বিয়ের অনুষ্ঠানে কাটানো কিছু মূহুর্ত

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। যদিও বেশ কয়েকদিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাসার ভাড়াটিয়ার বিয়ের অনুষ্ঠান নিয়ে। দেখতে দেখতে তার বিয়ের পর্ব নিয়ে হাজির হয়েছি। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল আমাদের শহরের স্বনামধন্য একটি কমিউনিটি সেন্টারে ।আমরা রেডি হয়ে যথা সময়ে পৌঁছে গেলাম কমিউনিটি সেন্টারে। সেখানে যেয়ে দেখলাম বেশ চমৎকার করে সব কিছুর আয়োজন করা হয়েছে। দেখে ভীষণ ভালো লাগলো ।যদিও এদের প্রত্যেকটি অনুষ্ঠানই বেশ চমকপ্রদ ছিল। বেশ উপভোগ করেছিলাম সবগুলো আয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বিয়ের মূল পর্বের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


বিয়ের অনুষ্ঠানে কাটানো কিছু মূহুর্ত


IMG20231026143707.jpg

এটি হচ্ছে হলরুম। মূলত রেড কার্পেট দিয়ে হেঁটে বিয়ের কনের কাছে পৌঁছাতে হবে। সত্যি চমৎকার ছিল সবকিছু। দুই পাশে সকলের খাবার আয়োজন ছিল ।বেশ পরিপাটি চমৎকার ডেকোরেশন ছিল। দেখে ভীষণ ভালো লেগেছিল।


IMG20231026143617.jpg

আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই আয়োজনটি। কমিউনিটি সেন্টারের প্রবেশ মুখে বর কনের পোস্টার লাগানো। যেখানে দেখা যাচ্ছে বর কনেকে নিয়ে বাইকে করে যাচ্ছে। সত্যি চমৎকার ছিল এই আয়োজনটি ।এর আগে কখনো এটি দেখা হয়নি ।এবারই প্রথম দেখলাম তাই বেশি ভালো লেগেছিল।


IMG20231026143639.jpg

এটি হচ্ছে কমিউনিটি সেন্টারের প্রবেশ দ্বার। এখান দিয়ে সকলে ভেতরে প্রবেশ করছে ।একে একে সব মেহমান ভেতরে যাচ্ছে।


IMG20231026143809.jpg

IMG20231026143930.jpg

IMG20231026143846.jpg

এটি হচ্ছে বিয়ের কনে। খুবই চমৎকার লাগছিল বিয়ের সাজে দেখতে। যদিও এর আগের প্রতিটি অনুষ্ঠানেই বিয়ের কনে কে চমৎকার লেগেছিল আজকেও তার ব্যতিক্রম নয়। এমনিতেই সুন্দর আরো চমৎকার করে সাজানো হয়েছে যার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। হালকা কালার এর শাড়িতে বেশ ভালো লাগছে দেখতে। বিয়ের কনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম খাওয়ার পর্বে।


IMG20231026145649_01.jpg

IMG20231026145646.jpg

IMG20231026145637.jpg

আসলে কোথাও খেতে গেলে খাওয়ার ফটোগ্রাফি করার কথা প্রায় সময়ই ভুলে যাই। তাই কিছুটা খাবার পর মনে হয়। এবারও তাই হয়েছিল। যাইহোক মেয়ে বাড়ির আয়োজন বেশ ভালো ছিল। এরা মাটন কাচ্চি বিরিয়ানি, রোস্ট, টিকিয়া, বোরহানি করেছিল ।খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।বেশ ভালো লেগেছিল খেতে।


IMG20231026153618.jpg

আমরা খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করছিলাম ।এর মধ্যেই বরপক্ষের লোকজন চলে এলো। সবাই বরপক্ষকে বরণ করার জন্য মূল গেটের কাছে গিয়ে জড়ো হল ।আসলে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষের গেটে দাঁড়ানোর মুহূর্ত টাই সব থেকে বেশি ভালো লাগে। সেখানে গেট ধরা, টাকা নেওয়া সত্যি এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তারপর মেয়েদের সঙ্গে ছেলেদের কিছু সময় বার্গেনিং চলল।তারপর দুই পক্ষের সম্মতিতে কিছু টাকা দিয়ে বর ভেতরে প্রবেশ করল।


IMG20231026165543.jpg

স্টেজে দেখা যাচ্ছে বরপক্ষের লোকজন কনেকে দেখতে ভিড় করেছে ।আসলে এই মুহূর্তগুলো প্রতিটা বিয়ের অনুষ্ঠানেই হয়। বেশ ভালো লাগে উপভোগ করতে ।তারপর কিছু সময় পরেই বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল।


IMG20231026170334.jpg

IMG20231026170628.jpg

তারপর বর কনে কে মুখোমুখি বসানো হলো, মাঝখানে ফুলের দেয়াল দেয়া হলো ।সত্যি ভীষণ ভালো লেগেছিল এই বিষয়টা ।তারপর বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হলো ।তারপর বর ফুল সরিয়ে মেয়ের মুখ দেখল । তারপর আর কিছু সময় থেকেই আমি চলে এসেছি, মেয়েকে বিদায় দেওয়া হয়নি। মেয়েদের বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের হয়ে থাকে। যে কষ্টের মুহূর্তে থাকতে চেয়েও থাকতে পারিনি ।রাত হয়ে গিয়েছিল, তাই বাসায় চলে এসেছিলাম। সত্যি চমৎকার ছিল পুরো বিয়ের আয়োজনটি ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 11 months ago 

বাড়ির ভাড়াটিয়ার মেয়ের বিয়েতে বুঝতে পারছি অনেক আনন্দ করছেন। এত সুন্দর অনুষ্ঠান হলে আনন্দ হওয়ারই কথা। হলরুম এত সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখতে খুবই চমৎকার হয়েছে। ঠিক বলেছেন আপু মেয়েদের বিদায় বেলাটা খুব কষ্টে হয় আর সেই মুহূর্ত দেখতেও কষ্ট লাগে। অনেক রাত হয়ে যাওয়ায় থাকতে পারেননি তাই নিশ্চয়ই সেই মুহূর্ত টাও খুব মিস করে গেলেন।

 11 months ago 

হ্যাঁ আপু বিদায় বেলার মুহূর্তটা সত্যিই আমি মিস করেছি। বেশ খারাপ লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

বিয়ের অনুষ্ঠানে কাটানো অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর ও কনের পোস্টারটি দেখতে সত্যি দারুন সুন্দর লাগছে। একই সাথে সাজানো কনে কে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর বিয়ের অনুষ্ঠানে এরকম সুস্বাদু খাবার খাওয়ার মজাই আলাদা। তবে বিয়ের সমস্ত কার্যক্রম শেষে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মেয়েদের কষ্টটা সত্যি অধিক হয়। বিয়ের অনুষ্ঠানে কাটানো সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ভাইয়া মেয়েদের অনুভূতি বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন সব সময়।

 11 months ago (edited)

ঠিকই বলেছেন মেয়েদের কষ্টের মুহূর্তটি অনেক বেদনা দায়ক হয়। রাত্রি হওয়ার কারণে আপনি শেষ মুহূর্তটা থাকতে পারলেন না। তবে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ছিল। আর বিয়ের কন্যাকেও দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সম্পূন্ন অনুষ্ঠানটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ আপু শেষ মুহূর্তে থাকতে না পারার কারণে বেশ খারাপ লেগেছিল ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

বাসার ভাড়াটিয়ার বিবাহ উপলক্ষে খুবই সুন্দর একটি দিন উপভোগ করেছেন। কমিউনিটি সেন্টারে এই ধরনের আলোকসজ্জা এবং সকল অতিথির সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলে খুবই ভালো লাগে। তাছাড়া বিবাহ অনুষ্ঠানে অনেক মজা হয় অনেক বিনোদন হয়। যেটা আপনি ভালই উপভোগ করেছেন। আপনার কাটানো মুহূর্তের দৃশ্য আমরাও ভালোই উপভোগ করেছি আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ ভাইয়া বেশ ভালো উপভোগ করেছিলাম দিনগুলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

আজকে তো আগে থেকেই সতর্ক হয়ে প্রতিটা ধাপের ছবি তুলেছেন হা হা। আপু আমার কাছেও কমিউনিটি সেন্টারে প্রবেশ মুখে বর এবং কনের বাইকের সাথে যে পোস্টার দেখানো হয়েছে সেটা বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ ভাইয়া আজকে ছবি তুলতে কিন্তু ভুল করিনি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

বিয়ের অনুষ্ঠানে কাটানো মুহূর্তের পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আপনি মেহেদির অনুষ্ঠানের এবং হলুদের পোস্ট শেয়ার করেছিলেন যা আমার পড়া হয়েছিল। আসলে এটা ঠিক মেয়েদের বিদায় বেলাটা অনেক বেশি কষ্টের হয়। তবে বিয়ের আয়োজন টা বেশ ভালোই হয়েছিল। আর আপনার কাটানো মুহূর্তটা আমি খুব ভালোই উপভোগ করেছি। আর খাবারের আয়োজনটাও দেখছি বেশ ভালোই করেছিল। সব মিলিয়ে পুরোটা জাস্ট অসাধারণ লাগলো।

 11 months ago 

ভাইয়া আপনি এই বিয়ের অনুষ্ঠানের আগের পর্বগুলো পড়েছেন জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

ভাড়াটিয়া মেয়ের বিয়ে দেখছি চমৎকারভাবে হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত পুরো সেন্টার। কনেকেও দারুণ সুন্দর লাগছে। আপনারা তাহলে এনজয় করতে পেরেছেন 🌼

 11 months ago 

হ্যাঁ ভাইয়া বেশ ভালো এনজয় করেছিলাম। মুহূর্তগুলো চমৎকার ছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

ভাড়াটিয়ার মেয়ের বিয়েতে বেশ আনন্দ করেছেন।তবে অনেক রাত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত থাকতে পারেননি।আসলেই মেয়েদের বিয়ের অনুষ্ঠানের এই বিদায় মুহূর্তটায় খারাপ লাগে।ভালো লাগলো পোস্টটি আপু।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

হ্যাঁ আপু মেয়েদের বিয়ের অনুষ্ঠানের বিদায় মুহূর্তটা সবচেয়ে বেশি বেদনাদায়ক ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60