মন খুলে হাসো

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মন খুলে হাসো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের জীবনে দুঃখ কষ্ট এটা থাকবে। আসলে কেউ এই জিনিসটাকে কখনো উপেক্ষা করতে পারে না। যদিও আমরা সবাই জানি যে দুঃখের পর সুখ আসে। আসলে এই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। কিন্তু যদি মানুষ আশা নিয়ে পৃথিবীতে না বাঁচতো তাহলে সে কখনো মন খুলে হাসতে পারতো না। কারণ হাসির মাঝে আমাদের সকল দুঃখ-কষ্ট নিমিষে দূর হয়ে যায়। আসলে যখন আমরা বন্ধু বান্ধবীদের সাথে কোন আড্ডা দিই তখন আমরা সেই সব বন্ধুদের সাথে অনেক মজার মজার ঘটনা শেয়ার করি এবং মন প্রাণ খুলে হাসি। আপনি একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন যে আমরা যখন মন প্রাণ খুলে হাসি তখন আমাদের জীবনে শত দুঃখ কষ্ট সব নিমিষেই দূর হয়ে যায়। কারণ সেইসব দুঃখের কথা আর এ সময় আমাদের আর মনে পড়ে না। আসলে আমরা যদি মন খুলে আমাদের মনের আনন্দকে প্রকাশ করতে না পারি তাহলে আমরা জীবনে কখনো শান্তি পাব না।

এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সবসময় গম্ভীর ভাবে সময় কাটায়। আসলে তারা কখনো কারো সাথে কথা বলতে চায় না। তারা মনে করে যে তারা অন্যের সাথে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করবে কেন। আসলে অন্যের সাথে যদি কথা বলি এবং মনের সকল দুঃখ-কষ্ট শেয়ার করি তাহলে আমাদের মন অনেকটা হালকা হয়ে যায়। সেইসব ব্যক্তিরা মন থেকে কখনো জীবনে সুখী হতে পারে না। কারন আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে কথা বলি এবং তাদের সাথে বিভিন্ন আড্ডায় মজে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে প্রচুর আনন্দ পাব। কারণ এক এক জন মানুষ এক এক ধরনের হাসির কথা বললে আমরা তখন প্রাণ খুলে হাসি। এই জীবনে হাসির অনেক বেশি প্রয়োজন। কেউ যদি মন খুলে হাসতে না পারে তাহলে তার মনের ব্যথা কখনো বাইরে বেরোতে পারে না।


আসলে অনেকে রয়েছে এই পৃথিবীতে তাদের দেখলে আপনি বুঝতে পারবেন না যে এদের মনে এত দুঃখ কষ্ট রয়েছে। কেননা এরা আমাদের সাথে হেসে খেলে চলে বেড়ায়। আসলে তারা চায় না যে তাদের মনের কথা কারো সাথে শেয়ার করুক। আসলে তারা ভাবে যে যদি তাদের মনের দুঃখ কষ্ট অন্য মানুষের সাথে শেয়ার করি তাহলে তারাও কিন্তু তাদের দুঃখ কষ্ট দেখে তারাও দুঃখিত হবে। আর কাউকে দুঃখ দেয়ার অধিকার আমাদের কারো নেই। আসলে এসব মানুষকে বোঝা বড় মুশকিল। কেননা তারা আমাদের সামনে এক রকম থাকে এবং যখন একাকিত্বে সময় কাটায় তখন অন্যরকম ভাবে থাকে। আসলে এই মানুষগুলো যদি তাদের মনের কথা অন্যের কাছে শেয়ার করে তাদের সকল দুঃখ কষ্টকে উজাড় করে দিতে পারতো তাহলে তারা জীবনে একটু সুখী হতে পারতো। আবার কিছু কিছু মানুষ চাইলেও তারা জীবনে সুখ আনতে পারে না।


আর একজন হাসি খুশি ব্যক্তি জীবনে কখনো কোন দুঃখ কষ্টকে তেমন প্রাধান্য দেয় না। তারা মনে করে যে তাদের এই ছোট জীবনে প্রচুর কাজ করতে হবে এবং কাজ করার পাশাপাশি তাদের পরিবারকে নিয়ে অনেক আনন্দের সময় কাটাতে হবে। যদিও কিছু কিছু ব্যক্তির জীবনে এমন এমন ঘটনা ঘটে যায় যার ফলে সে জীবনে আর কখনো সুখী হতে পারে না এবং তার জীবন থেকে হাসিটা চিরজীবনের মতো চলে যায়। আসলে তারপরও আমাদের সব সময় হাসিখুশি থাকতে হবে এবং সবাইকে হাসিখুশি রাখতে হবে। আর এর ফলে আমরা সবাই এক জায়গায় মিলেমিশে থাকতে চেষ্টা করব এবং একে অন্যের সাহায্যে সব সময় এগিয়ে আসব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা প্রাণ খুলে হাসলে দুঃখ কষ্ট আমাদের জীবনে নিমিষেই বিলিন হয়ে যায়।অনেকেই নিজের শত দুঃখ থাকলেও তা চাপা দিয়ে হেসে থাকে। কারো সাথে তাদের কষ্ট শেয়ার করে না।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 3 months ago 

মন খুলে হাসাটা সবার জন্যই জরুরী। কারণ মন খুলে হাসলে, মন-মানসিকতা ভালো থাকার পাশাপাশি শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তাইতো কমবেশি মানুষের সাথে আড্ডা দেওয়া উচিত সবার। তাছাড়া বিনোদনমূলক ভিডিও দেখলেও মন খুলে হাসা যায়। যাইহোক দারুণ লিখেছেন। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 65337.35
ETH 2583.21
USDT 1.00
SBD 2.67