শীতে নার্সারিতে গাছ কিনতে যাওয়ার প্রথম দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই শীতে নার্সারিতে প্রথম দিন গাছ কিনতে যাওয়ার অনুভূতি শেয়ার করতে এসেছি।আমি প্রতি বছরই শীতের সময় নতুন নতুন গাছ কিনে থাকি। এ বছর এই প্রথম গাছ কিনতে গিয়েছিলাম। যদিও বেশ কিছুদিন থেকে যাব যাব করছিলাম কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছিল না। তারপর একদিন ঠিক করে ফেললাম আজ গাছ কিনতে যাবোই। আমার পছন্দের গাছ কেনার জন্য নার্সারিতে গেলাম ।আমি মূলত হাজারী গোলাপ কিনতে চাইছিলাম। এই গাছগুলো শীতের সময় ভালো পাওয়া যায়। গত বছর একবার দেখেছিলাম তখন কেনা হয়নি। কিন্তু এবার চিন্তা করলাম এইবার এই গাছগুলা কিনব। সে চিন্তা থেকেই নার্সারিতে গেলাম।


শীতে নার্সারিতে গাছ কিনতে যাওয়ার প্রথম দিন



20230105_165920.jpg

যেহেতু আমি ইন্ডিয়ান হাজারী গোলাপ কিনতে চাইছিলাম, তাই দোকানে যেয়ে আমি প্রথমে দোকানদারকে জিজ্ঞাসা করলাম ইন্ডিয়ান হাজারী গোলাপ আছে কিনা? সে আমাকে প্রথমেই এই গোলাপ গাছটিকে দেখালো। আমারও দেখে বেশ পছন্দ হলো গাছটি । তারপর দোকানদারকে আমি গাছ টির দাম জানতে চাইলাম।দাম শুনে তো আমার মাথা ঘুরে গেল।দোকানদার গাছটির দাম চাইল ১৫০০ টাকা। আমি বললাম এই গাছটির দাম এত কেন। একটু কম রাখেন, তখন তিনি বলল এই গাছটি অনেক পুরনো গাছ। আর এই গাছগুলোর দাম এরকমই। তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আমি এই টাইপের অন্যান্য গাছ দেখতে লাগলাম। আসলে গাছ টি দেখে পছন্দ করার মতই ।আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই ।আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটিতে কত কলি আছে।


20230105_170014.jpg

তারপর আমার এই গোলাপ গাছটি পছন্দ হলো। এটি সাদা গোলাপ গাছ ছিল এবং এই গোলাপ গাছটিতে অসংখ্য কলি ছিল। দেখে বেশ ভালো লাগলো। তারপর আমি এই গোলাপ গাছটির দাম জানতে চাইলাম ।তখন লোকটি বলল এই গোলাপ গাছটির দাম ৬০০ টাকা। এটিও আমার কাছে বেশি মনে হল ।কেননা আমি বেশ কয়েকটি গাছ কিনতে চাইছিলাম। একেকটার দাম এত হলে তো বেশি গাছ কেনা সম্ভব নয় ।তারপর আমি আরো অন্যান্য গাছ দেখতে শুরু করলাম।


20230105_170041.jpg

এখানে আরো একটি গোলাপ গাছ দেখতে পেলাম। এই গোলাপ গাছটির গোলাপ ফুলটি অনেক বড় ছিল। দেখতেও চমৎকার কিন্তু এটি আমার এতটা পছন্দ হলো না। কেননা এই গোলাপ গাছগুলোতে অতটা কলি নেই। এই গোলাপ গাছগুলোর একটা সমস্যা হলে অনেকদিন পর পর ফুল ফোটে।


20230105_170125.jpg

20230105_170136.jpg

20230105_170139.jpg

উপরের তিনটি ফুল হচ্ছে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে। তবে আমার কাছে বেগুনি পিটুনিয়া ফুলটি বেশি ভালো লাগে। গত বছর আমার বাগানে বেগুনি পিটুনিয়া ফুল ছিল। বেশ কয়েক মাস অসংখ্য ফুলে ফুলে ভরেছিল।পিটুনিয়া গাছটি মূলত শীতকালীন ফুলের গাছ।


20230105_170143.jpg

এই গাছগুলো মূলত জবা ফুলের গাছ। এত ছোট ছোট গাছে জবা ফুল ফুটতে আমি কখনো দেখিনি। অবশ্য এরা কলম করে বানিয়েছে তাই এত সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলো প্রত্যেকটির কালারও চমৎকার ছিল দেখে বেশ ভালো লাগছিল।


20230105_171120.jpg

বেশ কিছু গাছ দেখে তারপর এই চন্দ্রমল্লিকা গাছটি বেশ পছন্দ হলো। তারপর এই গাছটি আমি ক্রয় করলাম মাত্র আশি টাকা দিয়ে।তারপর দোকানদারকে বললাম ওই ইন্ডিয়ান হাজারী গোলাপের অন্য কোন চারা আছে কিনা। যেগুলোর দাম একটু কম দাম হবে। তখন লোকটা আরো কিছু ইন্ডিয়ান হাজারী গোলাপ আমাকে দেখালো। সেখান থেকে আমি তিনটা হাজারী গোলাপ গাছ কিনলাম ও একটি চন্দ্রমল্লিকা কিনলাম।


20230105_171124.jpg

এটিও একটি ইন্ডিয়ান হাজারী গোলাপ। এই গাছটি দেখতেও বেশ চমৎকার ছিল ।এই গাছটি আমি দুই শত পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলাম। এর ফুলের কালার গোলাপি ছিল।


20230107_161627.jpg

এটিও একটি ইন্ডিয়ান হাজারী গোলাপ ফুল।ফুলের কালার লাল ছিল। ছোট ছোট ইরানি ফুলের মত দেখতে ফুলগুলো আর মিষ্টি একটা ঘ্রাণ আছে ।দেখতে সত্যি বেশ ভালো লাগে। এই গাছটি আমি দুই শত টাকা দিয়ে ক্রয় করেছিলাম।


20230107_161643.jpg

20230107_161650.jpg

এই গোলাপ গাছটি ও আরেক জাতের হাজারী গোলাপ। হয়তো এটি দেশি জাতের ফুল হবে। তবে এটিতেও বেশ কলি ছিল। এই গাছটি আমি দুই শত টাকা দিয়ে কিনেছিলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশনথানার মোড় ,ফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

নার্সারিতে গেলে এমন সুন্দর সুন্দর ফুলের দৃশ্য দেখলে মন একদম ভরে যায়।আপনি যে গোলাপ ফুল গাছটি পছন্দ করেছেন সেটা দেখতে তো দারুন ছিল কিন্তু দাম এত বেশি যে মাথা আমারটাও ঘুরে গেছে আপু দাম শুনে।নার্সারিতে যেয়ে বেশ সুন্দর সুন্দর ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আসলে আপু একটি গোলাপ গাছের দাম এত শুনে মাথা ঘোরাটাই স্বাভাবিক ।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাপরে বাপ,এক গোলাপ ফুলের গাছ ৬০০,১৫০০!!ব্যবসা শুরু করতে হবে দেখছি😁।আপনি আমায় এতো দামি দামি গাছের লিস্ট করে দিবেন, লাভের কিছু পার্সেন্টেজ দেবোনি 😂।
যাইহোক আপু,দারুণ ছিল আপনার মুহুর্তটা।নেটের ডিস্টার্বের কারণে যদিও একটা ছবি দেখার পর পরবর্তী ছবি দেখতে পাচ্ছিনা।

 2 years ago 

ভাই আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ভীষণ মজা পেয়েছি। শুরু করে দিন ব্যবসা, আমি গাছের লিস্ট পাঠিয়ে দেবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রতি শীতে ফুলের গাছ ক্রয় করে থাকেন কিন্তু এবছর হয়তোবা আগে ক্রয় করতে পারেননি যার কারণে হঠাৎ করেই বের হয়ে গিয়েছেন ফুল গাছ ক্রয় করার জন্য। আসলেই ফুল গাছের প্রচুর দাম কিনতে গেলে মাথা ঘুরে যাওয়াটা স্বাভাবিক। ‌ ১৫০০ টাকা ফুলের গাছের দাম শুনে তো আমার মাথায় ঘুরে গিয়েছে। যাইহোক নার্সারিতে গিয়ে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো অবশেষে কয়েকটি গাছ কিনেছেন জেনে খুশি হলাম।

 2 years ago 

আসলে ভাইয়া অনেকগুলো গাছ কেনার চিন্তা নিয়ে গিয়েছিলাম তাই একটি গাছের দাম এত টাকা হলে অন্য গাছ কিনবো কি করে। তাইতো মাথা ঘুরে গিয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

আপনি প্রতিবছর শীতের সময় ফুল গাছ ক্রয় করেন এটা জেনে বেশ ভালোই লাগলো। একটি ফুল গাছের দাম ১৫০০ টাকা এটা যেনে বেশ অবাক হলাম আমি। এমনিতে ই বেশিরভাগ ফুল গাছের দাম অনেক টাকা হয়ে থাকে। সত্যি নার্সারিতে অনেক রকমের ফুল গাছ রয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগে। পোস্ট এর মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ আপু অবশেষে কিছু গাছ কম দামে পেয়েছিলাম। সেগুলো কিনেছিলাম। পনেরশো টাকা দামের গাছেরই চারা গাছ সেগুলো।যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকালে নার্সারি বাগান গুলোতে গেলে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখলে মাথায়ই নষ্ট হয়ে যায়। যাক আপনি ফুল গাছ কেনার জন্য নার্সারি বাগানে গেলেন। তবে ইন্ডিয়ান হাজারী গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লাগে। দামটি শুনে আমি অবাক হয়ে গেলাম ১৫০০ টাকা নার্সারিবাগান লোক আপনার কাছে চাইলেন। তবে আপনি যেগুলো ফুল দেখলেন সবগুলো ফুল অসাধারণ। আমি আমাদের বাসার সাধের উপরে অনেক ধরনের ফুলের চারা গাছ লাগিয়েছিলাম। বিশেষ করে পিটুনিয়া ফুল গুলো বেশি লাগিয়েছিলাম। তবে এই ফুলগুলো গরম কাল আসলে মারা যায়। ধন্যবাদ আপনাকে নার্সারি বাগানে ফুল গাছ কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন পিটুনিয়া গাছগুলি গরমকালে মারা যায়। তবে শীতের সময় দারুন ফুল ফোটে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু নার্সারিতে গাছ কিনতে যাওয়ার প্রথম দিন খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আপনার। একটি ইন্ডিয়ান হাজারী গোলাপের দাম এতো বেশি,শুনে অবাক হলাম। তারপর আপনি কিছুক্ষণ ঘুরে বেশ কয়েকটি ফুল কিনেছেন, জেনে খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বেশি দামের গাছটি সামনের উপর রাখায় ওই গাছটি দেখেই প্রথমে সবার নজর পড়বে। তারপর ছোট ছোট গাছগুলো কেনা যাবে একটু কম দামে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44