আমি যদি একদিন অদৃশ্য হতাম
আমি যখন ছোট ছিলাম তখন মাঝেমধ্যেই ভাবতাম হয়তো আর পরবর্তীতে বিজ্ঞান এতটা উন্নত হয়ে যাবে তখন আমরা অদৃশ্য হতে পারব এবং লুকিয়ে লুকিয়ে অন্য জায়গায় গিয়ে চকলেট চুরি করে আনবো। এই বিষয়গুলো একসময়ের ছিল কল্পনা এবং চিন্তাভাবনা কিন্তু বর্তমানে বিজ্ঞান এতটা উন্নত হয়েছে হয়তো এই ধরনের টেকনোলজি আর কয়েক দশক পড়েই আমরা দেখতে পারবো।
তবে মাঝেমধ্যেই ছোটবেলা সেসব কথাগুলো পড়লে এখন অনেক মজা লাগে এবং অনেক ধরনের কথা মনে পড়ে যায়। বিশেষ করে শৈশবের স্মৃতিগুলোর মধ্যে অন্যতম ছিল সাইন্স নিয়ে চিন্তাভাবনা করা। যদিও আমার ছোটবেলা থেকেই এই বিষয়ে জানার অনেক আগ্রহ ছিল বিধায় এসব চিন্তাভাবনা আমার মাথায় আসতো এবং তখন আমি চিন্তা করতাম। আমি যদি অদৃশ্য হতে পারতাম তাহলে কি কি করতাম যদিও সেই বিষয়গুলো শুনলে আপনারাও হেসে উঠবেন।
আগে চিন্তা করতাম যদি অদৃশ্য হতে পারতাম তাহলে সবার আগে পাশের দোকান থেকে গিয়ে বেশ কিছু চকলেট চুরি করে আনতাম। এছাড়াও আমাদের আশেপাশে তখন অনেক ফল এবং ফুলের গাছ ছিল। যেখানে প্রায়ই মৌসুমী ফলগুলো ধরতো এবং মাঝেমধ্যে চুরি করতে গিয়ে সেখানে ধরা খেতাম। তাই চিন্তাভাবনা ছিল অদৃশ্য হতে পারলে সে সব গাছ থেকে ফল চুরি করে আনবো এছাড়াও মায়ের বকা থেকে বাঁচতে অদৃশ্য হয়ে যাব ইত্যাদি। আরো নানান ধরনের অনেক চিন্তা ছিলো। যাইহোক আপনারা কি ছোটবেলায় এ ধরনের কোন চিন্তাভাবনা করেছেন যদি করে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য জানাবেন।

