জোর করে থাকা যায়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সম্পর্ক এমন একটি ব্যাপার। যেখানে আসলে জোর করে থাকা যায় না। কিছু কিছু সম্পর্কে হয়তো আমরা পরিস্থিতির কারণে জোর করে থাকি। তবে সেটা নিতান্তই একেবারে জোর করে থাকতে হয়। অর্থাৎ আমরা কখনোই কিছু সম্পর্কে আটকে থাকতে পারি না, শুধুমাত্র আমাদের মন বলে না তাই। অর্থাৎ আমাদের মন যদি বলতো কিংবা আমাদের মন যদি চাই তো সেই সম্পর্কগুলোতে থাকতে। তাহলে কিন্তু আমরা অবশ্যই কোনো না কোনো ভাবে থাকতাম। কারণ ওই যে বললাম, সম্পর্কে যা ই আমরা করি না কেনো, জোর করে থাকা যায় না।

কিন্তু দুঃখের বিষয় হলো,আজকে আমি এই বিষয়ে লেখা লেখি করার কারণ হলো। সম্পর্কে অনেকেই জোর করে থাকতে চায় এবং অপরপক্ষ অনেক সময় এটা আশা করে যে, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিংবা একপক্ষের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেই সম্পর্কে থাকবে। আর এটা যদি কেউ আসলে চায়। তাহলে আমার মনে হয় যে তার মধ্যে অসম্ভব রকমের ম্যাচিউরিটির অভাব রয়েছে। কারণ এটা আসলে কখনোই সম্ভব হয় না। কোনো একটা সম্পর্কে যখন দুটো মানুষ আবদ্ধ হয়। তখন এটা একেবারেই তাদের মনের ব্যাপার হয়। এটা একেবারেই তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত থেকেই তারা একত্র হয়।

কিন্তু সেই জায়গাতেই যদি আসলে আমরা চেষ্টা করি যে কাউকে জোর করে আটকে রাখবো কিংবা আমি নিজে জোর করে থেকে যাবো। সেটা আসলে হয় না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, সেটা যদি কেউ চায়। তাহলে সেখানে এতো বেশি তিক্ততা বেড়ে যায় যে, সে সম্পর্কটাকেই একটা মনে হয় যেনো বিষক্রিয়ায় আক্রান্ত। তাই আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্ক যদি আসলেই আর কন্টিনিউ করার না যায়। আর কোনোভাবেই মতের মিল না হয়। তাহলে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত। আর তার চেয়েও বড় ব্যাপার হলো, আমার যে অপরপক্ষ তাকে বের হয়ে যেতে দেওয়া উচিত। কারন আমরা বেশিরভাগ সময়ই আসলে মানুষকে আটকে রাখতে চাই এবং এটাই আমরা ভালোবাসি যেটা পরবর্তীতে আমাদের কাছে অনেকটা গলার কাঁটা হয়ে যায়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102034.37
ETH 3398.54
USDT 1.00
SBD 0.56