বেইলি রোডের ফুড কোর্ট থেকে একদিন পিৎজা খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।বেশ কিছু দিন আগে ঢাকায় গিয়েছিলাম।তখন বিভিন্ন জায়গায় বেশ ঘুরাঘুরি করেছিলাম। তেমনি একদিন সন্ধ্যার পর বেইলি রোডের ফুড কোর্ট এ গিয়েছিলাম।আমরা বেশ কয়েকজন ছিলাম।আমি,আমার হাসবেন্ড,বোন ও বাচ্চারা ছিল।এর আগে আমরা ইনফিনিটি থেকে শপিং করেছিলাম।শপিং শেষে হাসবেন্ড আমাদের কে খাওয়াতে নিয়ে গেল।ফুড কোর্ট টি বেশ চমৎকার ছিল।সেই অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব।আশা করছি আপনাদের ভালো লাগবে।


বেইলি রোডের ফুড কোর্ট থেকে একদিন পিৎজা খাওয়ার অনুভূতি


IMG20231130185229.jpg

IMG20231130184952.jpg

আমরা সবাই মিলে ফুড কোর্ট গেলাম। এটি ছিল দোতলায়। বেশ চমৎকার সুন্দর করে সাজানো গোছানো। দেখে যে কারোরই ভালো লাগবে। এখানে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া এবং সময় কাটানোর ভালো একটি জায়গা। আমার কাছে বেশ পছন্দ হয়েছিল। এখানে বেশ কিছু রেস্টুরেন্টের আউটলেট ছিল। বিভিন্ন আইটেমের খাবার ছিল। যার যেটা খুশি সে সেই খাবারগুলো অর্ডার করতে পারে। অর্থাৎ একই জায়গায় অসংখ্য দোকান। আর অসংখ্য দোকান মানেই অসংখ্য খাবার-দাবার বিভিন্ন আইটেমের।


IMG20231130184932.jpg

IMG20231130184934.jpg

তবে আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম তাই আমাদের সুবিধামতো জায়গা পাচ্ছিলাম না। এমনিতেই বিশাল স্পেস তারপরেও পুরোটা লোকজনে পূর্ণ ছিল। তারপর খোঁজাখুঁজি করে আমরা আমাদের সুবিধামতো টেবিল পেয়ে গেলাম ।সেখানে গিয়ে বসে পড়লাম। তারপর সবাই কি খাব সেই সিদ্ধান্ত নিলাম। বাচ্চারা দেখলাম পিৎজা খাবার জন্য বেশ আগ্রহী। তাই আমার হাসবেন্ড পিৎজা অর্ডার করলো ।এটি ছিল ডোমিনোজ পিৎজা। ডোমিনোজ পিৎজা বেশ নাম শুনেছি কিন্তু কখনো খাওয়া হয় নি ।তাই ভাবলাম ভালই হবে নতুন কিছু টেস্ট করা যাবে।


IMG20231130181455.jpg

IMG20231130181500.jpg

এখানে দেখলাম একেক দোকানের এক এক সিস্টেম। কোন কোন দোকানে সেল্ফ সার্ভিস আবার কোন কোনটার ওয়েটার সার্ভিস। আমরা যেটা অর্ডার করলাম সেটা সেল্ফ সার্ভিস ছিল। যার কারণে আমাদের নিজেদেরকে অর্ডার করে আসতে হল এবং কিছু সময় পরে আবার নিজেদেরকেই যেয়ে খাবার নিয়ে আসতে হলো।


IMG20231130183450.jpg

IMG20231130183451.jpg

IMG20231130183027.jpg

IMG20231130183025.jpg

তবে সত্যি কথা বলতে কি এত নামকরা পিৎজা আমার কাছে খেতে কিন্তু মোটেই ভালো লাগেনি। এর থেকে অন্য জায়গার যে পিৎজা খেয়েছি সেটি অনেক বেশি সুস্বাদু ছিল। তবে আমার কাছে ভালো না লাগলে কি হবে আপুর বাচ্চাকে দেখলাম বেশ মজা করে খাচ্ছে। আসলে বাচ্চারা এ ধরনের খাবার গুলো অনেক বেশি পছন্দ করে। তারপর আমরা কোলড্রিংস নিয়েছিলাম ।সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে গল্প করে ওখান থেকে বেরিয়ে পড়ি।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:ফুড কোর্ট বেইলি রোড,ঢাকা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 6 months ago 

ঠিকই বলেছেন সেদিনকার সময়টা আসলেই অনেক ভালো কেটেছিল ।এই জায়গাটা গেলে আমার কাছে অনেক ভালো লাগে । আমিতো প্রায়ই যাই বাচ্চাকে নিয়ে ।এখানে একসাথে অনেকগুলো খাবারের অপশন থাকার কারণে একেক জায়গা থেকে খাবার ট্রাই করা যায় ভালই লাগে । বাচ্চারা খুব ইনজয় করে এই জায়গাটাতে গেলে ।সেদিন সময়টা আসলে অনেক উপভোগ করেছিলাম ।

 6 months ago 

হ্যাঁ আপু সেদিন সবাই মিলে বেশ ভালো এনজয় করেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

বোন আর বাচ্চারা মিলে খুব ভালোই উপভোগ করেছেন। আর জায়গাটা ছবিতে দেখে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। কারণ অনেক কোলাহলপূর্ণ একটা জায়গা। আর যেহেতু সেখানে ভালো স্পেস ছিল তাই খাবার খাওয়ার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হয়েছে। তবে ডোমিনোজ এর পিৎজ্জা গুলো খেতে মজা হয় শুনেছি যদিও আমি নিজেও এখনো খাইনি। যাইহোক বাচ্চারা যেহেতু মজা করে খেয়েছে সেটাই তো আনন্দের। আপনাদের ঘুরাঘুরি দেখে ইচ্ছে করছে জায়গাটাতে গিয়ে ঘুরে আসি। অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

হ্যাঁ সেদিন বোন আর বাচ্চারা মিলে সবাই বেশ আনন্দে সময় কাটিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago (edited)

আপু কোথায় বলে না নামে ফাটে না কাজে ৷ কিছু কিছু জিনিস নামে ফাটে কিন্তু কাজে তেমন না ৷ এতো সুন্দর ফুট কোর্ট তবুও. পিৎজা ভালো লাগে নি শুনে খারাপ লাগলো ৷ যা হোক তবে ফুড কোর্টে রেস্টুরেন্টে পরিবেশ ডিজাইন অনেক সুন্দর ছিল ৷ ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু ৷

 6 months ago 

হ্যাঁ ভাইয়া জায়গাটা অনেক সুন্দর। তবে সব খাবার তো আর এক নয়। অনেক খাবার অনেক টেস্টি ও আছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 6 months ago 

পিৎজা খাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুন হয়ে থাকে। পিৎজা খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। বেইলি রোডের ফুড কোর্ট থেকে পিৎজা খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু খাওয়া-দাওয়ার মুহূর্ত গুলো নিশ্চয়ই খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

হ্যাঁ ভাইয়া রেস্টুরেন্টের পরিবেশটা অন্যরকম সুন্দর ।আর সবাই মিলে বেশ ভালো সময় উপভোগ করেছিলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39