ফল কিনতে যাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে। এখন বাজারে বিভিন্ন ফলের মৌসুম চলছে । তবে সবথেকে মজার ফল হচ্ছে আম । এখন বাজারে বিভিন্ন রকমের আম পাওয়া যাচ্ছে । যদিও আম প্রায় শেষের দিকে ।তারপরেও বেশ কয়েক রকমের আম দেখতে পাওয়া যাচ্ছে । বেশ কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম আমার মায়ের জন্য বেশ কিছু আম নিয়ে যাব ।যাব যাব করে আর যাওয়া হয়ে উঠছিল না। চিন্তা করেছিলাম আমি নিজে বাজারে গিয়ে পছন্দমত বিভিন্ন রকমের আম নিয়ে আমার মায়ের কাছে যাব ।সে চিন্তা থেকেই আমি নিজে বাজারে যেতে চেয়েছিলাম । কিন্তু আমার হাজবেন্ড আমাকে একা যেতে দিল না । সেও সঙ্গে যেতে চাইলো । তারপর তাকে সঙ্গে নিয়েই আমি বাজারে গেলাম মায়ের জন্য আম কিনতে ।



ফল কিনতে যাওয়ার মুহূর্ত


Polish_20230717_173353547~2.jpg

IMG20230717121047.jpg

বাজারে যাবার পর দেখলাম বিভিন্ন রকমের আম উঠেছে । তাই চিন্তা করলাম সব ধরনের আম কিনব । যদিও আমার পছন্দের আম হচ্ছে আম রূপালী । এই আমটা তো আমি কিনবই। কেননা এই আম খেতে খুবই মজার । আমার কাছে সব থেকে এই আমটি খেতেই বেশি ভালো লাগে।সে চিন্তা থেকে প্রথমে আম রুপালি খুঁজতে লাগলাম । প্রথম দোকানে ভালো আম রুপালি পেলাম না সেখানে দেখলাম বাড়ি ফোর নামে একটি আম । দেখতে বেশ ভালই লাগছে । আর এই আম গুলো খেতেও বেশ ভালো। তাই এই আম কয়েক কেজি নিলাম।


IMG20230717121051.jpg

তারপর হাড়িভাঙ্গা আম দেখতে পেলাম ।হাড়িভাঙ্গা আম গুলো খেতে ভীষণ মজার । তাই চিন্তা করলাম এই আমও কিছু নিয়ে নেওয়া যাক । সে চিন্তা থেকে হাড়িভাঙ্গা আমও কিছু কিনলাম।


IMG20230717121056.jpg

তারপর আরেকটি দোকানে কিছু ফজলি আম দেখতে পেলাম । সেখান থেকে কয়েক কেজি ফজলি আম কিনলাম । এই ফজলি আম গুলো কেনার ক্ষেত্রে খুবই সমস্যা হয় । কেননা এখন দোকানদার গুলো ফজলি আমের কথা বলে আশ্বিনা নামক একটি আম আছে সেই আমটি দিয়ে দেয় । যে আমটি একটু টক হয় ।ফজলি আর আশ্বিনা আম টি দেখতে প্রায় একই। তারপর এই দোকানে কিছু আম রুপালি দেখলাম ।কিন্তু আম রুপালি গুলো একটু নরম নরম ছিল চেহারা দেখে পছন্দ হলো না ,তাই আর এখান থেকে কিনলাম না।



IMG20230717121054.jpg

তারপর আর একটু সামনে এগোতে কিছু ভালো চেহারার আম রুপালি দেখতে পেলাম । যেগুলো দেখে বেশ পছন্দ হলো । তারপর সে আম রুপালি গুলো কিনলাম । তারপর মায়ের বাসায় যাব এবং ওখানে দেরি না করেই বাসায় ফিরবো।কিন্তু হঠাৎ মনে হল এখন বাসায় যেয়ে তো আবার রান্না করতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে । তাই আর রান্নার ঝামেলা এড়াতে কাচ্চি বিরিয়ানি কেনার সিদ্ধান্ত নিলাম।


IMG20230717122147.jpg

IMG20230717122150.jpg

তারপর ভালো একটি দোকান থেকে কাচ্চি বিরিয়ানি কিনলাম । সঙ্গে আমার মায়ের জন্যও কিনলাম । তারপর সেখান থেকে রওনা দিলাম মায়ের বাসার উদ্দেশ্যে। মায়ের বাসায় যাবার পথে আমাদের শহরের গোরস্থান পরে ।তার পাশ দিয়ে যাবার সময় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো । কেননা গত বছর এই সময় আমার বাবা বেঁচে ছিলেন ।তার জন্য আমি অনেক আম কিনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এবার ঠিকই বাসায় আমি আম নিয়ে যাচ্ছি কিন্তু এবার আর আমার বাবা নেই । বাবা পরম শান্তিতে গোরস্থানে ঘুমাচ্ছেন । বুকের ভেতরটা কষ্টে ভেঙ্গে যাচ্ছিলো।অনেক কষ্টে চোখের পানি আটকালাম ।তারপর কিছু সময়ের মধ্যে মায়ের বাসায় পৌঁছালে রিকশা দার করিয়ে আম ও বিরিয়ানি মায়ের বাসায় দিয়ে ওখান থেকে বাসায় চলে আসলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

মায়ের জন্য আম কিনতে আপনার হাসবেন্ডকে নিয়ে তাহলে বাজারে গেলেন। এখন আমের সিজন অনেক ভালো মানের আম বাজারে পাওয়া যায়। আপনার মায়ের জন্য আম এবং কাচ্চি বিরানী কিনেছেন। আসলে মা বাবার সেবা করতে পারলে মন থেকে ভালো লাগে। আপনার বাবা এখন এই পৃথিবীতে নেই তার জন্য দোয়া করবেন সব সময়। যাইহোক আপনার আম্মাকে আম এবং বিরানির দিয়ে আসলেন শুনে খুব ভালো লাগলো।

 last year 

আসলে ঠিকই বলেছেন আপু বাবা-মার জন্য কিছু করতে পারলে সেটা সত্যিই মন থেকে বেশ ভালো লাগে। যদিও তেমন কিছু করার সুযোগ আমাদের হয়ে ওঠে না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন।

 last year 

আপনি তো দেখছি আপনার আম্মুর জন্য অনেক রকমের আম কিনে দিয়ে এসেছেন। তারপরে আবার কাছে বিরিয়ানি ও কিনেছেন। আপনার আম্মু আশা করছি বেশ মজা করে খেতে পারবে। গত বছর যখন আম নিয়ে গিয়েছিলেন, তখন আপনার বাবা বেঁচে ছিল। কিন্তু এই বছর তিনি আপনাদের মাঝে নেই। আপনার বাবার জন্য অনেক বেশি খারাপ লাগছে। আসলে যে মানুষটা চলে যায় তার গোরস্থানের সামনে দিয়ে যেতে খুব খারাপ লাগে কষ্ট হয় মনের ভেতর। আম কেনার মুহূর্তটা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

আসলে আপু বাবা-মা মানুষের কথাটা আপনজন তাকে হারালে সেটা বোঝা যায় । আমার বাবার জন্য দোয়া করবেন । আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন।

 last year 

নিজের মায়ের জন্য ফল কেনার মুহূর্ত সবথেকে অন্যরকম হয়। আপনি আপনার মায়ের জন্য অনেক রকমের আম কিনেছেন। নিশ্চয়ই আপনার মা বিভিন্ন রকমের আমগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। বাসায় গিয়ে রান্না করা লাগবে সেজন্য আপনারা কাচ্চি বিরিয়ানি কিনেছিলেন আপনাদের জন্য। সেই সাথে আপনার মায়ের জন্য ও কিনেছিলেন এবং সবগুলো একসাথে দিয়ে এসেছিলেন এটা জেনে ভালো লাগলো। উনি খুবই মজা করে খেতে পারবেন আমগুলো এবং কাচ্চি বিরিয়ানি।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল ।ভালো থাকবেন সব সময়।

 last year 

ফল কিনার পাশাপাশি কাচ্চি বিরিয়ানি কিনেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে কাচ্চি বিরিয়ানি আমার খুবই পছন্দের। আপনার ফল কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। বেশ কিছু ফল কিনেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

কাচ্চি বিরিয়ানি আপনার পছন্দের জেনে বেশ ভালো লাগলো। আসলে এটি খেতেও বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

দোয়া রইল আঙ্কেলের জন্য সৃষ্টি করতে যেন তাকে পরম সুখে রাখেন।
আসলে বাজারে গেলে ভালো জিনিসটা খুঁজে পাওয়া মুশকিল বিভিন্ন ধরনের কেমিক্যাল এর ফরমালিনে মোড়ানো খাবার গুলো দেখলেই ভালো মনে হয় অথচ ভেতরটা দূষিত।

আমরুপালি আমার খুবই ফেভারিট।

আপনি দেখে শুনে ভালো খাবার কিনেছেন আপনার মায়ের জন্য।। সত্যি অনুভূতিটা অন্যরকম ছিলো।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাজারের আমগুলো এখন কেমিক্যালে ভরা। তবুও খাবার জন্য তার ভেতর থেকেই কিনতে হয়। যাইহোক আপনার কাছে আমার পোস্টটি ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

এখনকার সময় আমের সিজন। সেই কারণে বাজারের খুব ভালো মানের আম পাওয়া যায়। যাইহোক আপনার হাসবেন্ড কে নিয়ে আপনার আম্মার জন্য আম কিনেছেন। এবং বিরিয়ানি ও নিলেন। শুনে খুব খারাপ লাগলো গত বছর এই দিনে আপনার বাবাও ছিল। এখন সে আর আপনাদের মাঝে নেই। মা বাবার জন্য কিছু করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আপনার আমার জন্য আম এবং বিরিয়ানি নিয়ে গেলেন ভালো করলেন। তার সেবা করতে পারলে এটাই এক সময় বড় দোয়া হিসেবে পাবেন।

 last year 

আসলে ভাইয়া বাবা-মা মানুষের কত আপন জন তাদেরকে হারালে বোঝা যায়। যাই হোক আমার পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন শুভকামনা রইল।

 last year 

বাজারে অনেক সুন্দর সুন্দর পাখা আমের দৃশ্য ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ফল কিনতে যাওয়ার এই দারুন মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার অবস্থান করার কিছু মুহূর্ত বর্ণনার সাথে উপস্থাপনা করা দেখে আমার অনেক ভালো লাগলো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে করার জন্য ।তবে মন্তব্য করার সময় একবার ভালো করে একটু পড়ে দেখবেন কিছু ভুল-ভ্রান্তি থাকে কিনা । যাই হোক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33