বাড়িতে বিয়ের আয়োজন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



কি বন্ধুরা টাইটেল দেখে নিশচয়ই ভাবছেন আমাদের বাড়িতে মনে হয় বিয়ের কোন আয়োজন হচ্ছে । কিন্তু না আমাদের বাড়িতে বিয়ের আয়োজন হলেও মূল অনুষ্ঠান আমাদের কারো নয় । এটি হচ্ছে আমাদের ভাড়াটিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান। আসলে দীর্ঘদিন পর বাড়িতে এরকম বিয়ের অনুষ্ঠান হচ্ছিল যে মনে হচ্ছিল যেন নিজেদেরই অনুষ্ঠান। আর দীর্ঘদিন পর এরকম বিয়ে বেশ উপভোগ করলাম ।আসলে দীর্ঘদিন হয় এরকম কোন বিয়ের অনুষ্ঠানে যাওয়া হচ্ছিল না । হঠাৎ করেই নিজেদের বাড়িতেই বিয়ের আয়োজন শুরু হয়ে গেল সত্যি বিষয়টা বেশ ভালো লেগেছিল আমার কাছে। বেশ কয়েকদিন আনন্দ উৎসব ও বেশ ব্যস্ততায় সময় কেটেছিল। তাই সেই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।


বাড়িতে বিয়ের আয়োজন


IMG20231022191449.jpg

এটি হচ্ছে আমাদের বাড়ি । আমরা তৃতীয় তলায় থাকি ।আর আমাদের দোতলার এক ফ্ল্যাটের ভাড়াটিয়ার মেয়ের বিয়ে। বেশ কিছুদিন থেকেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিয়ের ডেট চলেই আসলো। তারপর পুরো বাড়ি লাইটিং করা হলো। লাইটিং যখন কমপ্লিট হয়ে গেল তখন তারা সবাই আমাকে ডাকতে আসলো । তারা সবাই নিচে যাচ্ছে দেখার জন্য এবং আমাকেও যেতে বলল । এদিক দিয়ে আমার মেয়েও পাগল করে ফেলছিল সেও নিচে গিয়ে দেখবে। তাই সবার সঙ্গে আমিও নিচে গেলাম।


IMG20231021200819.jpg

আসলে পুরো বাড়ি এরকম লাইটিং করা থাকলে দেখতে ভীষণ ভালো লাগে । যদিও এটি সেই শেষ বার দেখেছিলাম আমার বিয়ের সময় ।দীর্ঘ কয়েক বছর পর আবারো দেখার সুযোগ হলো। আর এলাকার সবাই তো ভাবছিল আমাদের বাড়িতেই বিয়ের কোন অনুষ্ঠান হচ্ছে। সবাই ফোন করে আমার হাজবেন্ড কে জিজ্ঞাসা করছিল কার বিয়ে হচ্ছে। কিন্তু বাড়িতে তো বিয়ে হওয়ার মত কেউ নেই । বেশ মজার ছিল ব্যাপারটা । এলাকার বড় ভাইয়েরা তো আমার হাজবেন্ড কে মজা করে বলছিল তোর সাহস তো ভালই এত ধুমধাম করে আর একটা বিয়ে করে ফেললি।


IMG20231021200804.jpg

IMG20231021200824.jpg

আমি নিচে যাবার পর দেখলাম তাদের বেশ কয়েকজন আত্মীয়-স্বজনের সেখানে দাঁড়িয়ে ছিল ।ইতিমধ্যে আত্মীয়-স্বজন আসতে শুরু করেছে। সবাই মিলে আনন্দ করছে ।এটি ছিল বিয়ের অনুষ্ঠান শুরুর প্রথম ধাপ । এরা সাত দিন আগেই লাইটিং করেছিল। তারপর কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে আমি কয়েকটি ফটোগ্রাফি করে ওপরে চলে এলাম।


IMG20231022220136~2.jpg

তার দুদিন পর আবারো তারা আমাকে রাতের বেলা ডাকতে এলো। ছাদে লাইটিং করা হয়েছে এবং মেয়েরা আলপনা আঁকছে। সেটা দেখার জন্য আমাকে ডাকা হচ্ছে ।তারা মূলত আমাকে ছাড়া কোন কিছুই একা করে না । তারপর মেয়েকে নিয়ে আমিও গেলাম আলপনা আঁকা দেখতে। মূলত হলুদের অনুষ্ঠান ছাদে হবে সেজন্যই তারা আগে থেকে আলপনা করে রাখছে।


IMG20231022220152~2.jpg

IMG20231022220157.jpg

তারপর বেশ কিছু সময় ছাদে থেকে আলপনা আঁকা দেখলাম ।তারপর বাসায় চলে এলাম ।এটি বিয়ের অনুষ্ঠানের প্রথম ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী অনুষ্ঠানের ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

টাইটেল দেখে তো বুঝতেই পারতেছি যে বিয়ের আয়োজন। হঠাৎ করেই নিজেদের বাড়িতেই বিয়ের আয়োজন শুরু হয়ে গেল এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। উৎসব ও সুন্দরভাবে মুহূর্ত উদযাপন করেছেন সকলে মিলে। আপনাদের বাড়ীটা তো অনেক সুন্দর। দেখে আমার তো ভীষণ ভালো লাগলো।ইস কবে যে যাব আপনাদের বাসায়।সবথেকে লাইটিং টা অনেক সুন্দর ছিল। যা আমাকে মুগ্ধ করলো ।এইটা খুব ভালো লাগছে যে আপনাকে নিয়েই ওরা সবকিছু করে এটাই অনেক ভালো। আলপনা গুলি অনেক চমৎকারভাবে ফুটে উঠেছে। বেশ দারুন আঁকতে পারে।অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের ফটোগ্রাফি গুলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম। প্রিয় আপু

 last year 

হ্যাঁ ভাইয়া সবাই মিলে বেশ আনন্দঘন মুহূর্ত পালন করেছিলাম। আর আপনি আমাদের বাড়িতে বেড়াতে চলে আসবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ভাইয়ার পোস্ট পড়ে আমি আগেই জেনেছি আপু। তাই ভাইয়ার বিয়ে নয় আমি জানি।😃 আপনাদের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়ার মেয়ের বিয়ে।আসলে লাইটিং করলে রাতে দেখতে ভীষণ ভালো লাগে।লাইটিং যতদিন থাকে ততদিন উৎসব উৎসব আমেজ লেগে থাকে।ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান করবে তাই মেয়েরা আল্পনা আঁকছিল।আপনি ছাদে দেখতে গেলেন।আসলে বিয়েতে গায়ে হলুদেই বেশী আনন্দ হয়।খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ও আপু আপনি ভাইয়ার পোস্ট পড়ে আগেই জেনে গিয়েছেন তাহলে তো আর মজা পেলেন না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 last year 

শেষ পর্যন্ত সব দোষ ভাইয়ার ঘাড়ে এসে পড়ল। ভাইয়া আবারও ধুমধাম করে বিয়ে করতে চলেছে 😅😅। যাইহোক আপু কিছুদিন আগে শুনেছিলাম আপনাদের বাসার ভাড়াটিয়ার মেয়ের বিয়ে। আজকে এই লাইটিং গুলো দেখে অনেক ভালো লাগলো আপু। মাঝে মাঝে এরকম সুন্দর সাজে বাড়ি সেজে উঠলে অনেক ভালো লাগে দেখতে।

 last year 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন মাঝে মাঝে এরকম সাজে বাড়ি সেজে উঠলে সত্যিই বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

পুরো বাড়িটা এভাবে লাইটিং করলে অনেক ভালো লাগে দেখতে। আপনাদের বাড়ির লাইটিং দেখে অনেকে ফোন দিয়ে মজা করে বলছে যে, ভাইয়া ধুমধাম করে বিয়ে করছে বিষয়টি অনেক মজার ছিল। খুব ভালো লাগলো আপু আপনার আজকের পোস্টটি পড়ে।

 last year 

হ্যাঁ আপু পুরো বাড়িটা এভাবে লাইটিং করলে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আর একটা উৎসব উৎসব লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68748.32
ETH 2464.48
USDT 1.00
SBD 2.36