্রি দেখে মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 67044.89
ETH 3251.74
USDT 1.00
SBD 2.64