একটি লাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি লাইন আর্ট নিয়ে হাজির হয়েছি । আর্ট করতে আমার কাছে বেশ ভালই লাগে । সেটা যেকোনো ধরনের আর্টই হোক না কেন । যদিও এ ধরনের আর্ট করতে একটু সময় লাগে তার পরেও করতে বেশ ভালই লাগে । আমি যখনই সময় পাই তখনই আর্টগুলো নিয়ে বসে যাই । আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি ।আজকের আর্টটি করতে আমার বেশ সময় লেগেছিল এবং বেশ মনোযোগ সহকারে আর্টটি করতে হয়েছে । কেননা একটু অমনোযোগী হলেই লাইনগুলো ভুল হয়ে যাবার সম্ভাবনা ছিল । সঠিক মাপ নিয়ে খুবই নিখুঁতভাবে আঁকার চেষ্টা করেছি । আশা করছি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের আর্ট টি ।



একটি লাইন আর্ট


20230130_233556.jpg


  • কাগজ
  • পেনসিল
  • কলম
  • কটন বাড

অংকনপ্রণালী


20230130_214557.jpg20230130_214814.jpg

প্রথমে এগারো সেন্টিমিটার এর একটি লম্বা দাগ টেনে নেই । তারপর সাড়ে পাঁচ সেন্টিমিটার বরাবর একটি বিন্দু দেই । তারপর দুই পাশে সমান দূরত্বে পাঁচটি করে বিন্দু দেই ।

20230130_215024.jpg20230130_215356.jpg

তারপর আরো একটি এগারো সেন্টিমিটারের ডাগ টেনে নেই ও সমান দূরত্বে দুই পাশে পাঁচটি বিন্দু দিয়ে দেই ।তারপর এক পাশের বিন্দুগুলো যোগ করি ।

20230130_223108.jpg20230130_223402.jpg

তারপর বাকি বিন্দুগুলোও একে একে যোগ করে দেই ।

20230130_223634.jpg20230130_223805.jpg

তারপর উপরে ও নিচে দাগ বরাবর মাপ নিয়ে দাগ টেনে নেই ।

20230130_224255.jpg20230130_231915.jpg

তারপর দুই পাশে সঠিক মাপ নিয়ে দাগ টেনে নেই ।

20230130_231959.jpg20230130_232123.jpg

তারপর প্রত্যেক পাশে আরও তিনটি করে দাগ টেনে নেই ।

20230130_232953.jpg20230130_233334.jpg

তারপর আঁকা কমপ্লিট হয়ে গেলে ভেতরে পেন্সিল দিয়ে ভরাট করে নেই ।

20230130_233507.jpg20230130_233556.jpg

তারপর কটন বাড দিয়ে ঘষে নেই ও নীচে আমার সিগনেচার দিয়ে দেই । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার লাইন আর্ট । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে । তবে এই আর্টটি করা যতটা না কঠিন তার থেকেও বেশি কঠিন আর্টটি কিভাবে করেছি তা লিখে বোঝানো । আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

এই আর্টগুলো কলম দিয়ে অনেক মেপে মেপে করতে হয় জন্য অনেক মনোযোগ সহকারে করতে হয়। কারণ কলমের আর্ট গুলো একবার ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তাছাড়া মাপগুলো সঠিকভাবে দিতে হয়। আপনি সবকিছু একদম পারফেক্ট ভাবে করেছেন জন্য আপনার আর্টটি এত সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন কলম দিয়ে আর্ট করার জন্য এগুলোর ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন । কেননা মোছার কোন ব্যবস্থা নেই । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে যে কোন আর্ট করার সময় একটু মনোযোগী না হলে আর্টটি দেখতে ভালো লাগেনা। তবে এই আর্টগুলো করার সময় একটু বেশি মনোযোগী হতে হয়। আপনার আজকের লাইনে আর্টটি দেখতে বেশ ভালই লাগছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর আর্টটি করার প্রক্রিয়াগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সব আর্টের ক্ষেত্রে মনোযোগী হতে হয় তবে এই আর্ট গুলোর ক্ষেত্রে একটু বেশি মনোযোগী হতে হয় । তা নাহলে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

আপনার আর্ট এর আগেও দেখেছি আপু! খুব সুন্দর হয়। কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করে থাকেন দেখে বুঝা যায়। একটু এদিক সেদিক হলেই শেষ! একদম হিসাব বরাবর দাগ টেনেছেন।।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই আর্ট গুলো একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যায় । অনেক হিসাব করে তারপর কাজটি করেছি । অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

আসলে আপু সত্যি বলতে আর্ট সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। শুধু বিন্দুগুলোকে যোগ করে এমন সুন্দর একটি আর্ট তৈরি করেছেন সেটা একটু জেনে নিলাম আর কি। তবে দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই আপনার কাছে আমার আর্ট টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে এই আর্ট গুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয় । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আমি আর্ট করতে এবং দেখতে খুবই ভালোবাসি। আপনি প্রায়ই অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আপনার করা আর্টগুলো আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি আমার আর্ট গুলো দেখেন যেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এই আর্ট গুলো করার সময় অনেক বেশি মনোযোগী হতে হয় একটু এদিক ওদিক হলেই এলোমেলো হয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । বিশেষ করে শেষের দিকে এসে নষ্ট টা বেশি হয়। আপনার আজকের লাইনে আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে ভালো শিখে ফেলেছেন মনে হচ্ছে।

 2 years ago 

আপু আপনি তো এই আর্ট গুলো অনেক ভালো করেন । আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনি একটি লাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই আর্ট দেখতে সহজ মনে হলেও অনেক মাপের এবং ধৈর্যের প্রয়োজন আছে। আপনি অনেক সময় নিয়ে করেছেন তা ধাপগুলো দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে আপনার করা লাইন আর্ট। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক ধরেছেন এটি দেখতে যতটা সহজ মনে হচ্ছে আঁকার ক্ষেত্রে ততটাই সময় লেগেছে । বেশ মাপের ব্যাপার ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 2 years ago 

বাহ,আর্টটি খুবই সুন্দর ও নিখুঁত হয়েছে।আর আর্ট মানেই সময়ের ব্যাপার।আপনার আর্টটি করা সত্যিই কঠিন ছিল । অসতর্ক হলেই ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকে এ ধরনের আর্টে ।ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু এই আর্টগুলো কলম দিয়ে করতে হয় যার কারণে ভুল হলে আর মোছার কোন সুযোগ থাকে না ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 2 years ago 

আপনি আজকে দেখছি খুবই সুন্দর একটি লাইন আর্ট করেছেন। এরকম আর্টগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এরকম আর্টগুলো করতে যেমন পছন্দ করি দেখতেও তেমনি পছন্দ করি। দূর থেকে দেখতে একটু বেশি ভালো লাগছে আমার কাছে।আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে আজকের এই লাইন আর্ট করেছেন দেখেই বুঝতে পারছি। বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই লাইন আর্ট।

 2 years ago 

আপু আপনার কাছে আমার আর্ট টি অসাধারণ লেগেছে জেনে সত্যি অসম্ভব ভালো লাগলো । এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।

 2 years ago 

অনেক সুন্দর একটি লাইন আর্ট করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমার করা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভাল লাগল । এভাবে মন্তব্য পেলে সত্যি কাজ করার উৎসাহ বেড়ে যায় । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47