প্রতিশোধ স্পৃহা (প্রথম পর্ব)
রাছিফ বারবার ঘড়ির দিকে তাকাতে থাকে। অফিস থেকে বের হয়েছে সে বেশ কিছুক্ষণ হয়ে গেলো। কিন্তু জ্যামে আটকে থাকার কারণে বাসার কাছাকাছি ও সে পৌঁছাতে পারেনি। এদিকে সে তার পরিবারকে সে আগে থেকেই বলে রেখেছে আজকে সবাইকে নিয়ে বাইরে খেতে যাবে। তার স্ত্রী ইতিমধ্যে তাকে ফোন দিয়ে জানিয়েছে সবাই রেডি হয়ে বসে আছে। রাছিফ চিন্তা করতে লাগলো একবার রিক্সা থেকে নেমে হাটা শুরু করবে নাকি? পরবর্তী সেই পরিকল্পনা বাতিল করে দিলো।
ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।
কারণ তার বাসা এখনো অনেকটা দূরে। যাই হোক আরো বেশ অনেকক্ষণ পরে সে বাসায় গিয়ে পৌঁছালো। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ঢুকতেই দেখতে পেলো তার স্ত্রী সহ দুই বাচ্চা তৈরি হয়ে বসে রয়েছে। রাছিফ তাদেরকে দেখে বুঝতে পারলো বাসায় বেশিক্ষণ সময় সে থাকতে পারবে না। তাদেরকে সে অপেক্ষা করতে বলে দ্রুত কাপড়চোপড় পাল্টে হাত-মুখ ধুয়ে বাইরে যাওয়ার কাপড়চোপড় পড়ে নিলো। রাছিফের ইচ্ছা ছিলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বাইরে যাওয়ার।
কিন্তু পরিবারের সবার অবস্থা দেখে আর সেই কথা বলতে সাহস পেলো না। তবে তার স্ত্রী তাকে দেখে বুঝতে পারলো রাছিফকে বেশ ক্লান্ত লাগছে। তখন সে নিজে থেকেই বললো তুমি আগে কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি এক কাপ চা করে দেই চা খেয়ে তারপর বাইরে যাই। কারণ রেস্টুরেন্টে যেতে তো আমাদের বেশ খানিকটা সময় লাগবে। আবার রেস্টুরেন্টে পৌঁছে খাবার অর্ডার দেয়ার পর খাবার পরিবেশন করতে ও অনেকটা সময় লাগবে। ততক্ষণে তোমার অনেক ক্ষুধা লেগে যাবে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
পরের অংশ শীগ্রই দিয়েন